Saturday, 24 March 2012

ঢাকায় অনুষ্ঠিত হবে ওডেস্কের আয়োজন

BISMILLAH HIR RAHMANIR RAHIM

আউটসোর্সিংয়ে জড়িত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট (মার্কেট প্লেস) ওডেস্ক (www.odesk.com) বিশেষ একটি আয়োজন সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় সেরা শহরের মধ্যে জায়গা করে নিয়েছে ঢাকা। ফলে ওডেস্কের ‘কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’ নামক অনুষ্ঠান ঢাকার পাশাপাশি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অস্টিন, ফিলিপাইনের ইলিগান ও ম্যানিলায়। ওডেস্কের ফেসবুক পেজ (www.facebook.com/odesk) থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানা গেছে। ওডেস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলের ভিত্তিতে অনুষ্ঠান যথাক্রমে অস্টিন, ঢাকা, ইলিগান ও ম্যানিলায় অনুষ্ঠিত হবে। ভালো অবস্থানে থেকেও পাকিস্তানের লাহোর মূল তালিকায় যেতে পারেনি। এর বাইরে অন্য শহরগুলোতে অনলাইনে বিশেষ আয়োজনের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে ওডেস্ক। বিশেষ এ অনুষ্ঠানে ওডেস্ক বিশেষজ্ঞরা একসঙ্গে হবেন, একে অপরের সঙ্গে তথ্য বিনিময় করবেন। এ আয়োজনের তারিখ খুব শিগগিরই জানানো হবে বলে জানা গেছে। —নুরুন্নবী চৌধুরী

(সংগ্রহীত)

প্রথম আলো

0 comments

Post a Comment

Thanks for comment