بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم
রোজা বা রোযা সামাজিক জীবনে ব্যাপক ভূমিকা পালন করে। একমাত্র রোজার ফলেই ধনীগণ গরীবের পেটের ক্ষুধার জ্বালা বুঝতে পারেন। ফলে তারা গরীবের প্রতি সদয় হন। চীনের মহান নেতা মাও সে তুং চীনের সামাজিক ব্যবস্থাপনায় অসহায়ত্ব দেখে মাঝে মাঝে বলতেন, ‘নিজের খাবারের সময় প্রতিবেশী এবং সামনে উপবিষ্ট ব্যক্তিকে শামিল করে নাও। নিজে ক্ষুধার্ত থেকে অন্যর ক্ষুধার জ্বালা অনুভব কর।’
মূলত এ কথাগুলো আমাদের কুরআন, হাদিসেরই শিক্ষা। রোজার মাস এলেই সবার মনে কেমন যে জান্নাতের আবহ তৈরি হয় যা গোটা সমাজ জীবনে প্রভাব ফেলে। অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে মানুষ কম কথা বলে, পরের উপকার বেশি করে, দান খয়রাত বেশি করে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে। ফলে সুন্দর এক জান্নাতী আবহাওয়া বিরাজ করে। মোট কথা রমজান মাস হোক বা না হোক রোজাদার ব্যক্তি সামাজিকভাবে স্বচ্ছ, দয়ালু, অপরের প্রতি সহানুভুতিশীল হন।
মূলত এ কথাগুলো আমাদের কুরআন, হাদিসেরই শিক্ষা। রোজার মাস এলেই সবার মনে কেমন যে জান্নাতের আবহ তৈরি হয় যা গোটা সমাজ জীবনে প্রভাব ফেলে। অন্যান্য মাসের চেয়ে রমজান মাসে মানুষ কম কথা বলে, পরের উপকার বেশি করে, দান খয়রাত বেশি করে, কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে। ফলে সুন্দর এক জান্নাতী আবহাওয়া বিরাজ করে। মোট কথা রমজান মাস হোক বা না হোক রোজাদার ব্যক্তি সামাজিকভাবে স্বচ্ছ, দয়ালু, অপরের প্রতি সহানুভুতিশীল হন।
কোন বিশাল মাঠে একটি গাছ থাকলে তাকে বাগান বলা যায় না। অনেকগুলো গাছ থাকলে তবেই তাকে বাগান বলা যায়। যদিও তাতে একটি একটি করেই গাছ লাগান হয়। আমরা কি পারি না এক একজন এক একটি করে গাছ লাগিয়ে আমাদের ধরণীকে সুন্দর ও বসবাস উপযোগী করে সাজাতে?
যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