সবাইকে নমস্কার ও সালাম জানিয়ে আজ নতুন একটি টিপস শেয়ার করতে চললাম। আশা করি আপনাদের ভাল লাগবে টিপসটি।
আমরা ম্যাক্সিমাম IDM (Internet Download Manager) দিয়ে ফাইল ডাউনলোড করে থাকি।। অনলাইনে বেস্ট ডাউনলোডার IDM. কিন্তু মাঝে মধ্যে আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি নিয়ে একটু মনের ভিতরে সন্দেহ থেকেই যায়। যেমনঃ ফাইলটির মিউজিক/ ভিডিও কোয়ালিটি কেমন?? ফাইলটি ঠিক মত ডাউনলোড হচ্ছে তো?? না, ফাইলটি ফেইক ফাইল।।
যারা অনলাইন থেকে IDM দিয়ে মুভি ডাউনলোড করেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে বেশ ভালই পরিচিত।।
যারা অনলাইন থেকে IDM দিয়ে মুভি ডাউনলোড করেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে বেশ ভালই পরিচিত।।
অনলাইনে মুভি/ ভিডিও / গান পাওয়া যায় এমন লাখের উপরে ওয়েবসাইট আছে। কিন্তু কোয়ালিটির প্রশ্ন কিন্তু মনের ভিতরে থেকেই যায়। তাই আজ আপনাদের জন্য এই টিপসটি শেয়ার করছি।
কথা আর না বারিয়ে সামনের দিকে আগাই।।
আমরা মোটামুটি সবাই জানি, টরেন্ট ফাইল ডাউনলোড করার সময় ফাইলটি প্লে করা যায়।
আজ শিখাবো IDM দিয়ে কিভাবে ডাউনলোড হচ্ছে এমন ফাইলকে প্লে করানোর টিপস।
আজ শিখাবো IDM দিয়ে কিভাবে ডাউনলোড হচ্ছে এমন ফাইলকে প্লে করানোর টিপস।
১. প্রথমে IDM দিয়ে যেকোনো ফাইল ( Video / Mp3 ) ডাউনলোড দিন।
২. IDM ওপেন করুন এবং Options এ ক্লিক করুন।
৩. এবার Save To ট্যাব এ যান।
৪. সেখান থেকে Temporay Directory তে দেয়া Path (Text) টি কপি করুন।
২. IDM ওপেন করুন এবং Options এ ক্লিক করুন।
৩. এবার Save To ট্যাব এ যান।
৪. সেখান থেকে Temporay Directory তে দেয়া Path (Text) টি কপি করুন।
৫. My Computer ওপেন করে উপরে Windows Explorer address bar এ Path ( Text) টি পেস্ট করে Enter চাপুন।
৬. এবার DwnlData তে ক্লিক করে বের করুন ফাইলটি ও প্লে করুন আপনার ডাউনলোড হচ্ছে এমন ফাইলটি।।
বিঃদ্রঃ আপনি শুধু মাত্র মিউজিক / ভিডিও যেকোনো ফাইল ডাউনলোড এর সময় প্লে করতে পারবেন। কিন্তু, rar / zip / iso এই টাইপের ফাইল গুলো প্লে করতে পারবেন না।
۞ ফাইল প্লে করতে প্রব্লেম হলে KM Player ইউজ করুন। ۞
↓ লেটেস্ট ভার্সন ডাউনলোড লিংকঃ ↓
↓ লেটেস্ট ভার্সন ডাউনলোড লিংকঃ ↓
0 comments
Post a Comment
Thanks for comment