Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts
Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts

Thursday, 19 April 2012

কম্পিউটার সুস্থ রাখার টিপস


বর্তমান যুগের সাথে কম্পিউটার নামটি ওতপ্রোতভাবে জড়িত। এ কম্পিউটারের সঠিক যত্ন নেয়া প্রতিটি পিসি ইউজারের জন্য খুবই জরুরী। পিসিকে গতিশীল ও সুস্থ রাখার কিছু টিপস দিলাম :
১) কম্পিউটারের হার্ডডিস্ক জ্যাম করে রাখবেন না। অপ্রয়োজনীয় ফাইল ও ডাটা হার্ডডিস্ক থেকে মুছে ফেলুন। খুব বড় কোন মুভি থাকলে তা সিডি/ডিভিডিতে রাইট করে রাখুন এবং হার্ডডিস্ক থেকে ডিলিট করে দিন।

২) কম্পিউটারের যেন ভাইরাস আক্রান্ত না করে তাই ভালো মানের অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন এবং নিয়মিত আপডেট করুন।

৩) ইন্টারনেট ব্যবহার করলে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ছাড়াও ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করুন এবং অপরিচিত ওয়েব সাইট ভিজিট করা থেকে বিরত থাকুন।

৪) মাসে কমপক্ষে একবার ডিফ্রাগমেন্ট চালু করুন। এতে আপনার কম্পিউটারের বিভিন্ন ডাটা-ও ছড়িয়ে থাকা অংশগুলো একত্রিত হবে ও ডিস্ক স্পেস বাড়াতে সাহায্য করবে।

৫) কোন কিছু আনইন্সটল করার সময় তা সরাসরি ডিলিট না করে “এ্যাড-রিমোভ” অপশন থেকে আনইন্সটল করে ফেলুন।

৬) অনেকেই কম্পিউটারের ছোটখাটো সমস্যাতেও নতুন করে অপারেটিং সিস্টেম ইন্সটল করে থাকেন, বার বার অপারেটিং সিস্টেম ইন্সটল পিসির জন্য ক্ষতিকর হতে পারে। তাই ম্যানুয়ালি সমস্যা সমাধানের চেষ্টা করুন, যদি সম্ভব না হয় তাহলে দক্ষ কাউকে দিয়ে সমাধানের চেষ্টা করুন।

৭) পেন ড্রাইভ ব্যবহারে সতর্ক থাকুন এবং অবশ্যই তা ওপেন করার পূর্বে ভাইরাস স্ক্যান করে নিন।

৮) প্রতি ৬-৭ মাস অন্তর অন্তর বলয়ার মেশিন/ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সিপিইউ পরিষ্কার করুন।

