" বিসমিল্লাহির রহমানির রহীম "
আবু হুরাইরা হতে বর্নিত : তিনি বলেন - আমি আল্লাহর দূত নবী (সঃ) থেকে এই বলতে শুনেছি যে, "আল্লাহ তাঁর দয়াকে এক শত ভাগে বিভক্ত করেছেন যার নিরানব্বুই অংশ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং পৃথিবীতে এর একটি অংশ নিচে পাঠিয়েছেন। এই এক অংশের কারণে তাঁর সৃষ্টিগুলো একে অন্যের সাথে এত দয়া প্রদর্শন করে, এমনকি ঘোটকীও তার খুরগুলোকে এর শিশুর কাছ থেকে দূরে রাখে পাছে তা তার শিশুটিকে পদদলিত না করে।"
"সহীহ আল বুখারী" (গ্রন্থ ৭৩ :: হাদীস ২৯)
1 comments
Thanks for share
Post a Comment
Thanks for comment