বিসমিল্লাহির রাহমানির রাহীম |
টেক জায়ান্ট স্যামসাং তাদের স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি দিয়ে বাজার ধরে রেখেছে অনেকদিন থেকেই। এর বাইরে তাদের স্মার্ট টিভির ব্যবসাও চলছে ভালোমতই। তবে এছাড়াও তাদের অন্যান্য প্রযুক্তির উদ্ভাবন থেমে নেই। বরং নতুন নতুন উদ্ভাবন দিয়ে তারা বাজার মাত করার কাজটি চালিয়ে যাচ্ছে ভালোভাবেই। গত বছরে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ তারা প্রদর্শন করেছিলো এক ধরনের নমনীয় ডিসপ্লে। তারপর দীর্ঘদিন এ নিয়ে তেমন একটা আলোচনা হয়নি প্রযুক্তি বিশ্বে। স্যামসাং নিজেও তেমন কিছুই জানায়নি এটা নিয়ে। তবে তাদের কাজ যে থেমে ছিলো না একে নিয়ে, তারই প্রমাণ তারা দিলো সম্প্রতি। তারা তাদের এই নমনীয় ডিসপ্লে’কে বাজারে নিয়ে আসার প্রস্তুতি অনেকটাই সেরে ফেলেছে বলেই জানিয়েছে। আর বাজারে নিয়ে আসার জন্য তারা নতুন এই ডিসপ্লে’র একটি নামও ঠিক করে ফেলেছে। এর ব্র্যান্ড নাম তারা ঠিক করেছে ‘ইয়োউম’। গত বছরে সিইএস’র সময় স্যামসাংয়ের মুখপাত্র রবার্ট উয়ি জানিয়েছিলেন যে এই বছরের কোনো এক সময় তারা বাজারে এই নমনীয় ডিসপ্লে’র একটি ডিভাইস নিয়ে আসবেন। আর এই ডিভাইস সম্ভবত কোনো স্মার্টফোন হবে বলেই ধারণা দিয়েছিলেন তিনি। তার এই ঘোষণাকেই বাস্তবে রূপ দিতে নতুন ধরনের এই ডিসপ্লে’র ব্র্যান্ড নামটির নিবন্ধন করিয়েছে তারা। নমনীয় অ্যামোলেড (Flexible AMOLED) ডিসপ্লে প্রযুক্তি হিসেবেই নিবন্ধন করা হয়েছে এই ইয়োউম। স্যামসাং জানিয়েছে, তাদের এই ইয়োউম ডিসপ্লে হবে আরও বেশি পাতলা, হালকা এবং কোনোভাবেই একে ভাঙা যাবেনা। সাধারণ এলসিডি ডিসপ্লেতে থাকে ছয়টি স্তর। এর চেয়ে উন্নত ওএলইডি প্রযুক্তিতে এই স্তর সংখ্যা কমে দাঁড়িয়েছে চারে। নতুন এই নমনীয় ইয়োউমেও থাকছে চারটি স্তর। তবে ওএলইডি ডিসপ্লেতে যেখানে কাঁচের টিএফটি এবং এনক্যাপ স্তর ব্যবহার করা হয়েছে, সেখানে ইয়োউমে এই দুই স্তরেই ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ফিল্ম। ফলে এই ডিসপ্লে একদিকে হয়ে উঠেছে নমনীয়, অন্যদিকে এর পুরুত্বও কমে গেছে অনেকখানি। স্যামসাং আশা করছে নানান ধরনের ডিজিটাল ডিভাইসে তারা ব্যবহার করতে পারবে ইয়োউম। স্মার্টফোন বা ট্যাবলেটের পাশাপাশি ই-রিডার, ক্যামেরা এবং এমনকি কোনো ভিডিও চ্যাটিং সিস্টেমের ডিসপ্লেতেও এটি ব্যবহার করা যাবে বলে আশা করছে তারা। স্যামসাং এই ডিসপ্লে তৈরি করলেও সম্ভবত এটি প্রথম বাজারে নিয়ে আসতে যাচ্ছে এলজি। অন্যান্য প্রযুক্তি পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও স্যামসাং তৈরি করছে এটি। আর তারা গত সপ্তাহেই জানিয়েছে, প্রচুর পরিমাণেই এই ডিসপ্লে তৈরি করেছে তারা।
সংগ্রহ:ইত্তেফাক
1 comments
jotil post
Post a Comment
Thanks for comment