৯) অনাকাঙ্ক্ষিত শাট ডাউন এড়াতে ইউপি-এস ব্যবহার করুন।

Online বিশ্বের যে কোন খানে FREE Video calling করুন


আজকে আমি দেখাব কি ভাবে skype এর দ্বারা free কথা বলা যায় । যাদের skype account আছে বা যারা এর use জানে তাদের জন্য এই post টি নয় । আমরা সবাই skype সম্পর্কে কম বেশি জানি । এর দ্বারা  বিশ্বের যে কোন খানে এর ব্যবহার কারিদের সাথে Free কথা বলা / video calling ও message দেওয়া যায় । ২০০৩ সালে এর যাত্রা শুরু আর এখন এর ব্যবহার কারিদের সংখ্যা ৬৬৩ মিলিয়ন (2011 ) ।
১।এর দ্বারা ফ্রী কথা বলার জন্য প্রথমে আমাদের skype software টি এখান থেকে download করি ( 23mb). 
২।এবার software টি setup দিয়ে নি ।
৩।skype on করে create new account এ ক্লিক করি ।
৪।প্রয়োজনীয় information add করুন । user name টি ভালো মত মনে রাখবেন , যখন passward দিবেন তখন লক্ষ্য রাখবেন যেন passward টি word ও number উভয়ই থাকে । account করার সময় buy credit option দেখতে পাবেন । এটি বাদ দেন । আপনার skype number করতে বললে skip করুন কেননা number করতে ক্রেডিট লাগে ।
৫।সকল information ঠিকমত add করলে আপনি আপনার account পেয়ে যাবেন ।
৬।এবার skype name ও passward দিয়ে sing me in করুন । আপনার account টি এরকম হবে । এখন আপনি skype ব্যবহার করে এমন কারও সাথে free তে কথা বলতে পারবেন ।এজন্য অন্যের skype user name জানতে হবে ।
৭।এবার নিচের দিকে add a contact খুঁজে তাতে click করুন ।
৮। add a contact এর page আসলে skype name এর ঘরে যার সাথে কথা বলতে চান তার skype name একদম ঠিকভাবে বসাবেন  ( বাকি ঘর গুলো পূরন করলেও হবে , না করলেও সমস্যা নেই )। তা হইলে উক্ত ব্যক্তির ছবি সহ profile ঐ page এর নিচে চলে আসবে ।  এরপর add এ click করতে হবে । তা হইলে তার কাছে আপনার নাম সহ একটি request যাবে ।সে accept করলে আপনি তার সাথে calling/video calling করতে পারবেন ।
পরীক্ষা করার জন্য আপনি আমার skype user name দিয়ে দেখতে পারেন ।
এভাবে আপনি বিশ্বের যে কোনখানে ফ্রী calling / video calling / message করতে পারেন । skype তে কথা বলতে মিনিটে প্রায় ৮০০ kb করে যায় । video calling করলে আরও বেশি লাগে । skype দিয়ে আপনি mobile এও call করতে পারবেন কিন্তু এর জন্য credit কিনতে হবে । তবে andriod ও windows এর mobile এ skype mobile version আছে । তাই এর দ্বারা mobile to computer ও কথা বলা যাবে ।

PC DOCTOR :: কি বোর্ড এর F1 থেকে F12 এর কিছু সাধারণ কাজ


কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে দেখা যাবে যে F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এবং গুরুত্তপূর্ণ ব্যবহার। বিশেষ করে মাউস এর বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায় । চলুন দেখে নিই কি গুলোর প্রয়োগঃ

F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় ।
F3: কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।
F4 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা হয়
F5 : চেপে মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয়
F6 : চেপে মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।
F7 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা হয়।
F8 : কি টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়।
F9 : কি চেপে Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়।
F10 : কি চেপে ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়।
F11 : চেপে ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়।
F12 : চেপে মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়।

আসুন ব্যবহার করি Windows 7 এর কিছু লুকানো থিম


আশা করি সবাই ভাল আছেন । আজ খুব সহজ একটা বিষয় নিয়ে কথা বলব । মনে হয় অনেকে জানেন এ বিষয় টা । তাহলে চলুন -

Windows 7 এর কিছু লুকানো থিম আছে যা আজ আমরা ব্যবহার করা শিখব -

Windows 7  এর Personalize menu তে আমরা এর নিজস্ব কিছু থিম দেখি যেগুলি Setting দেয়ার সময় Default হিসেবে set হয়ে থাকে। আমরা এই থিম গুলিই সাধারনত ব্যাবহার করে থাকি।এই গুলি ছাড়াও Windows 7  এ রয়েছে আরও কিছু লুকানো থিম । আসুন দখি সেগুলি কিভাবে ব্যাবহার করা যায়।
প্রথমে আপনি windows এর Search Option  এ যেয়ে C:\Windows\Globalization\MCT  টাইপ করে সার্চ দিন।
আপনার Windows Explorer  কিছু নতুন থিম দেখাবে। এই থিম গুলি Great Britain, South Africa, Australia and Canadaএই সব দেশের।
এখান থেকে আপনি Wallpaper select করতে পারেন অথবা Theme install করে নিতে পারেন
থিম install করতে সুধু মাত্র Double click করলেই হবে।
আপনার থিম টি add হয়ায় যাবে“My Themes” এর “Personalization” pane এ

