Thursday, 15 March 2012

এক সিডিতে বার বার রাইট করা (সফটওয়্যার ছাড়া)……

সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? এটি আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার টিউনটি একদম নুতুনদের জন্য । এক্সপার্টদের জন্য নয় । এক্সপার্টদের সকলের মনে হয় জানা আছে । এবার কাজের কথায় আসি । আমরা অনেক সময় আমাদের দরকারি ফাইল গুলু ব্লাঙ্ক সিডিতে রাইট করে রাখি । একটি ব্লাঙ্ক সিডিতে প্রায় ৭০০ মেগাবাইট পয‍‍‍‌‌ন্ত রাইট করা যায় । কিন্তু অনেক সময় কম মেগাবাইট এর ফাইল সিডিতে রাইট করার প্রয়োজন হয় । তখন আমরা তা সিডিতে রাইট করি । কিন্তু আমরা অনেকেই জানিনা যে এক সিডিতে একবার রাইট করে ফেললে পরে আবার একাধিক বার রাইট করা যায় । আসুন প্রক্রিয়াটি দেখি ।

My Computer ওপেন করুন ।

সাধারণত সিডি/ডিভিডি রমটা এই রকম থাকে ।

ব্লাঙ্ক সিডি টা সিডি/ডিভিডি রম এ ঢুকালে উপরের ছবির মতো আসবে । তাহলে বুজবেন যে সিডিটা রম এ পেয়েছে ।


আপনি ইচ্ছা করলে ব্লাঙ্ক সিডিটার ধারন ক্ষমতা, কতটুকু খালি আছে তা উপরের ছবির নিয়ম অনুসারে দেখতে পারবেন ।

ব্লাঙ্ক সিডিতে যা রাইট করতে চান তা কপি করুন ।

তারপর My Computer ওপেন করে সিডি/ডিভিডি রম এ পেস্ট করুন ।

পেস্ট হয়ে গেলে Write these files to CD তে ক্লিক করুন ।

তারপর CD Name: এর ঘরে নিজের ইচ্ছামত নাম লিখে Next এ ক্লিক করুন ।

তারপর রাইট হতে থাকবে । কিছুক্ষন অপেক্ষা করতে হবে ।
কিছুক্ষন পরে উপরের ছবির মতো চার্ট আসলে Finish এ ক্লিক করতে হবে । Finish এ ক্লিক করার পরে সিডি/ডিভিডি রম থেকে সিডিটা নিজে নিজেই বের হয়ে যাবে ।

বাস কাজ শেষ । এই এক নিয়মেই আপনি এক সিডি তে বার বার রাইট করতে পারবেন । এক নিয়মেই আপনি Computer এ সফটওয়্যার ছাড়া সিডি রাইট করতে পারবেন ।

সবাইকে অসংখ ধন্যাবাদ ।।।। ভালো থাকবেন ।।।।

জেনে নেন Domain Name কি, এবং Domain Name কেমন হওয়া উচিত।

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

*আপনার ওয়েবসাইটকে Ranking এ ভাল অবস্থানে আনার জন্য Domain Name খুবই গুরুত্ব। একটি Domain Name এর মাধ্যমে একটি Company এর পক্ষে ব্রান্ডি হওয়া সম্ভব । Domain Name ছোট হওয়াটা ভাল যেন মানুষ সহজে মনে রাখতে পারে। যদি সম্ভব হয় সাইটের সার্ভিস অথবা বিজনেসের সাথে মিল রেখে Domain Name সিলেক্ট ক্রলে ভাল হয়। আপনি আপনার ডোমেইন নেইম এ Keyword রাখতে পারেন। যেমন আপনি একটি ওয়েবসাইট বানাবেন যেখানে নকিয়ার সকল প্রকার সফটওয়্যার পাওয়া যাবে। তাহলে আপনি ওয়েবসাইটের নাম দিলেন http://www.tipsour24.blogspot.com/ অর্থাৎ আপনি আপনার সাইটের নাম দিলেন tipsour24 যেখানে ইউজাররা Nokia এর সকল মোবাইলের সফটওয়্যার পাবে। এখানে tipsour24 হচ্ছে Domain Name ।
কিন্তু একটু চিন্তা করে আপনি যদি আপনার ওয়েবসাইটের নাম www.nokiasoftware.com তাহলে এটি আরও ইফেক্টিভ ।

