Monday, 12 March 2012

বিশ্বের সবচেয়ে বড় ১০ টি শপিং মল

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আমার এবারের পোস্ট । এ ব্লগে এটা আমার ২য় পোস্ট । যদি মনের মত সারা পাই তবে আরও লেখার চেষ্টা করবো ।


1. South China Shopping Mall , China

South China Shopping Mall বিশ্বের সবচেয়ে বড় ১০ টি শপিং মলের একটি । এর এরিয়া হল ৭.১ মিলিয়ন স্কয়ার ফুট । এই মলটি ২০০৫ সালে খোলা হয়েছিল ।


2. West Edmonton Shopping Mall, Canada

এই মলটি উত্তর আমেরিকায় অবস্হিত । West Edmonton Shopping Mall টি খোলা হয়েছিল ১৯৮১ সালে । এটা ৩.৮ মিলিয়ন স্কয়ারফুট । এটার ভিতর ৮০০ দোকান , খোলা মাঠ , বরফঘর , ওয়াটার পার্ক এবং থিয়েটার রয়েছে ।


3. Golden Resources Shopping Mall, China

এটা ২০০৪ সালে তৈরি হয়েছে । এটার ভিতর ১০০০ দোকান রয়েছে । এই মলটি বেইজিং এর চতুর্থ রিং রোড এর কাছাকাছি অবস্থিত । এই মলটা ৬ মিলিয়ন স্কয়ার ফুট ।


4. Zhengjia Shopping Plaza, China

এই মলটা ২ মিলিয়ন স্কয়ার ফুট । দৈনিক এখানে ২০,০০০ লোক আসে ।


5. SM Shopping Mall of Asia, Philippines

এটা ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শপিং মল । এই মল খোলা হয়েছে ২০০৬ সালে । এই মলটা ৪.২ মিলিয়ন স্কয়ার ফুট ।


6. SM Megamall, Philippines

এই মল খোলা হয়েছে ১৯৯১ সালে । এই মলটা ৩.৬ মিলিয়ন স্কয়ার ফুট । এই মলটিও ফিলিপাইনে অবস্হিত ।


7. Berjaya Times Square

এই মল খোলা হয়েছে ২০০৩ সালে । এই মলটা ৩.৪ মিলিয়ন স্কয়ার ফুট । এটার ভিতর ১০০০ দোকান রয়েছে ।


8. Cevahir Shopping Mall Istanbul

এটা ইউরোপের বৃহত্তম শপিং মল । এই মল খোলা হয়েছে ২০০৫ সালে । এই মলটা ৩.৮ মিলিয়ন স্কয়ার ফুট । দৈনিক এখানে উনিশ হাজার লোক আসে ।


9. SM City Shopping Mall North Edsa, Philippines

এটা ফিলিপাইনের বৃহত্তম শপিং মল । এই মল খোলা হয়েছে ১৯৮৫ সালে । এই মলটা ৩ মিলিয়ন স্কয়ার ফুট । এটার ভিতর ১০০০ দোকান ও রেস্টুরেন্ট রয়েছে ।


10. Beijing Shopping Mall, China

এটা চায়নার বৃহত্তম শপিং মলগুলোর একটি । এই মল খোলা হয়েছে ২০০৫ সালে । এই মলটা ৩.৪ মিলিয়ন স্কয়ার ফুট । এটার ভিতর একসাথে ৮০০০ গাড়ি পারকিং এর বাবস্থা রয়েছে ।


আশা করি এটা জেনে আপনারা অবশ্যই খুশি হবেন । যদি খুশি হন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন

ধন্যবাদ ।

0 comments

Post a Comment

Thanks for comment