Monday 9 April 2012

মৃত ব্যক্তির গোসল

                                     بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم 


কাফন দাফনেল জিনিস পত্রত তাড়াতাড়ি ব্যবস্থা করে একখানা চওড়া তক্তা অথবা তক্তপোষ(গোসলের খাট)চারদিকে ৩ ,৫,৭ বার লোবান অথবা আগরবাতি দ্বারা ধূমায়িত করে তার উপর মৃত ব্যক্তিকে রাখবে ।অতঃপর তার পরিধানের সব কাপড় খুলে ফেলবে শুধু নাভি হতে হাঁটু পর্যন্ত একখানা কাপড় দ্বারা ঢেকে রাখবে ।মৃত ব্যক্তির গোসলের নিয়ম হল সর্ব প্রথম মৃত ব্যক্তিকে ইস্তেঞ্জা করাবে ,অর্থ্যাত্ পানি দ্বারা তার লজ্জাস্থান ধৌত করবে ।খবরদার ! তার সতর স্পর্শ করা যাবেনা ।মৃতকে গোসল দেওয়ার সময় হাতে কিছু কাপড়  পেঁচিয়ে নিয়ে নামাযের ওযুর মত ওযু করাবে কিন্তু কুলি করাবে না ,নাকের ভেতর পানি দিবে না বরং নাক মুখ ও কানের ভেতরের ছিদ্রে তুলা অথবা কাপড় দ্বারা বন্ধ করে দিবে যাতে ভেতরে পানি যেতে না পারে ।হাতে পাঞ্জা ধৌত করা যাবে না । ওযু শেষে তুলা বা কাপড় ভিজিয়ে দাঁতের গোড়া এবং নাকের ছিদ্র তিন বার মুছে পরিষ্কার করে দিতে পারলে এটা উত্তম । মৃত ব্যক্তি জানাবাতে অবস্থায় মারা গেলে এরূপ তুলা বা কাপড় ভিজিয়ে পরিষ্কার করে দেয়া ওয়াজিব । তার পর মাথা ঐ মাইয়্যেত পুরুষ হলে দাড়ি সাবান দ্বারা উত্তমরূপে ধৌত করবে ।অতঃপর বাম কাতে শুইয়ে মাথা হতে পা পর্যন্ত তিনবার এমনভাবে পানি ঢালবে ,যাতে বাম প্বার্শের নীচে পানি পৌছে যায় ।তারপর ডান প্বার্শে শয়ন করিয়ে এরূপ তিন বার পানি ঢালবে ।এরপর মৃতকে গোসল দানকারীর শরীরের সাথে ঠেক লাগিয়ে একটু বসিয়ে ধীরে ধীরে তার পেট মালিশ করবে ও সামান্য চাপ দিবে ।এতে যদি কোন বজ্র নির্গত হয় তবে তা ঢিলা দ্বারা পরিষ্কার করবে বা ধুয়ে দিবে । কিন্তু গোসল পুনরায় দিতে হবে না ।অতঃপর পাক কাপড় দ্বারা মৃত ব্যক্তির শরীরের পানি শুকিয়ে কাফন পরাবে ।মৃত  ব্যক্তিকে বরই গাছে পাতাযুক্ত গরম পানি দ্বারা গোসল করাবে ।তা পাওয়া না গেলে স্বাভাবিক পানি ও সাবান দ্বারা গোসল দিবে ।সমগ্র শরীর তিন বার ধৌত করা সুন্নত ।একবার ধৌত করলেও ফরয আদায় হয়ে যাবে ।

0 comments

Post a Comment

Thanks for comment