তাহলে এখানে Domain Name হল Nokia software যেখানে ইউজাররা সার্চ দেওয়ার সম্ভাবনা বেশি হল Nokia Software দিয়ে। এখানে সাইটের দুটি Keyword নকিয়া এবং সফটওয়্যার হতে পারে সুতারাং এভাবে অনেক ভাল অপটিমাইজেশন ক্রা সম্ভব । Domain Name এমন হওয়া উচিত মানুষ যাতে খুব সহজে মনে রাখতে পারে। Domain Name এ Primary Name এ Primary Keyword রাখা যেতে পারে। Keyword Name মানুষের মনে রাখতে সুবিধার্থে বড় রাখা যেতে পারে। আপনি যে Domain Name সিলেক্ট করবেন সেখানে আপনার সাইটের একটি বা দুটি Keyword থাকতে পারে। আপনি যখন একটি Domain Name ভাবছেন বা চিন্তা ক্রছেন তার আগে দেখে নিতে হবে এই নামটি খালি আছে কিনা। এজন্য বিভন্ন ধ্রনের ওয়েবসাইট আছে যেখানে আমরা চেক করে দখতে পারি ঐ নামের Domain আছে কি না।
অহ আর একটি কথা বলতে ভুলে গেছিলাম Domain Name হচ্ছে একটি Website এর নাম। ওয়েবসাইটের নামকেই Domain Name বলা হয়।
আপনাদের সুবিধার্থে , Domain নেওয়ার আগে Domain আছে কি না তা চেক করার জন্য কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা নিচে দিয়ে দিলাম। www.checkdomain.com www.instantdomainsearch.com www.whois.net

নামায সম্পর্কে কিছু মাসআলা



                                 বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রশ্নঃ নামায আদায়ের সর্বোত্তম সময় কোনটি?
উত্তরঃ প্রথম ওয়াক্ত। (সময় হওয়ার সাথে সাথে আদায় করা উত্তম।)
প্রশ্নঃ কোন্‌ নামায আদায় করলে মানুষ আল্লাহর যিম্মাদারীর মধ্যে এসে যায়?
উত্তরঃ ফজরের নামায।
প্রশ্নঃ কোন নামাযজামাতের সাথে আদায় করলে অর্ধেক রাত্রি নফল নামায পড়ার ছোয়াব পাওয়া যায়?
উত্তরঃ এশা নামায। ০০০
প্রশ্নঃ কোন নামাযজামাতের সাথে আদায় করলে পূর্ণ রাত্রি নফল নামায পড়ার ছোয়াব পাওয়া যায়?
উত্তরঃ ফজর নামায।
প্রশ্নঃ কোন দুরাকাত নামাযে একটি মাকবূল হজ্জ ও একটি মাকবূল উমরার ছোয়াব পাওয়াযায়?
উত্তরঃ ফজরের নামায পড়ে স্বীয় মুসল্লায় বসে থেকে সূর্য উঠার পর দুরাকাত নামায পড়লে।
প্রশ্নঃ কোন নামাযছুটে গেলে মানুষ পরিবার-পরিজন ও ধন সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়?
উত্তরঃ আসরের নামায।
প্রশ্নঃ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “মানুষ যদি জানতো এই দুনামাযে কি পুরস্কার রয়েছে, তবে হামাগুড়ি দিয়ে হলেও তাতে উপস্থিত হত।” নামায দুটি কি কি?
উত্তরঃ এশা ও ফজর নামায।
প্রশ্নঃ কোন দুটি নামায মুনাফেক্বদের উপর সবচেয়ে ভারী ও কষ্টকর?
উত্তরঃ এশা ও ফজর নামায।
প্রশ্নঃ ফরয নামাযের পর সর্বোত্তম নামায কোনটি?
উত্তরঃ রাতের নফল (তাহাজ্জুদ) নামায।

Wednesday, 14 March 2012

Write a program that print your name (C)

It is a simple code in Programming C.

