Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts
Showing posts with label টিপস এন্ড ট্রিকস. Show all posts

Thursday, 19 April 2012

কম্পিউটার সুস্থ রাখার টিপস

বর্তমান যুগের সাথে কম্পিউটার নামটি ওতপ্রোতভাবে জড়িত। এ কম্পিউটারের সঠিক যত্ন নেয়া প্রতিটি পিসি ইউজারের জন্য খুবই জরুরী। পিসিকে গতিশীল ও সুস্থ রাখার কিছু টিপস দিলাম : ১) কম্পিউটারের হার্ডডিস্ক জ্যাম করে রাখবেন না। অপ্রয়োজনীয় ফাইল ও ডাটা হার্ডডিস্ক থেকে মুছে ফেলুন। খুব বড় কোন মুভি থাকলে তা সিডি/ডিভিডিতে রাইট করে রাখুন এবং হার্ডডিস্ক থেকে ডিলিট করে দিন। ২) কম্পিউটারের যেন ভাইরাস আক্রান্ত না করে তাই ভালো মানের অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন এবং নিয়মিত আপডেট করুন। ৩) ইন্টারনেট ব্যবহার করলে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ছাড়াও...

Online বিশ্বের যে কোন খানে FREE Video calling করুন

আজকে আমি দেখাব কি ভাবে skype এর দ্বারা free কথা বলা যায় । যাদের skype account আছে বা যারা এর use জানে তাদের জন্য এই post টি নয় । আমরা সবাই skype সম্পর্কে কম বেশি জানি । এর দ্বারা  বিশ্বের যে কোন খানে এর ব্যবহার কারিদের সাথে Free কথা বলা / video calling ও message দেওয়া যায় । ২০০৩ সালে এর যাত্রা শুরু আর এখন এর ব্যবহার কারিদের সংখ্যা ৬৬৩ মিলিয়ন (2011 ) ।১।এর দ্বারা ফ্রী কথা বলার জন্য প্রথমে আমাদের skype software টি এখান থেকে download করি ( 23mb). ২।এবার software টি setup দিয়ে নি । ৩।skype on করে create new account এ ক্লিক...

PC DOCTOR :: কি বোর্ড এর F1 থেকে F12 এর কিছু সাধারণ কাজ

কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে দেখা যাবে যে F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এবং গুরুত্তপূর্ণ ব্যবহার। বিশেষ করে মাউস এর বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায় । চলুন দেখে নিই কি গুলোর প্রয়োগঃ F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় ।F3: কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।F4 : চেপে মাইক্রোসফট...

আসুন ব্যবহার করি Windows 7 এর কিছু লুকানো থিম

আশা করি সবাই ভাল আছেন । আজ খুব সহজ একটা বিষয় নিয়ে কথা বলব । মনে হয় অনেকে জানেন এ বিষয় টা । তাহলে চলুন - Windows 7 এর কিছু লুকানো থিম আছে যা আজ আমরা ব্যবহার করা শিখব - Windows 7  এর Personalize menu তে আমরা এর নিজস্ব কিছু থিম দেখি যেগুলি Setting দেয়ার সময় Default হিসেবে set হয়ে থাকে। আমরা এই থিম গুলিই সাধারনত ব্যাবহার করে থাকি।এই গুলি ছাড়াও Windows 7  এ রয়েছে আরও কিছু লুকানো থিম । আসুন দখি সেগুলি কিভাবে ব্যাবহার করা যায়। প্রথমে আপনি windows এর Search Option  এ যেয়ে C:\Windows\Globalization\MCT  টাইপ করে সার্চ...

IDM দিয়ে ডাউনলোডরত অবস্থায় Play করুন মিউজিক/ভিডিও ফাইলটি।

সবাইকে নমস্কার ও সালাম জানিয়ে আজ নতুন একটি টিপস শেয়ার করতে চললাম। আশা করি আপনাদের ভাল লাগবে টিপসটি। আমরা ম্যাক্সিমাম IDM (Internet Download Manager) দিয়ে ফাইল ডাউনলোড করে থাকি।।  অনলাইনে বেস্ট ডাউনলোডার IDM. কিন্তু মাঝে মধ্যে আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি নিয়ে একটু মনের ভিতরে সন্দেহ থেকেই যায়। যেমনঃ ফাইলটির  মিউজিক/ ভিডিও কোয়ালিটি কেমন?? ফাইলটি ঠিক মত ডাউনলোড হচ্ছে তো?? না, ফাইলটি ফেইক ফাইল।। যারা অনলাইন থেকে IDM দিয়ে মুভি ডাউনলোড করেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে বেশ ভালই পরিচিত।।  অনলাইনে মুভি/ ভিডিও / গান...

