بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم
আসুন সবাই জেনে নেই পবিত্র ঈদুল ফিতরের কয়েকটি সুন্নত আর সেগুলো পালন করে হাসিল করি অশেষ নেকি ।
১|ঈদুল আযহার দিন খুব ভোরে জাগ্রত হওয়া ।ফজরের পর থেকে গোসলের প্রষ্তুতি নেওয়া ।গোসল শেষে যার যার সাধ্য অনুযায়ী নতুন কাপর /অপেক্ষাকৃত নতুন কাপড় কিংবা পাকসাফ কাপড় পরিধান করা ।
২|গায়ে আতর জাতীয় খুশবু মাখা ।
৩|ঈদুল ফিতরে সাধারনত আমরা ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেই (সুন্নত) ।কিন্তু ঈদুল আযহার ক্ষেত্রে সুন্নত হচ্ছে কিছু না খেয়ে ঈদের নামাজে যাওয়া এবং কোরবানী সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা ।
৪|যে পথে ঈদগাহে যাবেন সে পথ বাদে অন্যপথে বাড়ি ফেরা ।
১|ঈদুল আযহার দিন খুব ভোরে জাগ্রত হওয়া ।ফজরের পর থেকে গোসলের প্রষ্তুতি নেওয়া ।গোসল শেষে যার যার সাধ্য অনুযায়ী নতুন কাপর /অপেক্ষাকৃত নতুন কাপড় কিংবা পাকসাফ কাপড় পরিধান করা ।
২|গায়ে আতর জাতীয় খুশবু মাখা ।
৩|ঈদুল ফিতরে সাধারনত আমরা ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেই (সুন্নত) ।কিন্তু ঈদুল আযহার ক্ষেত্রে সুন্নত হচ্ছে কিছু না খেয়ে ঈদের নামাজে যাওয়া এবং কোরবানী সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা ।
৪|যে পথে ঈদগাহে যাবেন সে পথ বাদে অন্যপথে বাড়ি ফেরা ।
0 comments
Post a Comment
Thanks for comment