Saturday, 17 March 2012

উইন্ডোজ ৭ এর লগ অন স্ক্রীন পাল্টান সহজে

BISMILLAH HIR RAHMANIR RAHIM

আমরা অনেকেই উইন্ডোজ ৭ ব্যাবহার করি। অন্যান্য সব কিছুর মতো মাইক্রোসফট আমাদের উইন্ডোজ ৭ এ আমাদের নিজেদের মতো উইন্ডোজ লগ অন বদলানোর সুবিধা দিয়ে দিয়েছে। এজন্য আমাদের যা করতে হবে তা হলঃ

১) প্রথমে Start এ ক্লিক করে Run চালু করে Regedit লিখে এন্টার দিন।
২) তারপর নিচের পদ্ধতিতে এক এক করে content গুলোতে ক্লিক করে ঢুকুন-
HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\ LogonUI\Background
৩) OEMBackground DWORD key তে ডাবল ক্লিক করে Edit DWORD (32 bit) Value ওপেন করুন।
৪) Value data 0 কেটে 1 দিয়ে ওকে করুন।
৫) এখন আপনি যে ছবিটি আপনার লগ অন স্ক্রীন এর ব্যাকগ্রাউন্ড বানাবেন সেটির সাইজ যেন ২৫৬ কেবি বা তার কম যেন হয়।
৬) ছবিটি কপি করে C:\Windows\system32\oobe\info\backgrounds ফোল্ডার এ পেস্ট করে backgroundDefault.jpg নামে সেভ করুন।
৭) কম্পিউটার রিস্টার্ট নিন............ ব্যাস!!!! পালতে গেলো আপনার লগ অন ব্যাকগ্রাউন্ড 
:)
বি.দ্রঃ অনেকের C:\Windows\system32\oobe\info\backgrounds এই ফোল্ডার টি নাও তাক্তে পারে উইন্ডোজ এ বা থেকেও অসুবিধা করবে এ ব্যাকগ্রাউন্ড না পাল্টানই উত্তম।
অনেক গুছিয়ে লিখার চেষ্টা করেছি। ভুল হলে ছোট হিসেবে ক্ষমা করবেন। সুস্থ থাকুন।
.................................আল্লাহ হাফেয।..............................

0 comments

Post a Comment

Thanks for comment