Sunday, 25 March 2012

কিয়ামতের দিনে বান্দার উপকারে আসবে এমন ২ টি কালেমা

                 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِي


►আসসালামু আলাইকুম◄
►কিয়ামতের দিনে বান্দার উপকারে আসবে এমন ২ টি কালেমা◄
আবূ হুরায়রা (রা: ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দুটিকালেমা এমন যা যবানে (উচ্চারন করতে) সহজ, (কিয়ামত দিবসে) ওজনে ভারীএবং তা করুনাময় আল্লাহর নিকট প্রিয়। কালেমা দুটি হচ্ছে ,"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম"
... অর্থ- আল্লাহর প্রশংসা করার সাথে তাঁর পবিত্রতা বর্ননা করছি, তাঁর প্রশংসা বড়ই মহৎ।
[বুখারী -৭ /১৬৮ মুসলিম- ৪/ ২০৭২] 

0 comments

Post a Comment

Thanks for comment