Thursday, 12 April 2012

জামাতে নামাজ পড়ার পাঁচটি বরকত এবং তরক করার কতিপয় শাস্তি

                 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

জামাতে নামাজ পড়ার পাঁচটি বরকত
১। রুটি রুজী বৃদ্ধি পাবে 
২। কবরের আজাব হতে মুক্তি পাবে
৩। কেরমতের দিন আমলনামা ডান হাতে পাবে
৪। পুলসিরাত বিজলীর ন্যায় পার হয়ে যাবে 
৫। বিনা হিসাবে বেহেশতে যাবে ।
বিনা কারনে নামাজের জামা তরক করলে বিশেষ গুনাহগার হতে হবে ।
যে বিনা কারণে জামাত তরক করবে সে নয়টি আজাবে পতিত হবে ।
তিনটি আজাব হবে দুনিয়ায়
১। রুজিতে বরকত হবেনা ।
২। নূরানী চেহারা থাকবেনা ।
৩। লোকের মহব্বত কম হবে ।
তিনটি আজাব হবে কবরে
১। কবরে সওয়াল(প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ) বেশি হবে ।
২। কবর অন্ধকারে ছেয়ে থাকবে ।
৩। কবরের মাটি তাকে চারদিক থেকে ভয়ানকভাবে পিষ্টন করতে থাকবে ।
তিনটি আজাব হবে কেয়ামতে
১। কিয়ামতের হিসাব কঠিন হবে
২। শরীরে বেশি ঘাম হবে
৩। পুলসিরা পার হতে অনেক কষ্ট করতে হবে ।


 
  যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ !

0 comments

Post a Comment

Thanks for comment