আজ আপনাদেরকে একটি নতুন সংবাদ দিতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি
সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন
আপনার পাশের মানুষটিকে।
কয়েকদিন আগে রিলিহ হলো মাইক্রোসফট
কর্পোরেশানের মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন
মাইক্রোসফট উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ ভার্সন ( বেটা ভার্সন)। অনেকেই এই
নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে মোটামুটি ভাবে জানেন। এই অপারেটিং
সিস্টেমের উপর ভিত্তি করে আমার লেখা কয়েকটি টিউটোরিয়াল আছে টিউনারপেজে।
আপনারা সার্চ অপশানে সার্চ দিলেই পাবেন। এর মধ্যে রয়েছে কিভাবে উইন্ডোজ
ইন্সটল করবেন, পেনড্রাইভ থেকে কীভাবে ইন্সটল করবেন, আনইন্সটল করা, ডুয়েল
বুটে উইন্ডোজ ৭ ও ৮ চালানো, ভার্চূয়াল ইন্সটলসহ আরও কয়েকটি।
এই
নতুন অপারেটিং সিস্টেম বাজারে রিলিজ দেয়ার আগে মাইক্রোসফট প্রথমেই একটি
ডেভেলপার প্রিভিউ ভার্সন বাজারে দেয়। যাতে এর ভিতরে থাকা সমস্যাগুলো ধরা
যায়। তারপর সমস্যাগুলো ঠিক করে এর নতুন একটি বেটা ভার্সন “মাইক্রোসফট
উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ ভার্সন” রিলিজ করে মাইক্রোসফট। এটি তো হল
মাইক্রোসফট অপারেটিং সিস্টম উইন্ডোজ ৮ এর বেটা ভার্সন। এটা মূলতঃ
উইন্ডোজ ৮ এর একটা প্রিভিউ ভার্সন। উইন্ডোজ ৮ এর মূল ভার্সন এখনও বাজারে
রিলিজ করা হয় নি মাইক্রোসফট থেকে।
মাইক্রোসফট এখন তাদের উইন্ডোজ
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর মূল ভার্সন রিলিজ করার জন্য কাজ করছে। তারা
এজন্য অন্যন্যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ ৮ এরও কয়েকটি
ভার্সন রিলিজ করবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তবে শুনা যাচ্ছে এই বছরের
শেষের দিকে আপনারা উইন্ডোজ ৮ এর ফুল ভার্সন হাতে পাবেন।
মাইক্রোসফট
তাদের উইন্ডোজ ৮ এ যেসব ভার্সনগুলো সামনে রিলিজ করবে, তার তালিকা তারা
প্রকাশ করেছে তাদের বর্তমান বেটা ভার্সন Windows 8 Consumer Preview
version এ। আপনি এটা দেখতে পাবেন Windows Registry Editor এ। এজন্য প্রথমে
Windows Registry Editor এ। এজন্য প্রথমে Windows Registry Editor এ প্রবেশ
করুন।
—-> প্রথমে Window Key + R চাপুন।
—-> এবার লিখুন regedit ও এন্টার চাপুন।
—-> তাহলেই Windows Registry Editor চালু হবে।
—-> এবার এখানে যান HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Component Based Servicing\PackageIndex\Product
—-> তাহলে নিচের মতো আসবে।
নতুন যে ভার্সনগুলো আসতেছে
- Microsoft Windows Enterprise Edition
- Microsoft Windows Enterprise Eval Edition
- Microsoft Windows Home Basic Edition
- Microsoft Windows Home Premium Edition
- Microsoft Windows Prerelease ARM Edition
- Microsoft Windows Prerelease Edition
- Microsoft Windows Professional Plus Edition
- Microsoft Windows Starter Edition
- Microsoft Windows Ultimate Edition
আশা করি প্রত্যেকটি ভার্সনটি চমৎকার ও সুন্দর হবে।