Showing posts with label প্রয়োজনীয় টিউন. Show all posts
Showing posts with label প্রয়োজনীয় টিউন. Show all posts

Sunday, 8 April 2012

দাঁত নিয়ে তথ্য – একটা হাসি দেন তো সব গুলো দাত বের করে

দাঁত মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত একটি অঙ্গ। এটি খাদ্য চর্বণ ও কর্তনের (কাটা) কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ প্রাণীর দেহে দাঁতই হচ্ছে কঠিনতম অঙ্গ। দাঁতের প্রকারভেদঃ মোলার বা সাদা বাংলায় “কষ দাঁত”: এটি খাদ্যকে চিবিয়ে পিষে ফেলার কাজে ব্যবহৃত হয়। কার্নাসিয়াল Carnassial দাঁত ব্যবহৃত হয় খাদ্য কর্তনের কাজে। এটি কেবল শ্বাপদ (মাংসাশী) প্রাণীদের মধ্যে দেখা যায়। প্রি-মোলার দাঁত মোলার দাঁতের মতই, কিন্তু আকারে ছোট, এবং অনেক সময় এদেরকে বাইকাস্পিডও বলা হয়। শ্বদন্ত বা ক্যানাইন এটি খাদ্য ছিঁড়ে ফেলার কাজে ব্যবহৃত হয়। একে কাস্পিড দাঁতও বলা হয়ে থাকে। ছেদক...

Friday, 30 March 2012

কম্পিউটার থেকে চোখ রক্ষা করুন + লিনাক্সের জন্যও সমাধান

একবার কেউ একজন আমায় বলেছিল, “কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা মানে সূর্যের দিকে তাকিয়ে থাকা”। তখন তেমন গুরুত্ব না দিলেও এখন বুঝি, আসলেই কিন্তু সত্যি। এই কম্পু অকালে আমার চোখের যে অবস্থা করছে, ২৫-২৬ বছর হইতে হইতে আমি না কানাই হয়ে যাই। তবে আপনাদের যেন তা না হয়, সেই ব্যবস্থাই করি। সফটওয়্যার টির নাম F.lux, যার সাথে আমরা সবাই পরিচিত, তবে যাদের পরিচয় নেই তাদের করিয়ে দিই। আর এই টিউনের বৈশিষ্ট্য হচ্ছে, আমি একটি নয়, দুইটি একই রকম সফট সম্পর্কে আলোচনা করব। ২য় টি তাদের জন্য যারা লিনাক্স/উবুন্টু ব্যবহার করেন। যেভাবে কাজ করেঃ আগে এটাই জেনে নেয়া যাক। এক...

Sunday, 18 March 2012

Forgot Password???.আর লাগবেনা ইমেইল করে পাসওয়ার্ড উদ্ধার!!!

[BISMILLAH HIR RAHMANIR RAHIM] আপনাদের হয়তো অনেকেরই আমার মত পাসওয়ার্ড ভুলে যাওয়ার রোগ আছে, আর তাছাড়া প্রতিদিনই আমরা নানান ফ্রি কিছু পাওয়ার লোভে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্টার করি…… কি ঠিক বলছিনা????    কিন্তু দেখা যায় অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই ফলে ঐ ওয়েবসাইটের Forgot Password অপশনটি ব্যাবহার করি যা ঐ সময় দুনিয়ার সবচেয়ে আলসেমির কাজ মনে হয় :@ কিন্তু আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন তাহলে সহজে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন, তবে মনে রাখবেন এই জন্য কোন ওয়েবসাইটে রেজিস্ট্রির সময় ফায়ারফক্সের বা ঐ ওয়েবসাইটের...

Thursday, 15 March 2012

জেনে নেন Domain Name কি, এবং Domain Name কেমন হওয়া উচিত।

বিসমিল্লাহির রাহমানির রাহীম  *আপনার ওয়েবসাইটকে Ranking এ ভাল অবস্থানে আনার জন্য Domain Name খুবই গুরুত্ব। একটি Domain Name এর মাধ্যমে একটি Company এর পক্ষে ব্রান্ডি হওয়া সম্ভব । Domain Name ছোট হওয়াটা ভাল যেন মানুষ সহজে মনে রাখতে পারে। যদি সম্ভব হয় সাইটের সার্ভিস অথবা বিজনেসের সাথে মিল রেখে Domain Name সিলেক্ট ক্রলে ভাল হয়। আপনি আপনার ডোমেইন নেইম এ Keyword রাখতে পারেন। যেমন আপনি একটি ওয়েবসাইট বানাবেন যেখানে নকিয়ার সকল প্রকার সফটওয়্যার পাওয়া যাবে। তাহলে আপনি ওয়েবসাইটের নাম দিলেন http://www.tipsour24.blogspot.com/ অর্থাৎ ...