আশা করি কাজে দিবে । তো আজ এই পর্যন্তই ।

IDM দিয়ে ডাউনলোডরত অবস্থায় Play করুন মিউজিক/ভিডিও ফাইলটি।

সবাইকে নমস্কার ও সালাম জানিয়ে আজ নতুন একটি টিপস শেয়ার করতে চললাম। আশা করি আপনাদের ভাল লাগবে টিপসটি।
আমরা ম্যাক্সিমাম IDM (Internet Download Manager) দিয়ে ফাইল ডাউনলোড করে থাকি।। :D অনলাইনে বেস্ট ডাউনলোডার IDM. কিন্তু মাঝে মধ্যে আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি নিয়ে একটু মনের ভিতরে সন্দেহ থেকেই যায়। যেমনঃ ফাইলটির  মিউজিক/ ভিডিও কোয়ালিটি কেমন?? ফাইলটি ঠিক মত ডাউনলোড হচ্ছে তো?? না, ফাইলটি ফেইক ফাইল।। :(
যারা অনলাইন থেকে IDM দিয়ে মুভি ডাউনলোড করেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে বেশ ভালই পরিচিত।। :P
অনলাইনে মুভি/ ভিডিও / গান পাওয়া যায় এমন লাখের উপরে ওয়েবসাইট আছে। কিন্তু কোয়ালিটির প্রশ্ন কিন্তু মনের ভিতরে থেকেই যায়। তাই আজ আপনাদের জন্য এই টিপসটি শেয়ার করছি।

কথা আর না বারিয়ে সামনের দিকে আগাই।। :D
আমরা মোটামুটি সবাই জানি, টরেন্ট ফাইল ডাউনলোড করার সময় ফাইলটি প্লে করা যায়। 
আজ শিখাবো IDM দিয়ে কিভাবে ডাউনলোড হচ্ছে এমন ফাইলকে প্লে করানোর টিপস। 
১. প্রথমে IDM দিয়ে যেকোনো ফাইল ( Video / Mp3 ) ডাউনলোড দিন।
২. IDM ওপেন করুন এবং Options এ ক্লিক করুন।
৩. এবার Save To ট্যাব এ যান।
৪. সেখান থেকে Temporay Directory তে দেয়া Path (Text) টি কপি করুন।
৫. My Computer ওপেন করে উপরে Windows Explorer address bar এ Path ( Text) টি পেস্ট করে Enter চাপুন।
৬. এবার DwnlData তে ক্লিক করে বের করুন ফাইলটি ও প্লে করুন আপনার ডাউনলোড হচ্ছে এমন ফাইলটি।।
বিঃদ্রঃ আপনি শুধু মাত্র মিউজিক / ভিডিও যেকোনো ফাইল ডাউনলোড এর সময় প্লে করতে পারবেন। কিন্তু, rar / zip / iso এই টাইপের ফাইল গুলো প্লে করতে পারবেন না।
۞ ফাইল প্লে করতে প্রব্লেম হলে KM Player ইউজ করুন। ۞
↓ লেটেস্ট ভার্সন ডাউনলোড লিংকঃ ↓

Saturday, 31 March 2012

আপনে যা লেখবেন কথা বলে শোনাবে কোন সফটওয়্যার ছাড়াই।



                         ►বিসমিল্লাহির রাহমানির রাহীম◄


কামন আছেন সবাই । আশা করি ভাল । আজ আমি আপনাদের কাছে একটা মজার জিনিশ নিয়ে হাজির হলাম যা একবার আপনে লিখবেন আপনাকে কথা বলে শোনাবে। আমার কাছে মনে হল জাদু। তাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ও ভাল লাগবে।

