بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم
আল্লামা হাফেজ ইবনে কাইয়্যুম রহ. তাঁর বিখ্যাত ‘‘যাদুল মাআ’দ” গ্রন্থে লিখেছেনঃ মু’মিনের নামাযের উপকারীতা।
* রুজি ও জীবিকা আকর্ষন করে।
* স্বাস্থ্য সুরক্ষা করে।
* রোগ ব্যধি নিরাময় করে।
* মানসিক শক্তি সঞ্চয় করে।
* চেহারা সুন্দর ও উজ্জ্বল করে।
* অন্তর প্রফুল্ল করে।
* অংগ প্রত্যংগে আনন্দেরসঞ্চায় করে।
* যাবতীয় অলসতা দূর করে এবং বক্ষ প্রশস্ত করে।
* আত্মার খাদ্য যোগায়।
* আল্লাহর নিয়ামত সমূহেরহিফাজত করে।
* স্বাস্থ্য সুরক্ষা করে।
* রোগ ব্যধি নিরাময় করে।
* মানসিক শক্তি সঞ্চয় করে।
* চেহারা সুন্দর ও উজ্জ্বল করে।
* অন্তর প্রফুল্ল করে।
* অংগ প্রত্যংগে আনন্দেরসঞ্চায় করে।
* যাবতীয় অলসতা দূর করে এবং বক্ষ প্রশস্ত করে।
* আত্মার খাদ্য যোগায়।
* আল্লাহর নিয়ামত সমূহেরহিফাজত করে।
যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ !
0 comments
Post a Comment
Thanks for comment