আস্ সালামু আলাইকুম
আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি ক্যালকুলেটর এর আগে আপনার মগজে অঙ্ক করবেন। বুঝতে পারলে অবশ্যই ভালো লাগবে।
তাৎক্ষণিক গুণ করা
চলুন
শুরু করা যাক আমার একটি পছন্দের সূত্র দিয়ে – কিভাবে দুই ডিজিট এর সংখ্যা
১১ দ্বারা নিজের মাথার মধ্যে গুণ করা যায়। এটা খুব সহজ যদি একবার আপনি
গোপনীয়তা জেনে যান।
- এই সমস্যা টা দেখা যাক: ৩২ * ১১
এই সমস্যা টা সমাধান করার জন্য, যোগ করুন ৩ + ২ = ৫, এখন ৫ কে ৩ ও ২ এর মাঝে বসান
- তাহলে এর উত্তর হবে : ৩৫২
- আরেকটা দেখা যাক: ৫৩ * ১১, যদি ৫ + ৩ = ৮ হয়, তাহলে এর উত্তর হবে ৫৮৩
আপনি এবার চেষ্টা করে দেখতে পারেন- ৮১ * ১১, ৭২ * ১১, ৩৫ * ১১, ২৩ * ১১, ২৭ * ১১
বিঃদ্রঃ দুই ডিজিট এর যোগফল ১ থেকে ৯ এর মধ্যে হতে হবে।
আজ এ পর্যন্তই, পরবর্তী ট্রিকস নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ।
0 comments
Post a Comment
Thanks for comment