ধাপ ১:নোটপ্যাড খুলেন Start>All Programs> Accessories থেকে।
ধাপ ২:নিচের কোডটি কপি করে নোটপ্যাড পেস্ট করেন।
Dim msg, sapi
msg=InputBox("Enter your text for conversion: For Ex. Mujib.","Rubel: Text2Speech Converter_tipsour24")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak msg
ধাপ ৩:ফাইল টি সেভ করেন খুলেন File>Save as
ধাপ ৪:নিচের ছবির মত আসবে ফাইল টি যেকোন নাম .vbs  সেভ করেন ।

ধাপ ৫ :এখন খোলেন যে ফাইল টা সেভ করছিলেন ।
ধাপ ৬: এবার লিখেন যা কনভার্ট করে কথা সোনতে চান।

Sunday, 18 March 2012

Forgot Password???.আর লাগবেনা ইমেইল করে পাসওয়ার্ড উদ্ধার!!!

[BISMILLAH HIR RAHMANIR RAHIM]

আপনাদের হয়তো অনেকেরই আমার মত পাসওয়ার্ড ভুলে যাওয়ার রোগ আছে, আর তাছাড়া প্রতিদিনই আমরা নানান ফ্রি কিছু পাওয়ার লোভে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্টার করি…… কি ঠিক বলছিনা???? 
 :D
কিন্তু দেখা যায় অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই ফলে ঐ ওয়েবসাইটের Forgot Password অপশনটি ব্যাবহার করি যা ঐ সময় দুনিয়ার সবচেয়ে আলসেমির কাজ মনে হয় :@
কিন্তু আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন তাহলে সহজে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন,

তবে মনে রাখবেন এই জন্য কোন ওয়েবসাইটে রেজিস্ট্রির সময় ফায়ারফক্সের বা ঐ ওয়েবসাইটের Remember Password/Remember me অপশন টা ব্যাবহার করতে হবে
নিচে দেখুন-

১) Firefox>Options>Security>নিচে দেখুন Saved Password অপশন আছে ওটাতে ক্লিক করুন

২) এবার Show Passwords এ ক্লিক করুন। এরপর Yes ক্লিক করুন
কি??? চোখ বড় বড় হয়ে গেছে না????????? আমারো একই অবস্থা হয়েছিলো……

Thursday, 15 March 2012

এক সিডিতে বার বার রাইট করা (সফটওয়্যার ছাড়া)……

সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? এটি আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার টিউনটি একদম নুতুনদের জন্য । এক্সপার্টদের জন্য নয় । এক্সপার্টদের সকলের মনে হয় জানা আছে । এবার কাজের কথায় আসি । আমরা অনেক সময় আমাদের দরকারি ফাইল গুলু ব্লাঙ্ক সিডিতে রাইট করে রাখি । একটি ব্লাঙ্ক সিডিতে প্রায় ৭০০ মেগাবাইট পয‍‍‍‌‌ন্ত রাইট করা যায় । কিন্তু অনেক সময় কম মেগাবাইট এর ফাইল সিডিতে রাইট করার প্রয়োজন হয় । তখন আমরা তা সিডিতে রাইট করি । কিন্তু আমরা অনেকেই জানিনা যে এক সিডিতে একবার রাইট করে ফেললে পরে আবার একাধিক বার রাইট করা যায় । আসুন প্রক্রিয়াটি দেখি ।

My Computer ওপেন করুন ।

সাধারণত সিডি/ডিভিডি রমটা এই রকম থাকে ।

ব্লাঙ্ক সিডি টা সিডি/ডিভিডি রম এ ঢুকালে উপরের ছবির মতো আসবে । তাহলে বুজবেন যে সিডিটা রম এ পেয়েছে ।


আপনি ইচ্ছা করলে ব্লাঙ্ক সিডিটার ধারন ক্ষমতা, কতটুকু খালি আছে তা উপরের ছবির নিয়ম অনুসারে দেখতে পারবেন ।

