Thursday, 12 April 2012

আপনার কি মন খারাপ ?

                                     بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

আপনার কি মন খারাপ?
অথবা আপনার কি বেশীর ভাগ সময় মন বিষন্ন থাকে? তাহলে এখনি বাসায় গিয়ে পাক পবিত্র হয়ে ২ রাকাত নফল নামাজ এবং পাচঁ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করুন ,
বসে বসে কিছুক্ষণ পরকালের কথা চিন্তা করুন এবং
সকলের সাথে নিচু কন্ঠে বিণীত হয়ে কথা বলুন, 
দেখবেন আল্লাহর রহমতে আপনার মন ভাল হয়ে যাবে ।
ইনশাআল্লাহ ।



 
যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ !

0 comments

Post a Comment

Thanks for comment