#include<stdio.h>
int main()
{
printf("Enter your name here");
getchar();
return 0;
}

output: Enter your name here

আপনার ফায়ারফক্সের হোমপেজের সংখা নিজের ইচ্ছে মত বাড়ান

আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ফায়ারফক্সে হোমপেজ কয়টা? আপনি কি উত্তর দিবেন? নিশ্চয়ই বলবেন একটা। কিন্তু আমি যদি আমার ফায়ারফক্সে হোমপেজ 3টা। তাহলে আপনি কি আমাকে পাগল বলবেন? বিস্তারিত না বললে হয়তো তাই বলতে পারেন। অতএব পাগল বলার আগে‌ই আমি আপনাকে বিস্তারিত বলে দেই।
প্রথমে Tools>Options>Main এভাবে যান।
এরপর When Firefox starts থেকে Show my home page সিলেক্ট করুন।

এরপর home page এর ঘরে আপনার ওয়েব এড্রেসগুলো লিখুন। তবে প্রত্যেকটা ওয়েব এড্রেস পাইপ (|) চিহ্নের মাধ্যমে আলাদা করুন।

উদাহরণসরূপ: http://www.google.com|http://www.yahoo.com|http://www.tipsour24.blogspot.com
এরপর ok তে ক্লীক করুন।

তারপর আপনার ফায়ারফক্সটি রিস্টার্ট করুন এবং মজা দেখুন

রাত্রের নামাজ ও উহার প্রতি আগ্রহ সৃষ্টি

                                       
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم       
 শুরু করছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু।
 
হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত রাসুল (সাঃ)বলিয়াছেন। ফরজ নামাজের পর সব চাইতে উত্তম নামাজ হইল রাত এর নামাজ। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। (মুসলিম)
রাসুল (সাঃ)তাহাজ্জুদ কে কতনা গুরুত্ব দিয়েছেন। তাহা ছুটিয়া গেলে কাজাও পড়েছেন। তাই আল্লাহ পাক আমাদের সকল কে হাদিস অনুযায়ী আমল করার তাওফিক দিন। আমীন।

যেমন কর্ম তেমন ফল (আল কুরআনের আলোকে)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم       
 শুরু করছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু।

   
أُوْلَائِكَ لَهُمْ نَصِيب ٌ مِمَّا كَسَبُوا وَاللَّهُ سَرِيعُ الْحِسَابِ -
অর্থাৎ- এদেরই জন্য অংশ রয়েছে নিজেদের উপার্জিত স¤পদের। (মানে হলো- যা সে উপার্জন করেছে বা কর্ম করেছে তার ফল পাবে।) আর আল্লাহ্ দ্রুত হিসাব গ্রহণকারী। (সুরা আল বাকারা- ২ ঃ ২০২)
   

وَلِكُلّ ٍ دَرَجَات ٌ مِمَّا عَمِلُوا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُونَ -
অর্থাৎ- প্রত্যেকের জন্যে তাদের কর্মের আনুপাতিক মর্যাদা আছে এবং আপনার প্রতিপালক তাদের কর্ম স¤পর্কে বেখবর নন। (সুরা আল আনআম- ৬ ঃ ১৩২)
   

مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَه ُُ عَشْرُ أَمْثَالِهَا وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَلاَ يُجْزَى إِلاَّ مِثْلَهَا وَهُمْ لاَ يُظْلَمُونَ -
অর্থাৎ- যে একটি সৎকর্ম করবে, সে তার দশগুণ পাবে এবং যে, একটি মন্দ কাজ করবে, সে তার সমান শাস্তিই পাবে। বস্তূত: তাদের প্রতি জুলুম করা হবে না। (সুরা আল আনআম- ৬ ঃ ১৬০)
   
وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللَّهُ لاَ يُحِبُّ الظَّالِمِينَ -
অর্থাৎ- পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে। তাদের প্রাপ্য পরিপুর্ণভাবে দেয়া হবে। আর আল্লাহ্ অত্যাচারীদেরকে ভালবাসেন না। (সুরা আল ইমরান- ৩ ঃ ১৩২)
   
وَاتَّقُوا يَوْما ً تُرْجَعُونَ فِيهِূِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْس ٍ مَا كَسَبَتْ وَهُمْ لاَ يُظْلَمُونَ -
অর্থাৎ- ঐ দিনকে ভয় কর, যে দিন তোমরা আল্ল¬াহ্র কাছে প্রত্যাবর্তিত হবে। অত:পর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। (সুরা আল বাকারা- ২ ঃ ২৮১)
   