ব্লাঙ্ক সিডিতে যা রাইট করতে চান তা কপি করুন ।

তারপর My Computer ওপেন করে সিডি/ডিভিডি রম এ পেস্ট করুন ।

পেস্ট হয়ে গেলে Write these files to CD তে ক্লিক করুন ।

তারপর CD Name: এর ঘরে নিজের ইচ্ছামত নাম লিখে Next এ ক্লিক করুন ।

তারপর রাইট হতে থাকবে । কিছুক্ষন অপেক্ষা করতে হবে ।
কিছুক্ষন পরে উপরের ছবির মতো চার্ট আসলে Finish এ ক্লিক করতে হবে । Finish এ ক্লিক করার পরে সিডি/ডিভিডি রম থেকে সিডিটা নিজে নিজেই বের হয়ে যাবে ।

বাস কাজ শেষ । এই এক নিয়মেই আপনি এক সিডি তে বার বার রাইট করতে পারবেন । এক নিয়মেই আপনি Computer এ সফটওয়্যার ছাড়া সিডি রাইট করতে পারবেন ।

সবাইকে অসংখ ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।

Wednesday, 14 March 2012

আপনার ফায়ারফক্সের হোমপেজের সংখা নিজের ইচ্ছে মত বাড়ান

আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ফায়ারফক্সে হোমপেজ কয়টা? আপনি কি উত্তর দিবেন? নিশ্চয়ই বলবেন একটা। কিন্তু আমি যদি আমার ফায়ারফক্সে হোমপেজ 3টা। তাহলে আপনি কি আমাকে পাগল বলবেন? বিস্তারিত না বললে হয়তো তাই বলতে পারেন। অতএব পাগল বলার আগে‌ই আমি আপনাকে বিস্তারিত বলে দেই।
প্রথমে Tools>Options>Main এভাবে যান।
এরপর When Firefox starts থেকে Show my home page সিলেক্ট করুন।

এরপর home page এর ঘরে আপনার ওয়েব এড্রেসগুলো লিখুন। তবে প্রত্যেকটা ওয়েব এড্রেস পাইপ (|) চিহ্নের মাধ্যমে আলাদা করুন।

উদাহরণসরূপ: http://www.google.com|http://www.yahoo.com|http://www.tipsour24.blogspot.com
এরপর ok তে ক্লীক করুন।

তারপর আপনার ফায়ারফক্সটি রিস্টার্ট করুন এবং মজা দেখুন

Tuesday, 13 March 2012

মানসিক অঙ্কের গোপনীয়তা = SECRE+S OF MEN+AL MA+H

আস্ সালামু আলাইকুম
আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি ক্যালকুলেটর এর আগে আপনার মগজে অঙ্ক করবেন। বুঝতে পারলে অবশ্যই ভালো লাগবে।

তাৎক্ষণিক গুণ করা

Monday, 12 March 2012

নিজের মনের মত করে কি ভাবে কম্পিউটার এর ড্রাইভ গুলো লুকিয়ে রাখবেন

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

নিজের মনের মত করে কি ভাবে কম্পিউটার এর ড্রাইভ গুলো লুকিয়ে রাখবেন তার screenshot দিলাম । ভালো লাগলে comment করতে ভুলবেন না ।

ফায়ারফক্স এর স্পীড বাড়িয়ে নিন।

 بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 

আপনারা  Firefox ব্যবহার করতে গিয়ে নিশ্চয় লক্ষ করেছেন যে মাঝে মাঝে Firefox আটকে যায়। আজ এই সমস্যা দূর করার উপায় আপনাদের জানাব
নীচের পদ্ধতি আনুসরন করুন -
প্রথমে Firefox খুলুন। এর পর এই লিঙ্কটি ক্লিক করেন। পেজ খুললে আপনি PLUGINS Status দেখতে পাবেন। Outdated Version – এর পাশে Update এর উপর ক্লিক করে Up to Date করে নিন। সবকটা হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন। আপনার কাজ শেষ, এবার ব্যবহার করে দেখুন।

