এপ্রিল ফুল এর ইতিহাস বড়ই বেদনাদায়ক।
এখন থেকে প্রায় ৫০০ বছর আগে স্পেন ছিল মুসলিমদের দেশ। এই
দেশটি মুসলিমদের নিয়ন্ত্রনে ছিল প্রায় আট শত বছর। ক্রসেড-রা দীর্ঘ
দিন ধরে স্পেনকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। এজন্য তারা ধর্ম যুদ্ধের নামে বিভিন্ন সময় স্পেনে আক্রমন করত। কিন্তু স্পেনের
মুসলিমদের সাথে যুদ্ধ করে তারা বরাবরই পরাজিত হত। মুসলিমরা এই
দেশটাকে এতটাই আধুনিক ভাবে সাজিযে ছিল , যা ছিল সত্যিই অসাধারণ।
আজও স্পেনের সেই শহরগুলো এক একটি অপূর্ব ঐতিহাসিক নিদর্শন।
যাহ মানুষকে এখনও মুগ্ধ করে। মুসলিমরা ভালই ছিল স্পেনে। কিন্তু
একটা পর্যায়ে মুসলিমরা ইসলাম হতে দূরে সরে যেতে লাগল। তাদের ইসলাম প্রচার-প্রসার ও ইসলাম পালনের প্রতি অনিহা বাড়তে লাগল
এবং তারা দুনিয়ামুখি হযে গেল। এক পর্যায়ে মুসলিমদের ঈমানের
অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়ল। ঠিক এমন এক সময় খ্রিস্টানরা মুসলিমদের
উপর আবারও আক্রমণ করল। যদিও কিছু মুসলিম বীর ও তাদের সাথীরা চরম ভাবে আক্রমণকে প্রতিহত করল এবং ক্রসেড বাহিনীকে প্রায় পরাজিত
করে ফেলেছিল। কিন্তু শেষ রক্ষা আর হলো না। এক্ষেত্রে খ্রিষ্টানরা(ক্রসেড) মিথ্যা কৌশল অবলম্বন করল। তারা প্রচার
করতে লাগল যে স্পেন এখন তাদের দখলে। এবং তারা ঘোষনা দিয়ে দিল ,
যে সকল মুসলিমরা মসজিদে আশ্রয় নিবে এবং সমুদ্রগামী জাহাজে আশ্রয়
নিবে তারা নিরাপদ। দূর্বল ইমানের মুসলিমরা শত্রুদের কথা মতো কাজ
করল। তারা মসজিদ ও জাহাজে আশ্রয় নিল।
পরে ক্রসেড বাহিনী সকল মসজিদ তালা বদ্ধ করল, এই বলে যতে মুসলিমরা নিরাপদে থাকে। পরে তারা সকল মসজিদ গুলোতে আগুন
ধরিয়ে মুসলিমদের পুড়িয়ে হত্যা করল। আর জাহাজ গুলোকে তারা ডুবিয়ে দিল।
এভাবে স্পেন থেকে মুসলিমদের পরাজিত করল। এবং সেখানে এমন একজন
মুসলিমও ছিল না , যে কিনা আজান দিবে। বিগত ৫০০ বছর স্পেনে কোন আজান
হয়নি।মাত্র কয়েক বছর আগে আজানের অনুমতি দেওয়া হয়েছে।
আর এভাবে এপ্রিল মাসে মুসলিমদের বোকা বানিয়ে পরাজিত করেছিল। মুসলিমদের এই পরাজয়কে স্মরণ করে খ্রিষ্টানরা এপ্রিল ফুল পালন
করে থাকে। আর আমরা মুসলিমরা এখনও বোকার মত এপ্রিল ফুল পালন
করে নিজেদেরকে আরো বোকা হিসাবে পরিচয় দিয়ে থাকি।
0 comments
Post a Comment
Thanks for comment