Friday, 30 March 2012

এইচটিএমএল লাইন ব্রেক টিউটোরিয়াল

আমরা আগে দেখেছি লাইন  ব্রেক ট্যাগটি অন্যান্য হতে একটু ভিন্ন। লাইন ব্রেক ট্যাগটি একটা লাইন শেষ করে আপনাকে অন্য লাইন হতে লেখা শুরু করতে সাহায্য করবে। এইচটিএমএল এ ট্যাগ দ্বারা লাইন ব্রেক চিহ্নিত করা হয়।মাইক্রোসফট ওয়ার্ডে যেমন Enter দিলে নিচের লাইনে চলে যায়,এটার কাজ ঠিক তেমনই।

<p>
Will Mateson<br />
Box 61<br />
Cleveland, Ohio<br />
</p>
প্রদর্শন:লাইন ব্রেক এর সাহায্যে চিঠির address তৈরী করতে পারি।
Will Mateson
Box 61
Cleveland, Ohio
আবার চিঠির সমাপ্ত ঘোষনা করতে পারি।

<p>Sincerely,<br />
<br />
<br />
Kevin Sanders<br />
Vice President</p>


প্রদর্শন:
Sincerely,


Kevin Sanders

Vice President

আরও একটা বিষয় মনে রাখা প্রয়োজন যে লাইন ব্রেক ট্যাগ এর কোন closing tag এর প্রয়োজন নেই।

HTML horizontal rule:

Horizontal rule কে

ট্যাগ দারা প্রকাশ করা হয়।

ট্যাগটি ব্যবহার করে screen এর উপর সমান্তরাল লাইন প্রদর্শন করে। line break tag এর মত Horizontal rule tag এর কোন closing tag নেই।





<hr>
Use
<hr><hr>
Them
<hr>
Sparingly
<hr>


প্রদর্শন:


Use




Them


Sparingly


Horizontal rule কোন গ্রন্থপঞ্জি বা কোন টেবিলের বিষয় সমুহ প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

<hr>
1. "The Hobbit", JRR Tolkein.
2. "The Fellowship of the Ring" JRR Tolkein.
প্রদর্শন:


1. "The Hobbit", JRR Tolkein.
2. "The Fellowship of the Ring" JRR Tolkein.

0 comments

Post a Comment

Thanks for comment