আইটি জগতে টিকে থাকার কিছু পরামর্শ


                    بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم   
 
কেমন আছেন? আপনাদের সকল কে একরাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের টিউন। সব সময় প্রোগ্রামিং নিয়ে টিউন করায় আজ আমি আপনাদের কাছে একটু ভিন্ন ধারার টিউন করছি। জানি না কত টুকু ভাল লাগাতে পারবো ,তবে চেষ্টা থাকবে পুরোটাই।

আমাদের অনেকের খুব ইচ্ছা ভালো একজন প্রোগ্রামার হব বা একজন ওয়েব ডেভেলপার হব অথবা একজন আইটি বিশেষজ্ঞ হব। কিন্তু মনে করি এই জগত টা অনেক কঠিন এবং আমাকে দিয়ে হবে না। আসলেই কি তাই?? মোটেই না।

আপনি যদি সত্যি নিজেকে আইটি জগতে একজন সফল ব্যক্তি হিসেবে দাড় করাতে চান তবে প্রথমেই দরকার প্রবল ইচ্ছা এবং নিষ্ঠা। যদি আপনার মধ্যে এগুলো কে ভালো ভাবে লালন করতে পারেন তবে আপনি আইটি জগতে নিজেকে মেলে ধরতে পারবেন, এটা ১০০% গ্যারান্টি।

আসুন প্রোগ্রামিং এর কথায় । আমরা যখন প্রোগ্রামিং করতে যাই তখন প্রোগ্রামিং না হলে তখন ভাবি,"এটা দুনিয়ার কঠিন বিষয়, আমাকে দিয়ে হবে না"। আর তাহলেই আপনি হেরে গেলেন। প্রোগ্রামিং মানেই পরিশ্রম ,আর পরিশ্রম মানেই সফলতা। তাই আপনাকে একজন ভালো প্রোগ্রামার হতে হলে প্রথমেই ধৈর্য্যশীল হতে হবে।

জানিনা বিশ্বাস করবেন কি না -আজ থেকে অনেক বছর আগে আমার সামান্য সি প্রোগ্রামিং মিলাতে পুরো একদিন সময় লেগেছিল। আর আমাকে সাহায্য করার মত কোন বন্ধু/স্যার ছিল না। আমি যার কাছে পড়তাম তিনি ছিলেন ইন্ডিয়া তে। আর আমার বন্ধু রা ছিল স্বার্থপর টাইপ এর। তারপর আমার জিদ চাপে আমি কারো সহযোগীতা ছাড়াই ভালো প্রোগ্রামার হব।আল্লাহ এর রহমতে এখন আমি অনেক দূর পর্যন্ত পৌছেছি। এখন নিজের একটি ছোট আইটি ফার্ম আছে।প্রোগ্রামিং প্লাটফর্ম থেকে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া কোন কষ্ট সাধ্য ব্যাপার না।চেষ্টা করে দেখুন পারবেন। আমরা বাঙ্গালী,আমরা সব জাতির উর্ধে। তাই চেষ্টা করলে আমরা পারবো ইনশাআল্লাহ।

এখন আসি ওয়েব ডেভেলপিং এর কথায়। আমি বিশ্বাস করি যে কেউ এই বিষয়ে দক্ষ হতে পারে। তবে তাকে একটূ ক্রিয়েটিভ হতে হবে। আর সব চাইতে কম সময়ে আইটি এর সাগরে একজন দক্ষ নাবিক হিসেবে নিজেকে মেলে ধরার জন্য এটা একটা ভালো প্লাটফর্ম।

অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।আশা করি হাল ছাড়বেন না। দেখবেন আপনি সফল হবেন ই হবেন।ইনশাআল্লাহ। আল্লাহ পরিশ্রমী কে ভালোবাসেন। আমার জন্য একটু দোয়া করবেন আপনারা।আমি আপনাদের পাশে সব সময় আছি। আর আমার আইটি ফার্ম এর সাইট টা একটু ঘুরে আসেন সময় হলে

এক ক্লিকেই রিফ্রেশ করুন আপনার পুরো পিসি !

