بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم
এখনই ডট কম নিয়ে এসেছে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি আকর্ষণীয় ফিচার। এর মাধ্যমে আপনি বা আপনার বন্ধু যেখানেই থাকুন না কেন, আপনার পাঠানো উপহার পেঁৗছে যাবে ঠিক সময়মতো। এখনই ডট কম-এর প্রতিটি অফারের ভেতর পাওয়া যাবে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি অপশন। বন্ধুর জন্য কিনতে রেজিস্ট্রেশন করুন এবং এই অপশনে ক্লিক করে আপনার এবং আপনার বন্ধুর নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর এগুলো নির্দিষ্ট ঘরে লিখুন। কেনার সব প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার বন্ধুর মোবাইলে আপনার নাম দিয়ে একটা মোবাইল কুপন চলে যাবে। এছাড়া আপনি এবং আপনার বন্ধু দুজনই পাবেন ই-মেইল কনফারমেশন। বাংলাদেশের যে কোন জায়গাতেই আপনি আপনার উপহার পাঠাতে পারবেন। প্রায়ই অনেককে প্রিয়জনের জন্মদিন বা অন্য কোন উপলক্ষে উপহার কিনতে হয়। কিন্তু ব্যস্ততার কারণে সম্ভব হয় না। এক্ষেত্রে এখনই ডট কম-এর মাধ্যমে কেনা উপহার আপনাকে দিতে পারে হাজারও ঝামেলা থেকে মুক্তি। এছাড়া এখনই ডট কম-এর ‘বন্ধুর জন্য কিনুন’ সুবিধার মাধ্যমে আপনিও পারেন আপনার প্রিয়জনকে চমকে দিতে।
এখনই ডট কম নিয়ে এসেছে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি আকর্ষণীয় ফিচার। এর মাধ্যমে আপনি বা আপনার বন্ধু যেখানেই থাকুন না কেন, আপনার পাঠানো উপহার পেঁৗছে যাবে ঠিক সময়মতো। এখনই ডট কম-এর প্রতিটি অফারের ভেতর পাওয়া যাবে ‘বন্ধুর জন্য কিনুন’ নামে একটি অপশন। বন্ধুর জন্য কিনতে রেজিস্ট্রেশন করুন এবং এই অপশনে ক্লিক করে আপনার এবং আপনার বন্ধুর নাম, ঠিকানা, ই-মেইল ঠিকানা, ফোন নম্বর এগুলো নির্দিষ্ট ঘরে লিখুন। কেনার সব প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার বন্ধুর মোবাইলে আপনার নাম দিয়ে একটা মোবাইল কুপন চলে যাবে। এছাড়া আপনি এবং আপনার বন্ধু দুজনই পাবেন ই-মেইল কনফারমেশন। বাংলাদেশের যে কোন জায়গাতেই আপনি আপনার উপহার পাঠাতে পারবেন। প্রায়ই অনেককে প্রিয়জনের জন্মদিন বা অন্য কোন উপলক্ষে উপহার কিনতে হয়। কিন্তু ব্যস্ততার কারণে সম্ভব হয় না। এক্ষেত্রে এখনই ডট কম-এর মাধ্যমে কেনা উপহার আপনাকে দিতে পারে হাজারও ঝামেলা থেকে মুক্তি। এছাড়া এখনই ডট কম-এর ‘বন্ধুর জন্য কিনুন’ সুবিধার মাধ্যমে আপনিও পারেন আপনার প্রিয়জনকে চমকে দিতে।
এখনই ডট কম দেশে শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইট। শুধু রেজিস্টার্ড সদস্যরা এর মাধ্যমে সারাবছরই মানসম্পন্ন পণ্য-সেবার কুপন কিনতে পারেন বিশেষ ছাড়ে। এখনই ডট কম-এ রেজিস্ট্রেশন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
ওয়েবঃ www.akhoni.com
0 comments
Post a Comment
Thanks for comment