Saturday, 31 March 2012

আপনে যা লেখবেন কথা বলে শোনাবে কোন সফটওয়্যার ছাড়াই।

                         ►বিসমিল্লাহির রাহমানির রাহীম◄ কামন আছেন সবাই । আশা করি ভাল । আজ আমি আপনাদের কাছে একটা মজার জিনিশ নিয়ে হাজির হলাম যা একবার আপনে লিখবেন আপনাকে কথা বলে শোনাবে। আমার কাছে মনে হল জাদু। তাই আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আপনাদের ও ভাল লাগবে। ধাপ ১:নোটপ্যাড খুলেন Start>All Programs> Accessories থেকে। ধাপ ২:নিচের কোডটি কপি করে নোটপ্যাড পেস্ট করেন। Dim msg, sapi msg=InputBox("Enter your...

Sunday, 18 March 2012

Forgot Password???.আর লাগবেনা ইমেইল করে পাসওয়ার্ড উদ্ধার!!!

[BISMILLAH HIR RAHMANIR RAHIM] আপনাদের হয়তো অনেকেরই আমার মত পাসওয়ার্ড ভুলে যাওয়ার রোগ আছে, আর তাছাড়া প্রতিদিনই আমরা নানান ফ্রি কিছু পাওয়ার লোভে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্টার করি…… কি ঠিক বলছিনা????    কিন্তু দেখা যায় অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই ফলে ঐ ওয়েবসাইটের Forgot Password অপশনটি ব্যাবহার করি যা ঐ সময় দুনিয়ার সবচেয়ে আলসেমির কাজ মনে হয় :@ কিন্তু আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন তাহলে সহজে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, তবে মনে রাখবেন এই জন্য কোন ওয়েবসাইটে রেজিস্ট্রির সময় ফায়ারফক্সের বা ঐ ওয়েবসাইটের...

Thursday, 15 March 2012

এক সিডিতে বার বার রাইট করা (সফটওয়্যার ছাড়া)……

সবাই আমার সালাম/নমষ্কার গ্রহণ করবেন । আশা করি সবাই ভালো আছেন ???? এটি আমার প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমার টিউনটি একদম নুতুনদের জন্য । এক্সপার্টদের জন্য নয় । এক্সপার্টদের সকলের মনে হয় জানা আছে । এবার কাজের কথায় আসি । আমরা অনেক সময় আমাদের দরকারি ফাইল গুলু ব্লাঙ্ক সিডিতে রাইট করে রাখি । একটি ব্লাঙ্ক সিডিতে প্রায় ৭০০ মেগাবাইট পয‍‍‍‌‌ন্ত রাইট করা যায় । কিন্তু অনেক সময় কম মেগাবাইট এর ফাইল সিডিতে রাইট করার প্রয়োজন হয় । তখন আমরা তা সিডিতে রাইট করি । কিন্তু আমরা অনেকেই জানিনা যে এক সিডিতে একবার রাইট করে ফেললে পরে আবার...

Wednesday, 14 March 2012

আপনার ফায়ারফক্সের হোমপেজের সংখা নিজের ইচ্ছে মত বাড়ান

আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ফায়ারফক্সে হোমপেজ কয়টা? আপনি কি উত্তর দিবেন? নিশ্চয়ই বলবেন একটা। কিন্তু আমি যদি আমার ফায়ারফক্সে হোমপেজ 3টা। তাহলে আপনি কি আমাকে পাগল বলবেন? বিস্তারিত না বললে হয়তো তাই বলতে পারেন। অতএব পাগল বলার আগে‌ই আমি আপনাকে বিস্তারিত বলে দেই। প্রথমে Tools>Options>Main এভাবে যান। এরপর When Firefox starts থেকে Show my home page সিলেক্ট করুন। এরপর home page এর ঘরে আপনার ওয়েব এড্রেসগুলো লিখুন। তবে প্রত্যেকটা ওয়েব এড্রেস পাইপ (|) চিহ্নের মাধ্যমে আলাদা করুন। উদাহরণসরূপ: http://www.google.com|http://www.yahoo.com|http://www.tipsour24.blogspot.com এরপর...