                      بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

প্রথমেই সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। যদিও টিউনটি একেবারেই ছোট, তবুও আশা করছি অনেকের কাজে আসবে।
আমরা পিসি তে কাজ করার সময় প্রায়ই স্লো হয়ে যায়। তখন রিফ্রেশ করলে কিছুটা হলেও গতি বাড়ে । সাধারন ভাবে রাইট ক্লিক করে রিফ্রেশ করলে শুধুমাত্র বর্তমান পেজটি রিফ্রেশ হয়।

আচ্ছা যদি এমন হয়, এক ক্লিকেই রিফ্রেশ হয়ে যায় আপনার পুরো পিসি তাহলে কেমন হয় ? :lol: :lol: :lol:  !!! আজ আমি আপনাদের তেমন একটি সফটওয়্যার দেব। যদিও সফটওয়্যার বলাটা ঠিক হবেনা কেননা এটি শুধুমাত্র নোটপ্যাড দিয়ে তৈরি একটি Batch ফাইল। শুধু ডাউনলোড করুন আর ক্লিক করুন এবং পরবর্তীতে ব্যাবহারের জন্য রেখে দিন।

সাইজ মাত্র ৬৯ বাইট্‌স্‌ !!!
ডাউনলোড করুন এখান থেকে
সকলেই আমার জন্য দোয়া করবেন। কষ্ট করে টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Sunday, 11 March 2012

উইন্ডোজ ৭ এ Flip-3D যোগ করুন কোন সফটওয়্যার ছাড়াই

              بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

এটি আমার প্রথম টিউন তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। আপনারা যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তারা খুব সহজেই এবং কোন সফটওয়্যার ছাড়াই Flip-3D ইফেক্ট যোগ করতে পারেন। এটি করতে নিচের স্টেপগুলো অনুসরণ করুন-
প্রথমে ডেস্কটপ এ মাউসের রাইট বাটন এ ক্লিক করে New থেকে Shortcut সিলেক্ট করুন-
এরপর নিচের মত একটি উইন্ডো আসবে-
এর Type the location of the item: এর নিচের বক্স এ লিখুন-
RunDll32 DwmApi #105 Win7 Flip
এরপর Next এ ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো আসবে-
এখন Type a name for this shortcut: এর নিচের বক্স এ লিখুন- Flip-3D
এরপর Finish বাটন এ ক্লিক করুন। আপনার Shortcut তৈরি। এবার এর Icon পরিবর্তন করুন। এজন্য Shortcut টির উপরে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Properties সিলেক্ট করুন। এরপর Shortcut ট্যাব থেকে Change Icon এ ক্লিক করুন-
এরপর নিচের মত একটি উইন্ডো আসবে-
এর Look for icons in this file: এর নিচের বক্স এ লিখুন- imageres.dll এবং OK করুন। পুনরায় OK করে আবার Properties থেকে Apply করে OK করুন। এখন আপনার Shortcut টি নিচের মত দেখাবে-
এখন এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Pin to taskbar সিলেক্ট করুন এবং মাউস দিয়ে এটিকে Start বাটন এর পাশে নিয়ে যান-
এরপর Desktop এ থাকা Shortcut টি আপনি ডিলিট করে দিতে পারেন। এখন আপনার পিসি তে একাধিক উইন্ডো ওপেন করে Flip-3D তে ক্লিক করুন আর উপভোগ করুন 3D ইফেক্ট।
এই ধরনের পোস্ট আগে প্রকাশিত হয়ে থাকলে আমি দুঃখিত। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। কষ্ট করে পোস্ট টি পরার জন্য ধন্যবাদ।