Thursday, 12 April 2012

ওযু করার সুন্নাত তরিকা

               بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

                        ওযুর সুন্নাত সমূহ হলঃ
 
                      ১.বিসমিল্লাহ্ বলে ওযু শুরু করা ।
                      ২.মেসওয়াক করা ।
                      ৩.তিনবার কুলি করা । 
                      ৪.তিন বার নাকে পানি দিয়ে নাক সাফ করা ।
                      ৫.ঘন দাড়ি খিলাল করা ।
                      ৬.হাত পায়ে সমগ্র আঙ্গুল খিলাল করা ।
                      ৭.সম্পূর্ন মাথা মাসেহ্ করা ।
                      ৮.উভয় কান মাসেহ করা ।
                      ৯.তারতীবের সাথে ওযু করা ।
                      ১০.প্রত্যেক অজ্ঞ ডান দিক থেকে ধোয়া শুরু করা ।
                       ১১.একস্থান শুকোবার পূর্বেই অন্য স্থান ধোয়া ।



 
    যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ !

0 comments

Post a Comment

Thanks for comment