Posted by
Rubel Khan
at
06:14
পাশ্চাত্য মিডিয়া তে এই ছবি টি কখন ই প্রকাশ হবেনা
তবে যে তাদের দম্ভ বিনাশ হবে
এই ছবি টি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ সুনামির ধ্বংসযজ্ঞের পরবর্তী ছবি
পুরো এলাকা বিধ্বস্ত মাঝেদারিয়ে আছে আল্লাহর ঘর-মসজিদ
সুবহানাল্লাহ
আর যারা বলবেন এটা ঘটনাক্রমে মাত্র ! তাদের বলছি এরকম কয়েকটা ঘটনার প্রমান আছে আরও !
সব ই শুধুই ঘটনাক্রমে !!!
জম জম কুপের পানি আল্লাহর
রহমতস্বরুপ। শিশু হজরত ইসমাইল ও
তার মা'কে যখন আল্লাহর
নির্দেশে হজরত ইব্রাহিম (আঃ ) নির্জন
মরুভুমিতে পরিত্যাগ করেন। তখন তার
পায়ের আঘাতে জমজম কুপের
উৎপত্তি হয়।মা হাজেরা কুপের
চারপাশে চারটি পাথর
দিয়ে সিমানা দিয়ে দেন
তা না হলে সারা পৃথিবীতে জমজম কুপ
ছড়িয়ে পড়ত।
জমজম কুপের পানি অনেক রোগনিরাময়
করে। যারা হজ্জ
করতে যানা তারা বোতলে ভরেজম জম
কুপের পানি নিয়ে আসেন। এত মানুষ খায়
তবু পানির ফোটা পরিমান ও শেষ হয় না।
এভাবে আল্লাহ তার বান্দারজন্য
ঐশীবানী নিদর্শন রেখেছেন।
নীচে যে ছবিটি দেখতে পাচ্ছেন
এটি হচ্ছে সেই জম জম কুপ !
ফিনকি দিয়ে বেরিয়ে আসছেজম জম
কুপের পানি।
0 comments
Post a Comment
Thanks for comment