Showing posts with label কোরবানী. Show all posts
Showing posts with label কোরবানী. Show all posts

Tuesday, 20 March 2012

কোরবানির ইতিহাস

কোরবানি শব্দের অর্থ উৎসর্গ। যারা আল্লাহপাকের একত্ববাদে বিশ্বাসী, যারা তাকে পালনকর্তা, লালনকর্তা, সৃষ্টিকর্তা হিসেবে অন্তরের অন্তঃস্থলে পরম যত্নের সঙ্গে স্থান দিয়েছেন, তারাই তার ইবাদতকে পরম সৌভাগ্যের বিষয় হিসেবে বরণ করে নিয়েছে। সেই আল্লাহর নামে নিজ অধিকারের কোনো বস্তুকে উৎসর্গ করা। মনে রাখতে হবে, এ উৎসর্গের মূল্যায়ন আর্থিকভিত্তিতে নির্ধারিত হয় না। হয় একমাত্র আল্লাহভীরুতার ওপর। কোরবানি একমাত্র আল্লাহপাকের সন্তুষ্টির জন্যই হতে হবে। কোরবানি শব্দটি 'কুরব' থেকে এসেছে, যার অর্থ নৈকট্য, সানি্নধ্য ও নিকটবর্তী হওয়া। কোরবানির মাধ্যমে কোনো কিছু...

কোরবানী ঈদ বা ঈদুল আযহার কতিপয় সুন্নত ।

                  بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم       আসুন সবাই জেনে নেই পবিত্র ঈদুল ফিতরের কয়েকটি সুন্নত আর সেগুলো পালন করে হাসিল করি অশেষ নেকি ।১|ঈদুল আযহার দিন খুব ভোরে জাগ্রত হওয়া ।ফজরের পর থেকে গোসলের প্রষ্তুতি নেওয়া ।গোসল শেষে যার যার সাধ্য অনুযায়ী নতুন কাপর /অপেক্ষাকৃত নতুন কাপড় কিংবা পাকসাফ কাপড় পরিধান করা ।২|গায়ে আতর জাতীয় খুশবু মাখা ।৩|ঈদুল ফিতরে সাধারনত আমরা ঈদের নামাজে যাওয়ার পূর্বে কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নেই...

কোরবানির ফজিলত

                 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم (ক) কুরবানীর পশুর শরীরে যত পশম থাকে, প্রত্যেকটা পশমের পরিবর্তে এক একটি নেকী পাওয়া যায়।(খ) কুরবানীর দিনে কুরবানীই হলো সবচেয়ে বড় এবাদাত।(গ)আয়শা থেকে বর্ণিত, তিনি বলেন, কুরবানীর দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোন আমল আল্লাহর কাছে নাই। ঐ ব্যক্তি কিয়ামতের দিন জবেহকৃত পশুর লোম, শিং, ক্ষুর,পশম সমূহ ইত্যাদি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে। কুরবানীর রক্ত জমিনে পতিত হবার পুর্বেই তা আল্লাহর নিকট বিশেষ...