সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? এটি
আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার টিউনটি একদম
নুতুনদের জন্য । এক্সপার্টদের জন্য নয় । এক্সপার্টদের সকলের মনে হয় জানা
আছে । এবার কাজের কথায় আসি । আমরা অনেক সময় আমাদের দরকারি ফাইল গুলু
ব্লাঙ্ক সিডিতে রাইট করে রাখি । একটি ব্লাঙ্ক সিডিতে প্রায় ৭০০ মেগাবাইট
পযন্ত রাইট করা যায় । কিন্তু অনেক সময় কম মেগাবাইট এর ফাইল সিডিতে
রাইট করার প্রয়োজন হয় । তখন আমরা তা সিডিতে রাইট করি । কিন্তু আমরা
অনেকেই জানিনা যে এক সিডিতে একবার রাইট করে ফেললে পরে আবার একাধিক বার রাইট
করা যায় । আসুন প্রক্রিয়াটি দেখি ।
My Computer ওপেন করুন ।
সাধারণত সিডি/ডিভিডি রমটা এই রকম থাকে ।
ব্লাঙ্ক সিডি টা সিডি/ডিভিডি রম এ ঢুকালে উপরের ছবির মতো আসবে । তাহলে বুজবেন যে সিডিটা রম এ পেয়েছে ।
আপনি ইচ্ছা করলে ব্লাঙ্ক সিডিটার ধারন ক্ষমতা, কতটুকু খালি আছে তা উপরের ছবির নিয়ম অনুসারে দেখতে পারবেন ।
ব্লাঙ্ক সিডিতে যা রাইট করতে চান তা কপি করুন ।
তারপর My Computer ওপেন করে সিডি/ডিভিডি রম এ পেস্ট করুন ।
পেস্ট হয়ে গেলে Write these files to CD তে ক্লিক করুন ।
তারপর CD Name: এর ঘরে নিজের ইচ্ছামত নাম লিখে Next এ ক্লিক করুন ।
তারপর রাইট হতে থাকবে । কিছুক্ষন অপেক্ষা করতে হবে ।
My Computer ওপেন করুন ।
সাধারণত সিডি/ডিভিডি রমটা এই রকম থাকে ।
ব্লাঙ্ক সিডি টা সিডি/ডিভিডি রম এ ঢুকালে উপরের ছবির মতো আসবে । তাহলে বুজবেন যে সিডিটা রম এ পেয়েছে ।
আপনি ইচ্ছা করলে ব্লাঙ্ক সিডিটার ধারন ক্ষমতা, কতটুকু খালি আছে তা উপরের ছবির নিয়ম অনুসারে দেখতে পারবেন ।
ব্লাঙ্ক সিডিতে যা রাইট করতে চান তা কপি করুন ।
তারপর My Computer ওপেন করে সিডি/ডিভিডি রম এ পেস্ট করুন ।
পেস্ট হয়ে গেলে Write these files to CD তে ক্লিক করুন ।
তারপর CD Name: এর ঘরে নিজের ইচ্ছামত নাম লিখে Next এ ক্লিক করুন ।
তারপর রাইট হতে থাকবে । কিছুক্ষন অপেক্ষা করতে হবে ।
কিছুক্ষন
পরে উপরের ছবির মতো চার্ট আসলে Finish এ ক্লিক করতে হবে । Finish এ ক্লিক
করার পরে সিডি/ডিভিডি রম থেকে সিডিটা নিজে নিজেই বের হয়ে যাবে ।
বাস
কাজ শেষ । এই এক নিয়মেই আপনি এক সিডি তে বার বার রাইট করতে পারবেন । এক
নিয়মেই আপনি Computer এ সফটওয়্যার ছাড়া সিডি রাইট করতে পারবেন ।
সবাইকে অসংখ ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।
0 comments
Post a Comment
Thanks for comment