Showing posts with label ইন্টারনেট. Show all posts
Showing posts with label ইন্টারনেট. Show all posts

Tuesday, 20 March 2012

উইন্ডোজ ৮ এর কোন কোন এডিশন সামনে আসতেছে!!!

আজ আপনাদেরকে একটি নতুন সংবাদ দিতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে।
কয়েকদিন আগে রিলিহ হলো মাইক্রোসফট কর্পোরেশানের মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন মাইক্রোসফট উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ ভার্সন ( বেটা ভার্সন)। অনেকেই এই নতুন অপারেটিং সিস্টেম সম্পর্কে মোটামুটি ভাবে জানেন। এই অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আমার লেখা কয়েকটি টিউটোরিয়াল আছে টিউনারপেজে। আপনারা সার্চ অপশানে সার্চ দিলেই পাবেন। এর মধ্যে রয়েছে কিভাবে উইন্ডোজ ইন্সটল করবেন, পেনড্রাইভ থেকে কীভাবে ইন্সটল করবেন, আনইন্সটল করা, ডুয়েল বুটে উইন্ডোজ ৭ ও ৮ চালানো, ভার্চূয়াল ইন্সটলসহ আরও কয়েকটি।
এই নতুন অপারেটিং সিস্টেম বাজারে রিলিজ দেয়ার আগে মাইক্রোসফট প্রথমেই একটি ডেভেলপার প্রিভিউ ভার্সন বাজারে দেয়। যাতে এর ভিতরে থাকা সমস্যাগুলো ধরা যায়। তারপর সমস্যাগুলো ঠিক করে এর নতুন একটি বেটা ভার্সন “মাইক্রোসফট উইন্ডোজ ৮ কনজুমার প্রিভিউ ভার্সন” রিলিজ করে মাইক্রোসফট। এটি তো হল মাইক্রোসফট অপারেটিং সিস্টম উইন্ডোজ ৮ এর বেটা ভার্সন। এটা মূলতঃ উইন্ডোজ ৮ এর একটা প্রিভিউ ভার্সন। উইন্ডোজ ৮ এর মূল ভার্সন এখনও বাজারে রিলিজ করা হয় নি মাইক্রোসফট থেকে।
মাইক্রোসফট এখন তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ এর মূল ভার্সন রিলিজ করার জন্য কাজ করছে। তারা এজন্য অন্যন্যা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ ৮ এরও কয়েকটি ভার্সন রিলিজ করবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। তবে শুনা যাচ্ছে এই বছরের শেষের দিকে আপনারা উইন্ডোজ ৮ এর ফুল ভার্সন হাতে পাবেন।
মাইক্রোসফট তাদের উইন্ডোজ ৮ এ যেসব ভার্সনগুলো সামনে রিলিজ করবে, তার তালিকা তারা প্রকাশ করেছে তাদের বর্তমান বেটা ভার্সন Windows 8 Consumer Preview version এ। আপনি এটা দেখতে পাবেন Windows Registry Editor এ। এজন্য প্রথমে Windows Registry Editor এ। এজন্য প্রথমে Windows Registry Editor এ প্রবেশ করুন।
—-> প্রথমে Window Key + R চাপুন।
—-> এবার লিখুন regedit ও এন্টার চাপুন।
—-> তাহলেই Windows Registry Editor চালু হবে।
—-> এবার এখানে যান HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Component Based Servicing\PackageIndex\Product
—-> তাহলে নিচের মতো আসবে।

নতুন যে ভার্সনগুলো আসতেছে

  • Microsoft Windows Enterprise Edition
  • Microsoft Windows Enterprise Eval Edition
  • Microsoft Windows Home Basic Edition
  • Microsoft Windows Home Premium Edition
  • Microsoft Windows Prerelease ARM Edition
  • Microsoft Windows Prerelease Edition
  • Microsoft Windows Professional Plus Edition
  • Microsoft Windows Starter Edition
  • Microsoft Windows Ultimate Edition
আশা করি প্রত্যেকটি ভার্সনটি চমৎকার ও সুন্দর হবে।

Monday, 12 March 2012

যে কয়েকটি সাইট মাতিয়ে রেখেছে গোটা সাইবার দুনিয়া!

