Thursday, 12 April 2012

দুই শহরের তিন বোকা

                       بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم

১- সিরিয়ায় হেমস নামে এক শহর ছিলো। সেখানকার লোকেরা বোকা হিসাবে প্রসিদ্ধ। একদিন এক ব্যক্তি সেখানে গিয়ে দেখে এক মুয়াজ্জিন ছুটিতে গিয়েছে আর আযান দেওয়ার জন্য মসজিদে এক ইহুদীকে রেখে গেছে ।ইহুদীটি আযান দিল বটে কিন্তু
আমি সাক্ষা দিচ্ছি যে মুহাম্মদ (সাঃ) আল্লাহর রসুল
এর স্থলে বলছে
এই মহ্ল্লার লোকেরা সাক্ষ্য দেয় যে মুহামদ (দঃ) আল্লাহর রসুল।
লোকঢি অবাক হয়ে জিজ্ঞাসা করলো- আযানের কথায় এই পরিবর্তন কেন। ইহুদী জওয়াব দিলা আমি মুহাম্মদ (সাঃ) এর রসূল হওয়ার সাক্ষ্য দিতে পারি না। তাই এই কৌশল।
 
২- এই হেমস শহরের আরেকটি ঘটনা । এক ইমাম নামাজ পড়াচ্ছিলেন । সবকিছু ঠিকমত আদায় করছিল; কিন্তু একপাশ থেকে একটি পা তুলে রেখেছিল । এক ব্যক্তি জিজাসা করলো। নামাযের মধ্যে এক পা তুলে রাখার মানে কি? ইমাম সাহেব বললেন, এই পায়ে ছিঁটা জাতীয় কিছু লেগে নাপাক হয়ে পড়েছিলো। ধোয়ার অবসর পাইনি তাই নামায থেকে পা-টা পৃথক কবে রেখেছিলাম।
৩- ঝাষি শহরের এক বুযুর্গ বয়ান করেন যে এক ব্যক্তি নামাযের ইমামতি করতে গিয়ে সাহু সিজদা করলো। সহি সিজাদার কারণ কী হইয়েছিল? ঈমাম বললো -একটি হালকা পাদ বাহির হয়ে গিয়েছিলো। তাই ছোহ সেজদা করে নিলাম। সুতরাং এই ধরণের বোকাও সমাজে রয়ে গেছে।
 
আল- এফাযাতূল য়্যাওমিয়হ; খন্ড ৬! পৃস্টা ২৯৮ ।
মওলানা আশরাফ আলী থানভী (র: )-এর "মুসলমানের হাসি"থেকে।

0 comments

Post a Comment

Thanks for comment