Showing posts with label দো'আ. Show all posts
Showing posts with label দো'আ. Show all posts

Wednesday, 25 April 2012

মা-বাবা, সন্তান এবং নিজের জন্য কোরআন থেকে নেয়া কিছু দোয়া

                                   بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم
 
রাব্বানাগফিরলী ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুউমুল হিসাবু ।
বাংলা অর্থ : হে আমাদের পালনকর্তা আমাকে, আমার পিতা-মাতাকে এবং সকল মুমিনকে ক্ষমা কর, যেদিন হিসাব কায়েম হবে।
(সুরা ইবরাহিম, আয়াত-৪১)
রাব্বীজ আলনী মুকিমাস সালাতি ওয়া মিন জুররিয়াতিরাব্বানা ওয়া তাকাব্বাল দুআয়ি।
বাংলা অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া। (সুরা ইবরাহিম, আয়াত-৪০)
রাব্বীর হামহুমা কামা রাব্বাইয়ানী সাগীরা ।
বাংলা অর্থ : হে পালনকর্তা, তাদের(মা-বাবা) উভয়ের প্রতি রহম কর,যেমনিভাবে তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।
(সুরা বনি ইসরাইল, আয়াত-২৪)
রাব্বানা হাবলানা মিন আজওয়াযিনা ওয়া জুররি ইয়াতিনা কুররাতা আ ইয়ুনেওওয়াজ আলনা লিল্ মুত্তাকিনা ইমামা ।
বাংলা অর্থ : হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে ও আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।
(সুরা ফুরকান, আয়াত-৭৪)



দোয়ায়ে কুনুত (বাংলা উচ্চারন)

                                      بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم


   

এই দোয়াটি বিতরের নামাজে তৃতীয় রাকাআতে দ্বিতীয়বার হাত বাঁধার পর পড়তে হয়
আল্লাহুম্মা ইন্না নাস্তাইনোকা , অনাস্তাগো ফিরুকা ,অনুকমি বিনুকা , অনাতা অক্কালু আলাইকা ,অনুছনি আলাইকাল খইর ।
অনাশ ফিরুকা ,অলানাগ ফিরুকা ,অনাখ লাহু ,অনাত রুকু ,মাইয়াফ জুরুক ।
আল্লাহুম্মা ইয়া কানাআবুদু ।ওয়ালা কানু ছল্লি ,অনাছজুদু ,ওয়ালাইকানাশ আ ।অনাছফিদু ,অনারজু ,রাহমাতাকা ,অনাখশা ,আজাবাকা ,ইন্না আজাবাকা বিল কুফফারি মূল হিক ।



 যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ !