Showing posts with label মোবাইল টুইট. Show all posts
Showing posts with label মোবাইল টুইট. Show all posts

Wednesday 25 April 2012

চমৎকার কিছু মোবাইল গেমস না দেখলে পরে খুব মিস করবেন |

আসসালামু আলাইকুম,কেমন আছেন গেম পাগলেরা সবাইকে tipsour24 এ স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া- প্রতিবেশি ও আশেপাশের সবাইকে নিয়ে খুবই ভাল আছেন। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। প্রতিটি দিনই আপনাদের সবার ভাল ভাবে কাটুক এটাই কামনা করি।। |আমি কিন্তু ভালো আছি। tipsour24 এ প্রতিদিন এত সুন্দর সুন্দর পোষ্ট হচ্ছে এতে কী ভালো না থেকে পারা যায়?এখন থেকে আমি মোবাইল ডাউনলোড নিয়ে বলব|হাতে সময় থাকার কারণে আজ গেমস জোনের নতুন পর্ব দিতে পারেছি আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্নধরমি গেম।এবার কয়েকটি screenshot দেখুনঃফ্রীতে ডাউনলোড করে নিতে পারেন|

LOTR_Paths_Of_The
Click here download LOTR_Paths_Of_The games
 james_bond_007
Click here download james_bond_007 games
 Major_Pain
Click here download Major_Pain
 Mission_Impossible_III
 Click here download Mission_Impossible_III games
 Russianmafia
 Click here download Russianmafia games

এই সকল গেমস ডাউনলোড করার জন্য প্রতিটি ছবির নিচে লিংক দেওয়া হল |আশা করি আপনাদের পছন্দ হবে। ভাল লাগলে comment করবেন।পরার জন্য ধন্যবাদ|

Tuesday 10 April 2012

আসছে স্যামসাংয়ের নমনীয় ডিসপ্লে


বিসমিল্লাহির রাহমানির রাহীম



টেক জায়ান্ট স্যামসাং তাদের স্মার্টফোন এবং ট্যাবলেট পিসি দিয়ে বাজার ধরে রেখেছে অনেকদিন থেকেই। এর বাইরে তাদের স্মার্ট টিভির ব্যবসাও চলছে ভালোমতই। তবে এছাড়াও তাদের অন্যান্য প্রযুক্তির উদ্ভাবন থেমে নেই। বরং নতুন নতুন উদ্ভাবন দিয়ে তারা বাজার মাত করার কাজটি চালিয়ে যাচ্ছে ভালোভাবেই। গত বছরে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ তারা প্রদর্শন করেছিলো এক ধরনের নমনীয় ডিসপ্লে। তারপর দীর্ঘদিন এ নিয়ে তেমন একটা আলোচনা হয়নি প্রযুক্তি বিশ্বে। স্যামসাং নিজেও তেমন কিছুই জানায়নি এটা নিয়ে। তবে তাদের কাজ যে থেমে ছিলো না একে নিয়ে, তারই প্রমাণ তারা দিলো সম্প্রতি। তারা তাদের এই নমনীয় ডিসপ্লে’কে বাজারে নিয়ে আসার প্রস্তুতি অনেকটাই সেরে ফেলেছে বলেই জানিয়েছে। আর বাজারে নিয়ে আসার জন্য তারা নতুন এই ডিসপ্লে’র একটি নামও ঠিক করে ফেলেছে। এর ব্র্যান্ড নাম তারা ঠিক করেছে ‘ইয়োউম’। গত বছরে সিইএস’র সময় স্যামসাংয়ের মুখপাত্র রবার্ট উয়ি জানিয়েছিলেন যে এই বছরের কোনো এক সময় তারা বাজারে এই নমনীয় ডিসপ্লে’র একটি ডিভাইস নিয়ে আসবেন। আর এই ডিভাইস সম্ভবত কোনো স্মার্টফোন হবে বলেই ধারণা দিয়েছিলেন তিনি। তার এই ঘোষণাকেই বাস্তবে রূপ দিতে নতুন ধরনের এই ডিসপ্লে’র ব্র্যান্ড নামটির নিবন্ধন করিয়েছে তারা। নমনীয় অ্যামোলেড (Flexible AMOLED) ডিসপ্লে প্রযুক্তি হিসেবেই নিবন্ধন করা হয়েছে এই ইয়োউম। স্যামসাং জানিয়েছে, তাদের এই ইয়োউম ডিসপ্লে হবে আরও বেশি পাতলা, হালকা এবং কোনোভাবেই একে ভাঙা যাবেনা। সাধারণ এলসিডি ডিসপ্লেতে থাকে ছয়টি স্তর। এর চেয়ে উন্নত ওএলইডি প্রযুক্তিতে এই স্তর সংখ্যা কমে দাঁড়িয়েছে চারে। নতুন এই নমনীয় ইয়োউমেও থাকছে চারটি স্তর। তবে ওএলইডি ডিসপ্লেতে যেখানে কাঁচের টিএফটি এবং এনক্যাপ স্তর ব্যবহার করা হয়েছে, সেখানে ইয়োউমে এই দুই স্তরেই ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের ফিল্ম। ফলে এই ডিসপ্লে একদিকে হয়ে উঠেছে নমনীয়, অন্যদিকে এর পুরুত্বও কমে গেছে অনেকখানি। স্যামসাং আশা করছে নানান ধরনের ডিজিটাল ডিভাইসে তারা ব্যবহার করতে পারবে ইয়োউম। স্মার্টফোন বা ট্যাবলেটের পাশাপাশি ই-রিডার, ক্যামেরা এবং এমনকি কোনো ভিডিও চ্যাটিং সিস্টেমের ডিসপ্লেতেও এটি ব্যবহার করা যাবে বলে আশা করছে তারা। স্যামসাং এই ডিসপ্লে তৈরি করলেও সম্ভবত এটি প্রথম বাজারে নিয়ে আসতে যাচ্ছে এলজি। অন্যান্য প্রযুক্তি পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও স্যামসাং তৈরি করছে এটি। আর তারা গত সপ্তাহেই জানিয়েছে, প্রচুর পরিমাণেই এই ডিসপ্লে তৈরি করেছে তারা।


সংগ্রহ:ইত্তেফাক 

Sunday 1 April 2012

ডাউনলোড করুন অ্যাংরি বার্ডস এর নতুন games- অ্যাংরি বার্ডস স্পেস (Android এর জন্য)

সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমস ও অ্যাংরি বার্ডস এর নির্মাতা Rovio Mobile Ltd এবার বের করেছে অ্যাংরি বার্ডস স্পেস! এই গেমের কাহিনি একটু অন্য রকম। এখানে স্পেস শুকরগুলো ডিম ছুরি করে স্পেস অর্থাৎ একটি নতুন ছায়াপথ এ নিয়ে যায়! আর অ্যাংরি বার্ডস রা শুকরগুলর পিছু করতে করতে সেখানে পৌছে যায়। তার পর অ্যাংরি বার্ডস এর পাওয়ার ও ক্ষমতার বলে ডিম গুল কেড়ে নেয়! যে কাজটা আপনাকে করতে হবে!!!

আর দেরি না করে, আপনার এন্ড্রয়েড এর জন্য এখন এ নামিয়ে নিন গেমটি!!!

ডাউনলোড করুন অ্যাংরি বার্ডস স্পেস

স্ক্রীন শটস

Lycanbd is the Best Source of

Monday 12 March 2012

CDMA ও GSM নিয়ে কিছু কথা!

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
কম্পিউটার সায়েন্সে পড়ার সময়ে এখন পর্যন্ত আমার সবচেয়ে বেশি বাজে স্মৃতি আছে সামি স্যারের সাথে। সেগুলু কি সেটা না হয় নাই বললাম। যেটা না বললেই নয় সেটা হলো স্যার কিছু জিনিস সম্পর্কে ভালো আইডিয়া দিয়েছেন, যা একটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম।
CDMA সম্পর্কে কিছু কথাঃ