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم   

(প্রথমে সবাইকে আমার সালাম। টেকটুইটসের আগামি দিনের পথ চলার সঙ্গি হতে পেরে আমি খুবিই খুশি।এই সাইটির উজ্জ্বল পথ চলা কামনা করছি এবং এই সাইটটি বাংলাদেশের তথ্য প্রযুক্তিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এই প্রত্যাশা করছি।আমার প্রথম পোস্টে সবাইকে সবাগতম)

 www.google.com

আমরা রুপকথা গল্পে ‘আলাদিনের চেরাগ’এর কথা শুনেছি, যেটা দিয়ে ‘যা ইচ্ছে তাই করা’ যেতো। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যদি ‘আলাদিনের চেরাগ’ এর স্থান কেউ নিতে পারে তবে সেটা এই “গুগল’’।বিশ্বের এক নম্বর এই সার্চ ইঞ্জিনটি এখন সাইবার দুনিয়ার মধ্যমনি। শুধু সাইট বের করা নয়, ছবি, ভিডিও, তথ্য ইত্যাদির জন্য এটি অভয়ারন্য।

 www.facebook.com

এই সাইটি নিয়ে কিছু বলতে গেলে কম বলা হয়ে যায়। World Wibe Web এর জনক বার্নাস লী সম্প্রতি ‘Scientific American’ জার্নালে ‘ফেসবুক’ নিয়ে সমালোচনা করলেও ৫০ কোটি মানুষের হ্রদয়ে স্থান করে নিয়েছে অবিশ্বাস্য জনপ্রিও এই সাইটি। বর্তমান ব্যস্ততার এই বিশ্বে সামাজিক সেতু বন্ধনের দায়িত্ব অনেকটাই ‘ফেসবুক’ নিয়ে নিয়েছে।

 www.wikileaks.com

সম্প্রতি সাইবার দুনিয়ার বাহিরেও গনমানুষের মনে সত্য ও সাহসিকতার যে পুজারী স্থান করে নিয়েছেন তিনি হলেন জুলিয়াস অ্যাসাঞ্জ তথা ‘উইকিলিক্সের’ প্রতিষ্ঠাতা।
সমগ্র বিশ্বের অজানা ঘটনার গোপন ও স্পর্শকাতর তথ্য প্রকাশ করে তিনি সাড়া তুলেন।
২০০৬ সালে জন্ম হওয়া এই সাইটটি প্রথম বছরেই এক কোটিরও বেশি নথিপত্র প্রকাশ করে নিজের পটেনশিয়ালিটির কথা জানান দেয়।বাংলাদেশর RAB সম্পর্কে এই সাইটে নানান গোপন তথ্য প্রকাশ করা হয় ।

 www.word-press.com

ব্লগ হোস্টিং কথা আসলেই প্রথমে আসে এই সাইটের নাম। ওপেনসোরস হওয়ায় এই সাইটটিকে কখনোই পিছু ফিরে তাকাতে হয়নি। যার প্রমান মিলে ২০১০ সালের এপ্রিল পর্যন্ত এক কোটির চেয়ে বেশি ব্লগ সাইট ওয়াডপ্রেসে হোস্টিং করা আছে দেখে।ওয়াডপ্রেসে ওয়েব সাইট ‘google addsense’ এর বিজ্ঞাপনের টাকায় কার্যক্রম পরিচালনা করে।

  

 www.somewhereinblog.com

সময়ের সাথে বাংলাদেশের ব্লগ অগ্রযাত্রার পথিক্রিত হয়ে উঠেছে এই সাইটটি। বিশ্বের সর্বপ্রথম এবং বৃহত্তম বাংলা ব্লগ সাইট হলো এই ‘সামহোয়ারইনব্লগ’। তবে পেশাদারিত্বের পরিচয় দিতে গিয়ে মডারেটরদের ‘terms & condition apply’ সম্পর্কিত নিশ্চুপ তথা সল্প ভূমিকা ও ব্লগারদের ভাষায় ব্যবহার ও নীতিমালার তোয়াক্কা না করায় কিছুটা সমালোচিতো এই বাংলা ব্লগ সাইটটি।

 www.bdnews24.com

বাংলাদেশের সরবপ্রথম অনলাইন পত্রিকা ‘বিডিনিউজ২৪’ বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ প্রচার করে থাকে। তথাপি দেশের মানুষের আস্থা অর্জন করে এখন জনপ্রিয়তার তুঙ্গে। পাশপাশি বেসরকারি টিভি চ্যানেল ও সংবাদ পত্রগুলুকে সংবাদ সরবরাহ করে থাকে এই ওয়েব সাইটটি। দেশ বিদেশের তাজা খবর প্রচারের জন্য অসংখ্য মানুষ প্রতিনিয়ত এই সাইটে ভিজিট করে থাকে।

