بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছে।
সম্প্রতি চারিদিকে মশার উৎপাত খানিকটা বেড়েছে। তবে আমারা অনেকেই এই উৎপাত থেকে রক্ষা পেতে বিষাক্ত কয়েল বা স্প্রে ব্যবহার করে যা শরীরের জন্য ভালো নয়। কিন্তু যেখানে বিজ্ঞান আছে, সেখানে ভালো সমাধানও আছে! এই কাজটা(সার্কিটটা) আমি অনেকদিন আগে শিখেছিলাম, মশার বিরক্তি করা দেখে ভাবলাম বিষয়টা সবার সাথে শেয়ার করি।
প্রথমে ছবি থেকে সার্কিটটা দেখে নেই। কয়েলটা ভালোভাবে আঁকতে পারিনি বলে দুঃখিত!
সম্প্রতি চারিদিকে মশার উৎপাত খানিকটা বেড়েছে। তবে আমারা অনেকেই এই উৎপাত থেকে রক্ষা পেতে বিষাক্ত কয়েল বা স্প্রে ব্যবহার করে যা শরীরের জন্য ভালো নয়। কিন্তু যেখানে বিজ্ঞান আছে, সেখানে ভালো সমাধানও আছে! এই কাজটা(সার্কিটটা) আমি অনেকদিন আগে শিখেছিলাম, মশার বিরক্তি করা দেখে ভাবলাম বিষয়টা সবার সাথে শেয়ার করি।
প্রথমে ছবি থেকে সার্কিটটা দেখে নেই। কয়েলটা ভালোভাবে আঁকতে পারিনি বলে দুঃখিত!
যা যা লাগবেঃ
* ২৫ ওয়াট থেকে ৩০ ওয়াটের ‘সোল্ডারিং কয়েল’।
* একটি লোহা কিংবা এলুয়মিনিয়ামের পাত।
* বিদ্যত(২২০ ভোল্ট)
* মাটির বাসন ও প্রয়োজনীয় তার।
* ২৫ ওয়াট থেকে ৩০ ওয়াটের ‘সোল্ডারিং কয়েল’।
* একটি লোহা কিংবা এলুয়মিনিয়ামের পাত।
* বিদ্যত(২২০ ভোল্ট)
* মাটির বাসন ও প্রয়োজনীয় তার।
প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলু সহজেই বাজারে পাবেন শুধু ‘বিদ্যত’ ছাড়া !!!
-কয়েলটি ভালোভাবে লোহা কিংবা এলুয়মিনিয়ামের পাত দিয়ে দু’দিক থেকে
মুড়িয়ে দিবেন। কয়েলের দুই প্রান্তের তারের মাথায় লম্বা প্লাস্টকের
প্রলেপযুক্ত তার লাগিয়ে নিন। এবার মাটির বাসনের মধ্যে কাছকাছি দুটি চিদ্র
করে তা দিয়ে তার দের করে নিন। দুই তারের মাথায় একটি ‘প্লাগ’ যুক্ত করুন
কারেন্টের বোর্ডের সাথে সংযুক্ত করার জন্য।
হয়ে গেলো আপানার মশা মারার কামান!
তবে খুব সাবধানতার সাথে কারেন্টের বোর্ডের সাথে সংযুক্ত করুন ও ভালো তার ব্যবহার করুন, কারন এতে ২২০ ভোল্ট চলাচল করবে।
0 comments
Post a Comment
Thanks for comment