CDMA নামটা শুনলে কেমন জানি সিটিসেল সিটিসেল লাগে। আসলে বাংলাদেশে একমাত্র সিটিসেলই CDMA সিস্টেম ব্যবহার করে, এ সম্পর্কে বলে বেশি, আমরা শুনি বেশি আর তাই সিটিসেল সিটিসেল লাগে। কারো কাছে না লাগলে এর জন্য আমার কিছু করার নাই। :D
CDMA হচ্ছে Code Division Multitititiiple AcdceAAccess। 

CDMA-র একই প্রকিতির সবগুলু সিগনাল সমস্ত Bandwith-এ পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের ‘কল’এ কোড এসাইন করা থাকে। বস্তুত CDMA একটা চ্যানেল ব্যবহার করে একই সময়ে অনেকগুলু কনভারসেশন ক্যারি করে অনেকগুলু কোড ইউজ করে। বিষয়টা অনেকটা আমাদের একাধিক লেন বিশিষ্ট রাস্তার মত। বিভিন্ন লেনে বিভিন্ন কোড। তবে এই প্রযুক্তিতে যখন ‘কল’ থাকে না তখন কোডগুলু খলি অবস্থায় পড়ে থাকে। অন্যথায় সঠিক লেনে যেমন গাড়ি ভালো ভাবে ভালো গতিতে চলে ‘কল’র জন্যেও একই ব্যপার। তবে এ ক্ষেত্রে Bandwith-র অপচয় হয় কছুটা। যেহেতু CDMA অনেকগুলু কনভারসেশন একসাথে বর্ণালীর(Spectrum) মত কাজ করে তাই এটাকে Spred Spectrum Technology বলা হয়।
Spred Spectrum Technology দুই ধরনের মডিউলেশন পদ্ধতি ব্যবহার করেঃ
-Frequency Hopping Modulation. (Transmission should be perfectlyperfectly synchronizedynchronized )

-Data SSSsSEHG Sequencing Modulation. (Transmitted bybyon separate frequencies)
(এই বিষয়গুলুর ভালো বাংলা না হওয়ায়, ইংরেজি দিলাম।)
CDMA-র সুবিধা কি?
- CDMA শব্দ পাঠানোর ভালো মান নিশ্চিত করেছে। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে অপ্রত্যাশিত শব্দ থেকে না। তাই এটি বেশ জনপ্রিও।
- CDMA একই সময়ে মানসম্মত বিভিন্ন রকমের ডাটা ও ভয়েস কমুনিকেশনের সঠিক ব্যবহার নিশ্চত করেছে।
- CDMA-র গঠনগত কারনে এটি অনেকবেশি নিরাপদ।
এছাড়া আরো অনেক সুবিধা নিয়ে সিটিসেলই বাংলাদেশে প্রথম এই প্রযুক্তি নিয়ে আসে।

GSM নিয়ে দুটি কথাঃ
GSM(Global System for MMMobile) মুলত TDMA(TimTTime Division Multiple Access)-র উপর বেইজ করে তৈরী। আবার FDMA(Frequency Frequency Division Multiple Access)-র উপর বেইজ করে তৈরী এটাও বলা যায়। কেননা আমরা সবাই জানি “Time is proportional totto frequency”o. GSM সাধারনত ৮৫০মেগা হার্জ, ৯০০মেগা হার্জ , ১৮০০ মেগা হার্জ,১৯০০ মেগা হার্জ রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার করে।

এটাকে বলা যায় লেন ছাড়া রাস্তার মত। উদাহরন হিসেবে আমরা বলতে পারি GrameenPhone, Airtel-র কথা, যারা কিনা GSM টেনোলোজী ব্যবহার করে সাধ্রন মানুষ্কে সেবা দিয়ে আসছে।
তবে GSM-র সিগনাল, ভয়েস ক্লিয়ারিটি ও গুনোগত মান CDMA থেকে অপেক্ষাক্রত দুর্বল।
তবে আমরা যারা মোবাইল বা নেট ইউজ করি তারা GSM কিংবা CDMA নিয়ে মাথা ঘমাইনা। আমরা নেট স্পীড আর কল রেট নিয়ে একটু সন্তুষ্ট থাকতে চাই। :)
সবাই ভালো থাকবেন………
কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে পড়বেন এবং পরামর্শ দিন;