Thursday, 12 April 2012

ওযুর ফরজ সমূহ

                  بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

ওযুর ফরয চারটি ।এগুলো যথাযথ ভাবে পালন করতে হবে ।এগুলোর কোন একটি অথবা নির্দিষ্ট কোন স্থানের চুল পরিমাণ জায়গা শুকনো থাকলে ওযু হবে না এবং সে অবস্থায় নামায আদায় করলে নামাযও হবেনা ।ওযুর ফরযগুলো নিম্নরূপঃ- 
ওযুর ফরয সুমূহ

১.কপালের উপর মাথার চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমগ্র মুখমন্ডল একবার ধোয়া ।
২. কনুইসহ দুই হাত অন্তত একবার ধোয়া ।
৩.একবার মাথার এক চতুর্থাংশ মাসেহ করা ।
৪.টাখনুসহ উভয় পা অন্তত একবার ধোয়া ।
হাত ,পা এবং মুখমন্ডল একবার ধোয়া ফরয ,আর তিনবার ধোয়া সুন্নাত ।একবার যদি ভালভাবে সমগ্র স্থানে পানি না পৌছায় তবে যতবার প্রয়োজন ততবার ধোয়াও ফরয ।





 
  যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ !
 

0 comments

Post a Comment

Thanks for comment