Monday, 19 March 2012

কয়েকটি হাদিস

                   بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم
 
আনাস ইবনে মালিক [রাযি] থেকে বর্ণিত, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ"আদম সন্তানের বয়স বাড়ে কিন্তু তাতে দু'টো বিষয় জওয়ান হয়, জীবনের প্রত্যাশা এবং সম্পদের মোহ।" {সুনানে তিরমিযী-২৩৪২}
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ একদা জিজ্ঞেস করলেন-“তোমরা কি জান, প্রকৃত নিঃস্ব কে?” সাহাবারা উত্তরে বললেন-“আমাদের মাঝে নিঃস্ব ঐ ব্যক্তিকে বলা হয়, যার কোন টাকা-পয়সাবা সহায় সম্পত্তি নাই”। নবী কারীম সাঃ বললেন-“প্রকৃত নিঃস্ব ঐ ব্যক্তি, যে কিয়ামতের দিননামায, রোযা, যাকাত ইত্যাদি নিয়ে হাজির হবে। সাথে এটাও নিয়ে আসবে যে, কাউকে গালি দিয়েছে। কাউকেমিথ্যা অপবাদ দিয়েছে। কারো মাল খেয়ে ফেলেছে। কাউকে হত্যা করেছে। কাউকেপ্রহার করেছে। তারপর তার পূণ্যগুলির কিছু একজনকে আর কিছু অন্যজনকে দেয়া হবে। যদি হকদারদের দাবী শেষ হওয়ার আগেই তার পূণ্যশেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ তাকে সোপর্দ করা হবে।অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
আল মু’জামুল আওসাত, হাদিস নং-২৭৭৮,
সুনানে তিরমিযী, হাদিস নং-২৪১৮, ,
সহীহ মুসলিম, হাদিস নং-৬৭৪৪,
মুসনাদুস সাহাবা ফিল কুতুবিত তিসআ, হাদিস নং-৬২০
আবু আইয়ুব [রাযি] থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ চারটি বিষয় হল রাসূলগণের সুন্নাতঃ
~ লজ্জা
~~ আতর ব্যবহার
~~~ মিসওয়াক এবং
~~~~ বিবাহ। {তিরমিযী-১০৮০}
এই বিষয়ে আমিরুল মুমিনীন হযরত উসমান [রাযি], ছাওবান [রাযি], উম্মুল মুমিমীন আয়িশা [রাযি], আবদুল্লাহ ইবনে মাসউদ [রাযি], আবদুল্লাহ ইবনে আমর [রাযি], জাবির [রাযি], ও আককাফ [রাযি] থেকেও হাদিস বর্ণিত আছে।
ওমর ইবনে খাত্তাব [রাযি] থেকে বর্ণিত, নবী করীম [সা] বলেনঃ তোমাদের সবচেয়ে ভাল শাসক এবং সবচেয়ে মন্দ শাসক সম্পর্কে তোমাদের অবহিত করব কি?
সবচেয়ে ভাল শাসক হলেন তারা, যাদের তোমরা ভালবাসএবং যারা তোমাদেরকেও ভালবাসে, যাদের জন্য তোমরা দোয়া কর এবং যারা তোমাদের জন্য দোয়া করে।
আর সবচেয়ে নিকৃষ্ট শাসক হল তারা, যাদের তোমরা ঘৃণা কর এবং যারা তোমাদেরঘৃণা করে, যাদের তোমরা লানত কর এবং যারা তোমাদেরলানত করে। { তিরমিযী শরীফ -২২৬৭}

0 comments

Post a Comment

Thanks for comment