Tuesday, 13 March 2012

পবিত্র কোরআন সম্পর্কে কিছু তথ্য

 ِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

১.পবিত্র কোরআন অবতীর্ণ হয় সর্বমোট ২২ বছর ৫ মাস ১৪ দিনে ।
২.সূরা আলাকের পর ওহী অবতীর্ণ বন্ধ থাকা আড়াইবছর সময়কালকে বলা হয়"দাওরে ফুরকত" ।
৩.আল্লাহ শব্দটি কোরআনে আছে মোট ২৫৮৪ বার ।
৪.কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম "যাইদ ইবনে হারিস (রাযি)" ।
৫. কোরআনে বর্ণিত পাহাড়সমূহ হচ্ছে"তুরস্কের জুদী এবং ফিলিস্তিনের তূর পাহাড়" ।
৬. কোরআনে ‘আল হামদু লিল্লাহি রাব্বিল আলামীন’বাক্যটি এসেছে ৬ বার ।
৭. পবিত্র কুরআনের  সূরা ফাতাহ এর ২৯ নং আয়াতে। আরবী২৯টি অক্ষরই রয়েছে?
৮. পবিত্র কুরআনের  সূরায়ে 'কাউছার' এ ‘মীম’ অক্ষরটি নেই
৯. সূরা কুরায়শ, ফালাকও আছর এই তিনটি সূরায় ك ‘কাফ’ অক্ষরটি নেই ।
১০.পবিত্র কোরআনের সূরায়ে নামল  (২৭ নং সূরা) এ দুই বিসমিল্লাহির রাহমানির রাহিম রয়েছে ।

0 comments

Post a Comment

Thanks for comment