Wednesday, 14 March 2012

রাত্রের নামাজ ও উহার প্রতি আগ্রহ সৃষ্টি

                                       
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم       
 শুরু করছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু।
 
হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত রাসুল (সাঃ)বলিয়াছেন। ফরজ নামাজের পর সব চাইতে উত্তম নামাজ হইল রাত এর নামাজ। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। (মুসলিম)
রাসুল (সাঃ)তাহাজ্জুদ কে কতনা গুরুত্ব দিয়েছেন। তাহা ছুটিয়া গেলে কাজাও পড়েছেন। তাই আল্লাহ পাক আমাদের সকল কে হাদিস অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন।

1 comments

Rubel Khan 14 March 2012 at 06:00

Thanks for share

Post a Comment

Thanks for comment