Monday, 19 March 2012

জুমার দিন মাতা-পিতার ক্ববরে উপস্থিত হওয়ার সাওয়াব

                 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم  



খাতামুল মুরসালীন,রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیۡہِ وَاٰلِہٖ وَسَلَّم ‘‘র দয়ামূলক ইরশাদ হচ্ছে:যে ব্যক্তি আপন মাতা-পিতা কিংবা একজনের ক্ববরে প্রতি জুমার দিন যিয়ারত করার জন্য উপস্থিত হয় আল্লাহ عَزَّ وَجَلَّ তাকে ক্ষমা করে দিবেন এবং মাতা-পিতার সাথে সদাচারণকারী হিসেবে গণ্য করা হবে।
(নাওয়াদিরুল উসূল লিল হাকীম আত্ তিরমিযী,পৃষ্ঠা-৯৭,হাদীস নং-১৩০,দামেশক)











 

0 comments

Post a Comment

Thanks for comment