Monday, 16 April 2012

সালাত সম্পরকে আল্লাহ এর কিছু বানী

                                       বিস্মিল্লাহির রহমানির রহিম






"তোমরা নামায প্রতিষ্ঠা কর এবং যাকাত দাও।

তোমরা নিজের জন্যে পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে,

তা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু কর,

নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন।" 

                                                        [কুরআন ২:২১০]

"নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎকাজ

করেছে, নামায প্রতিষ্ঠিত করেছে এবং যাকাত দান

করেছে, তাদের জন্যে তাদের পুরষ্কার তাদের

পালনকর্তার কছে রয়েছে। তাদের কোন শঙ্কা নেই

এবং তারা দুঃখিত হবে না।"

                                                        [কুরআন ২:২৭৭]

"নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক

তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন

পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর

যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে,

সে যেন অপবাদ আরোপ করল।"

                                                        [কুরআন ৪:৪৮]

"অতঃপর তাদের পরে এল অপদার্থ পরবর্তীরা।

তারা নামায নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল।

সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে।

কিন্তু তারা ব্যতীত, যারা তওবা করেছে, বিশ্বাস

স্থাপন করেছে। সুতরাং তারা জান্নাতে প্রবেশ

করবে এবং তাদের উপর কোন জুলুম করা হবে না।"

                                                         [মারইয়াম, ১৯:৫৯-৬০]

"অবশ্য তারা যদি তওবা করে, নামায কায়েম করে আর

যাকাত আদায় করে, তবে তারা তোমাদের

দ্বীনী ভাই। আর আমি বিধানসমূহে জ্ঞানী লোকদের

জন্যে সবিস্তরে র্বণনা করে থাকি।"

                                                          [কুরআন ৯:১১]






0 comments

Post a Comment

Thanks for comment