আশা করি সবাই ভাল আছেন । আজ খুব সহজ একটা বিষয় নিয়ে কথা বলব । মনে হয় অনেকে জানেন এ বিষয় টা । তাহলে চলুন -
Windows 7 এর কিছু লুকানো থিম আছে যা আজ আমরা ব্যবহার করা শিখব -
Windows 7 এর Personalize menu তে আমরা এর নিজস্ব কিছু থিম দেখি যেগুলি Setting দেয়ার সময় Default হিসেবে set হয়ে থাকে। আমরা এই থিম গুলিই সাধারনত ব্যাবহার করে থাকি।এই গুলি ছাড়াও Windows 7 এ রয়েছে আরও কিছু লুকানো থিম । আসুন দখি সেগুলি কিভাবে ব্যাবহার করা যায়।
প্রথমে আপনি windows এর Search Option এ যেয়ে C:\Windows\Globalization\MCT টাইপ করে সার্চ দিন।
আপনার Windows Explorer কিছু নতুন থিম দেখাবে। এই থিম গুলি Great Britain, South Africa, Australia and Canadaএই সব দেশের।
এখান থেকে আপনি Wallpaper select করতে পারেন অথবা Theme install করে নিতে পারেন
থিম install করতে সুধু মাত্র Double click করলেই হবে।
আপনার থিম টি add হয়ায় যাবে“My Themes” এর “Personalization” pane এ
আশা করি কাজে দিবে । তো আজ এই পর্যন্তই ।
0 comments
Post a Comment
Thanks for comment