Tuesday, 13 March 2012

মানসিক অঙ্কের গোপনীয়তা = SECRE+S OF MEN+AL MA+H

আস্ সালামু আলাইকুম আজ আমি আপনাদের কে দেখাব কিভাবে আপনি ক্যালকুলেটর এর আগে আপনার মগজে অঙ্ক করবেন। বুঝতে পারলে অবশ্যই ভালো লাগবে। তাৎক্ষণিক গুণ ক...

Monday, 12 March 2012

নিজের মনের মত করে কি ভাবে কম্পিউটার এর ড্রাইভ গুলো লুকিয়ে রাখবেন

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم নিজের মনের মত করে কি ভাবে কম্পিউটার এর ড্রাইভ গুলো লুকিয়ে রাখবেন তার screenshot দিলাম । ভালো লাগলে comment করতে ভুলবেন না । ...

ফায়ারফক্স এর স্পীড বাড়িয়ে নিন।

 بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم  আপনারা  Firefox ব্যবহার করতে গিয়ে নিশ্চয় লক্ষ করেছেন যে মাঝে মাঝে Firefox আটকে যায়। আজ এই সমস্যা দূর করার উপায় আপনাদের জানাব। নীচের পদ্ধতি আনুসরন করুন - প্রথমে Firefox খুলুন। এর পর এই লিঙ্কটি ক্লিক করেন। পেজ খুললে আপনি PLUGINS Status দেখতে পাবেন। Outdated Version – এর পাশে Update এর উপর ক্লিক করে Up to Date করে নিন। সবকটা হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন। আপনার কাজ শেষ, এবার ব্যবহার করে দেখু...

আইটি জগতে টিকে থাকার কিছু পরামর্শ

                    بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم      কেমন আছেন? আপনাদের সকল কে একরাশ ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের টিউন। সব সময় প্রোগ্রামিং নিয়ে টিউন করায় আজ আমি আপনাদের কাছে একটু ভিন্ন ধারার টিউন করছি। জানি না কত টুকু ভাল লাগাতে পারবো ,তবে চেষ্টা থাকবে পুরোটাই। আমাদের অনেকের খুব ইচ্ছা ভালো একজন প্রোগ্রামার হব বা একজন ওয়েব ডেভেলপার হব অথবা একজন আইটি বিশেষজ্ঞ হব। কিন্তু মনে করি এই জগত টা অনেক কঠিন এবং আমাকে দিয়ে হবে না। আসলেই কি তাই?? মোটেই...

এক ক্লিকেই রিফ্রেশ করুন আপনার পুরো পিসি !

                      بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم প্রথমেই সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। যদিও টিউনটি একেবারেই ছোট, তবুও আশা করছি অনেকের কাজে আসবে। আমরা পিসি তে কাজ করার সময় প্রায়ই স্লো হয়ে যায়। তখন রিফ্রেশ করলে কিছুটা হলেও গতি বাড়ে । সাধারন ভাবে রাইট ক্লিক করে রিফ্রেশ করলে শুধুমাত্র বর্তমান পেজটি রিফ্রেশ হয়। আচ্ছা যদি এমন হয়, এক ক্লিকেই রিফ্রেশ হয়ে যায় আপনার পুরো পিসি তাহলে কেমন হয় ?  !!! আজ আমি আপনাদের তেমন একটি সফটওয়্যার দেব। যদিও...

Sunday, 11 March 2012

উইন্ডোজ ৭ এ Flip-3D যোগ করুন কোন সফটওয়্যার ছাড়াই

              بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم এটি আমার প্রথম টিউন তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। আপনারা যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তারা খুব সহজেই এবং কোন সফটওয়্যার ছাড়াই Flip-3D ইফেক্ট যোগ করতে পারেন। এটি করতে নিচের স্টেপগুলো অনুসরণ করুন- প্রথমে ডেস্কটপ এ মাউসের রাইট বাটন এ ক্লিক করে New থেকে Shortcut সিলেক্ট করুন- এরপর নিচের মত একটি উইন্ডো আসবে- এর Type the location of the item: এর নিচের বক্স এ লিখুন- RunDll32 DwmApi #105 Win7 Flip এরপর Next এ ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো...