Wednesday, 25 April 2012

দোয়ায়ে কুনুত (বাংলা উচ্চারন)

                                      بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم


   

এই দোয়াটি বিতরের নামাজে তৃতীয় রাকাআতে দ্বিতীয়বার হাত বাঁধার পর পড়তে হয়
আল্লাহুম্মা ইন্না নাস্তাইনোকা , অনাস্তাগো ফিরুকা ,অনুকমি বিনুকা , অনাতা অক্কালু আলাইকা ,অনুছনি আলাইকাল খইর ।
অনাশ ফিরুকা ,অলানাগ ফিরুকা ,অনাখ লাহু ,অনাত রুকু ,মাইয়াফ জুরুক ।
আল্লাহুম্মা ইয়া কানাআবুদু ।ওয়ালা কানু ছল্লি ,অনাছজুদু ,ওয়ালাইকানাশ আ ।অনাছফিদু ,অনারজু ,রাহমাতাকা ,অনাখশা ,আজাবাকা ,ইন্না আজাবাকা বিল কুফফারি মূল হিক ।



 যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ !

1 comments

Masharul 7 January 2015 at 10:35

"হে আল্লাহ ! আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমারই কাছে সরল-সত্য পথের নির্দেশ চাচ্ছি, তোমারই কাছে ক্ষমা ভিক্ষা করছি, তোমারই উপরে আস্থা স্থাপন করছি, তোমারই উপরে ভরসা করছি এবং যাবতীয় উত্তম প্রশংসা তোমার জন্য নির্দিষ্ট করছি। আমরা তোমারই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ, তোমার অকৃতজ্ঞ দলে শামিল নই। তোমার অবাধ্য ব্যক্তিকে আমরা বর্জন করে চলি। হে আল্লাহ ! আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই জন্য সালাত আদায় করি, সেজদা করি এবং তোমার জন্যই আমাদের যাবতীয় চেষ্টা-তৎপরতা নিবদ্ধ। আমরা তোমার অনুগ্রহ প্রার্থী এবং তোমার শাস্তি সম্পর্কে ভীত-সন্ত্রস্ত। নিশ্চয়ই তোমার যাবতীয় আযাব কাফেরদের জন্য নির্দিষ্ট।"

Post a Comment

Thanks for comment