بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন মজার একটা জিনিস। সেটা হচ্ছে একটি ভিন্ন ধরনের ই-মেইল সেবা। আমরা সবাই জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদি কোম্পানীর ইমেইল সেবা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা সবাই মনে মনে ভাবি যে যদি ভিন্ন ধরনের ইমেইল ডোমেইন সেবা ব্যবহার করা যেত তাহলে অন্যের কাছে ক্ষোভের একটা ব্যাপার হতে পারত। ঠিক সেই জন্যই আমার আজকের এই পোস্ট। তাহলে চলুন চলে যাই এই লিঙ্কে।
আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন মজার একটা জিনিস। সেটা হচ্ছে একটি ভিন্ন ধরনের ই-মেইল সেবা। আমরা সবাই জিমেইল, ইয়াহু, হটমেইল ইত্যাদি কোম্পানীর ইমেইল সেবা ব্যবহার করে থাকি। কিন্তু আমরা সবাই মনে মনে ভাবি যে যদি ভিন্ন ধরনের ইমেইল ডোমেইন সেবা ব্যবহার করা যেত তাহলে অন্যের কাছে ক্ষোভের একটা ব্যাপার হতে পারত। ঠিক সেই জন্যই আমার আজকের এই পোস্ট। তাহলে চলুন চলে যাই এই লিঙ্কে।
এবার মনে করুন আপনি একজন আইনজীবি। তাহলে আপনি আপনার ইমেইল এড্রেস myname@lawyer.com এভাবে দিতে চাচ্ছেন। তাহলে এই সাইটে Sign up now
এ ক্লিক করে পরের স্টেপে Personal Information অংশে প্রয়োজনীয় ডাটা টাইপ
করুন। এবার Check availability অংশে আপনার ইমেইল এর প্রথম অংশটি টাইপ করে @
এর পরের অংশে ক্লিক করে যে কোন একটি ডোমেইন সিলেক্ট করুন। তারপর Check
availability তে ক্লিক করে দেখুন আপনার ইমেইল এড্রেসটি এভেইলেভল কিনা। এখন
Define your password অংশে আপনার পাসওয়ার্ড ও In case you forget your
password অংশে আপনার অন্য ইমেইল ও সিকিউরিটি কোয়েশ্চেন এবং আন্সার ঠিক করে
দিন। তারপর Verify your Registration অংশে ক্যাপচাটি টাইপ করে I accept,
create my account এ ক্লিক করলেই আপনার একাউন্টটি তৈরি হয়ে যাবে।
0 comments
Post a Comment
Thanks for comment