Tuesday, 13 March 2012

সূরা নাস (মদীনায় অবতীর্ণ), আয়াত সংখ্যা 6

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم  
 শুরু করছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু।



قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
১.বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
مَلِكِ النَّاسِ
২.মানুষের অধিপতির,
إِلَهِ النَّاسِ
৩.মানুষের মা’বুদের
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
৪.তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ওআত্নগোপন করে,
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
৫.যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ
৬.জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্যথেকে।

0 comments

Post a Comment

Thanks for comment