 www.protho-alo.com

দেশের শির্ষস্থানীয় প্রতিদিনের পত্রিকা ‘প্রথমআলো’র অনলাইন সংস্কারন হলো সাইট। প্রতিনিয়ত খবর সংস্কারনের কারনে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ভিজিট করছে এই সাইটে। তাছাড়া বেসরকারি রেডিও চ্যনেল “abc radio’’র সংবাদ শিরোনাম আপনি সবসময় শুনতে পারবেন দেশ সেরা এই ওয়েব সাইটে।
 এরকম দেশ বিদেশের আরো কয়েকটি জনপ্রিও সাইত হলো;

-www.twitter.com (সোশাল নেটওয়ার্ক)

-www.download.com (নানা রকম সফটওয়্যার ডাউনলোদের জন্য)

-www.nasa.gov (মহাশূন্য গবেষনা কেন্দ্র NASA-র সাইট)

-www.amazon.com (অনলাইনে সকল প্রকার জন্য কেনাকাটার সাইট)

-www.cell-bazaar.com (অনলাইনে সকল প্রকার কেনাকাটার জন্য বাংলাদেশী সাইট)

-www.murchona.com (নানা রকম গান, বই, নাটকের জন্য)  

                 http://techour24.blogspot.com

ফায়ারফক্স এর স্পীড বাড়িয়ে নিন।

 بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 

আপনারা  Firefox ব্যবহার করতে গিয়ে নিশ্চয় লক্ষ করেছেন যে মাঝে মাঝে Firefox আটকে যায়। আজ এই সমস্যা দূর করার উপায় আপনাদের জানাব
নীচের পদ্ধতি আনুসরন করুন -
প্রথমে Firefox খুলুন। এর পর এই লিঙ্কটি ক্লিক করেন। পেজ খুললে আপনি PLUGINS Status দেখতে পাবেন। Outdated Version – এর পাশে Update এর উপর ক্লিক করে Up to Date করে নিন। সবকটা হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন। আপনার কাজ শেষ, এবার ব্যবহার করে দেখুন।

Sunday, 11 March 2012

ঝকঝকে বাংলা দেখুন মজিলা ফায়ারফক্সে

               بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم  

মজিলা ফায়ারফক্স আমাদের সবারই খুব প্রিয় একটি ইন্টারনেট ব্রাউজার। কিন্তু মজিলা ফায়ারফক্সের একটি সমস্যা হচ্ছে এই ব্রাউজারে বাংলা লেখা পরিষ্কার দেখা যায় না। বা দেখা গেলেও খুব ছোট আকারে দেখা যায়। আজ আপনাদের জন্য এমনই একটি ট্রিক্স নিয়ে এসেছি যাতে আপনারা আপনাদের প্রিয় ব্রাউজারটিতে ঝকঝকে বাংলা দেখতে পারেন।
এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১। প্রথমে আপনার ব্রাউজারের Tools মেনু থেকে Options সাবমেনুতে ক্লিক করুন।
২। এবার Content ট্যাব এর Fonts & Colors অংশের Advanced বাটনে ক্লিক করুন।
৩। এবার Fonts for অংশ থেকে Bengali সিলেক্ট করুন। এবার Serif অংশ হতে Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন।
৪। তারপর Sans-serif এবং Monospace অংশ থেকেও Siyam Rupali ফন্টটি সিলেক্ট করুন। তারপর Size হতে ১৬ বা ১৭ সিলেক্ট করুন।
৫। এবার Default Character Encoding থেকে Unicode (UTF-8) সিলেক্ট করুন। এবার OK/OK করে বের হয়ে আসুন।
এখন দেখুন কি ঝকঝকে বাংলা দেখতে পাচ্ছেন।

আপনার ইয়াহু মেইল আইডিতে কে লগিন করেছিল???

                بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

আমি আপনাদের জন্য নিয়ে এলাম ইয়াহু মেইলের নিরাপত্তা বৃদ্ধির ছোট্ট কিন্তু কার্যকরী একটি ট্রিক্স।
আপনার ইয়াহু মেইলে কখন, কোন আইপি অ্যাড্রেস থেকে, কে প্রবেশ করেছিল ইচ্ছে করলে আপনি তা বের করতে পারেন।

এজন্য যা করতে হবে তা হলঃ
১) প্রথমে এই লিঙ্কে যান।
২) আপনার ইয়াহু আইডি ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন।
৩) রিসেন্টলি আপনার অ্যাকাউন্ট এ ভিজিট করা মোট ১০টি দেশ, তারিখ, সময়, ব্রাউজার বা ইয়াহু মেসেঞ্জার ইত্যাদি এখানে শো করবে।
৪) Location এর স্থানে IP Address করে দিলে কোন কোন আইপি থেকে আপনার অ্যাকাউন্ট এ সাইন ইন করা হয়েছে তা দেখতে পারবেন।
আইপি অ্যাড্রেসের অবস্থান বলতে কোন ইন্টারনেট সার্ভিস প্রভাইডার থেকে আইপি অ্যাড্রেসটির সার্ভিস প্রদান করা হচ্ছে তাকে বুঝায়। আপনি যদি সবসময় একই কম্পিউটার থেকে লগিন করে থাকেন এবং সবসময় একই কোম্পানির ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে থাকেন তাহলে সবগুলো আইপি অ্যাড্রেস একই দেখাবে। অর্থাৎ আপনি যে কোম্পানির ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট এ গত দশবার লগিন করেছিলেন আইপি অ্যাড্রেস এর স্থানে তাই শো করবে।
যদি দেখেন ভিন্ন কোন আইপি বা ভিন্ন কোন সময় অর্থাৎ যা আপনার পরিচিত নয় এমন কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার অ্যাকাউন্ট এ লগিন করা হয়েছিল তাহলে আপনি ওই আইপি অ্যাড্রেসটির বিস্তারিত বের করতে পারেন। এজন্য,
১) প্রথমে এই লিঙ্কে যান।
২) অপরিচিত আইপি অ্যাড্রেসটি টেক্সটবক্সে পেস্ট করে IP Whois বাটনে ক্লিক করুন।
৩) দেখুন ওই আইপিটি কোন সার্ভিস প্রভাইডারের, তাদের ঠিকানা, মেইল ঠিকানা, ফোন নম্বর ইত্যাদি; এমনকি গুগল ম্যাপে শো করছে ওই আইপিটির অবস্থান।
৫) সবতো জানলেন, এবার আপনার প্রয়োজনমত ব্যবস্থা নিন।

আপনার জন্য একটি ভিন্ন ধরনের ই-মেইল এড্রেস ।

                 بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 
 
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন মজার একটা জিনিস। সেটা হচ্ছে একটি ভিন্ন ধরনের ই-মেইল সেবা। আমরা সবাই জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদি কোম্পানীর ইমেইল সেবা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা সবাই মনে মনে ভাবি যে যদি ভিন্ন ধরনের ইমেইল ডোমেইন সেবা ব্যবহার করা যেত তাহলে অন্যের কাছে ক্ষোভের একটা ব্যাপার হতে পারত। ঠিক সেই জন্যই আমার আজকের এই পোস্ট। তাহলে চলুন চলে যাই এই লিঙ্কে
 
এবার মনে করুন আপনি একজন আইনজীবি। তাহলে আপনি আপনার ইমেইল এড্রেস myname@lawyer.com এভাবে দিতে চাচ্ছেন। তাহলে এই সাইটে Sign up now এ ক্লিক করে পরের স্টেপে Personal   Information অংশে প্রয়োজনীয় ডাটা টাইপ করুন। এবার Check availability অংশে আপনার ইমেইল এর প্রথম অংশটি টাইপ করে @ এর পরের অংশে ক্লিক করে যে কোন একটি ডোমেইন সিলেক্ট করুন। তারপর Check availability তে ক্লিক করে দেখুন আপনার ইমেইল এড্রেসটি এভেইলেভল কিনা। এখন Define your password অংশে আপনার পাসওয়ার্ড ও In case you forget your password অংশে আপনার অন্য ইমেইল ও সিকিউরিটি কোয়েশ্চেন এবং আন্সার ঠিক করে দিন। তারপর Verify your Registration অংশে ক্যাপচাটি টাইপ করে I accept, create my account এ ক্লিক করলেই আপনার একাউন্টটি তৈরি হয়ে যাবে।