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْس ٍ مَا عَمِلَتْ مِنْ خَيْر ٍ مُحْضَرا ً وَمَا عَمِلَتْ مِنْ سُوء ٍ تَوَدُّ لَوْ-
অর্থাৎ- সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে; চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও। (সুরা আল ইমরান- ৩ ঃ ৩০)
   
ذَلِكَ بِمَا قَدَّمَتْ أَيْدِيكُمْ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلاَّم ٍ لِلْعَبِيدِ -
অর্থাৎ- এ হল তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজের হাতে পাঠিয়েছ (নিজে যে কাজ করেছো তার ফল)। বস্তূত: আল্লাহ্ বান্দাদের প্রতি অত্যাচার করেন না। (সুরা আল ইমরান- ৩ ঃ ১৮২)
   
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لاَ أُضِيعُ عَمَلَ عَامِل ٍ مِنْكُمْ مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى بَعْضُكُمْ مِنْ بَعْض -
অর্থাৎ- অত:পর তাদের পালনকর্তা তাদের দোয়া (এই বলে) কবুল করে নিলেন যে, আমি তোমাদের কোন পরিশ্রমকারীর পরিশ্রমই বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক। তোমরা পর¯পর এক। (সুরা আল ইমরান- ৩ ঃ ১৯৫)
   
إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مِثْقَالَ ذَرَّة ٍ وَإِنْ تَكُ حَسَنَة ً يُضَاعِفْهَا وَيُؤْتِ مِنْ لَدُنْهُ أَجْراً عَظِيما ً -
অর্থাৎ- নিশ্চয়ই আল্লাহ্ কারো প্রাপ্য হক বিন্দু-বিসর্গও রাখেন না; আর যদি তা সৎকর্ম হয়, তবে তাকে দ্বিগুণ করে দেন এবং নিজের পক্ষ থেকে বিপুল সওয়াব দান করেন। (সুরা আন নিসা- ৪ ঃ ৪০)
   

وَمَنْ يَكْسِبْ إِثْما ً فَإِنَّمَا يَكْسِبُه ُُ عَلَى نَفْسِه ِِ وَكَانَ اللَّهُ عَلِيماً حَكِيما ً -
অর্থাৎ- যে কেউ পাপ করে, সে নিজের পক্ষেই করে। আল্লাহ্ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
(And whoever earns sin, he earns it only against himself. And Allâh is Ever AllKnowing, AllWise.) (myiv Avb wbmv- 4 t 111)
   

لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلاَ أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءا ً يُجْزَ بِه ِِ وَلاَ يَجِدْ لَه ُُ مِنْ دُونِ اللَّهِ وَلِيّا ً وَلاَ نَصِيرا ً -
অর্থাৎ- তোমাদের আশার উপরও ভিত্তি নয় এবং আহলে-কিতাবদের আশার উপরও না। যে কেউ মন্দ কাজ করবে, সে তার শাস্তি পাবে এবং সে আল্লাহ ছাড়া নিজের কোন সমর্থক বা সাহায্যকারী পাবে না। (সুরা আন নিসা- ৪ ঃ ১২৩)
   

فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُمْ مِنْ فَضْلِه ِِ وَأَمَّا الَّذِينَ اسْتَنكَفُوا وَاسْتَكْبَرُوا فَيُعَذِّبُهُمْ عَذَاباً أَلِيما ً وَلاَ يَجِدُونَ لَهُمْ مِنْ دُونِ اللَّهِ وَلِيّا ً وَلاَ نَصِيرا ً -
অর্থাৎ- অত:পর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তিনি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করবেন, বরং ¯¦ীয় অনুগ্রহে আরো বেশী দেবেন। পক্ষান্তরে যারা লজ্জাবোধ করেছে এবং অহঙ্কার করেছে তিনি তাদেরকে দেবেন বেদনাদায়ক আযাব। আল্লাহ্কে ছাড়া তারা কোন সাহায্যকারী ও সমর্থক পাবে না। (সুরা আন নিসা- ৪ ঃ ১৭৩)