Showing posts with label প্রয়োজনীয় টিউন. Show all posts
Showing posts with label প্রয়োজনীয় টিউন. Show all posts

Sunday 8 April 2012

দাঁত নিয়ে তথ্য – একটা হাসি দেন তো সব গুলো দাত বের করে

দাঁত মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত একটি অঙ্গ। এটি খাদ্য চর্বণ ও কর্তনের (কাটা) কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ প্রাণীর দেহে দাঁতই হচ্ছে কঠিনতম অঙ্গ।

দাঁতের প্রকারভেদঃ

  • মোলার বা সাদা বাংলায় “কষ দাঁত”: এটি খাদ্যকে চিবিয়ে পিষে ফেলার কাজে ব্যবহৃত হয়।
  • কার্নাসিয়াল Carnassial দাঁত ব্যবহৃত হয় খাদ্য কর্তনের কাজে। এটি কেবল শ্বাপদ (মাংসাশী) প্রাণীদের মধ্যে দেখা যায়।
  • প্রি-মোলার দাঁত মোলার দাঁতের মতই, কিন্তু আকারে ছোট, এবং অনেক সময় এদেরকে বাইকাস্পিডও বলা হয়।
  • শ্বদন্ত বা ক্যানাইন এটি খাদ্য ছিঁড়ে ফেলার কাজে ব্যবহৃত হয়। একে কাস্পিড দাঁতও বলা হয়ে থাকে।
  • ছেদক দন্ত বা ইন্সিসর এটি খাদ্য ছেদনের কাজে ব্যবহৃত হয়।

দাঁতের অংশঃ

  • ক্রাউন বা মুকুট : এটি দাঁতের সেই অংশ যা মাড়ির ওপরে থাকে এবং আমরা দেখতে পাই।
  • রুট বা শিকড়: এটি দাঁতের সেই অংশ যা মাড়ি এবং হাড় দিয়ে আবৃত থাকে। দাঁতের শিকড়ের সংখ্যা এক থেকে চার পর্যন্ত হয়ে থাকে।
দাঁতের মুকুট ও শিকড়ের সংযোগস্থলকে নেক (Neck) বলা হয়; এটিও সাধারণত মাড়ি দিয়ে আবৃত থাকে।

দাঁতে উপস্থিত কলাসমূহ ( খাবার কলা না )

  • এনামেল: এটি দাঁতের বাইরের শক্ত আবরণ, যা ক্যালসিয়াম ও ফস ফেট দ্বারা গঠিত।
  • ডেন্টিন এটি ভিতরের স্তর, যা দাঁতের অধিকাংশ স্থান জুড়ে বিদ্যমান।
  • দন্তমজ্জা (ডেন্টাল পাল্প) এটি দাঁতের ভিতরের অংশ, এখানে স্নায়ু ও রক্তবাহী নালিকা বিদ্যমান।
  • সিমেন্ট এটি দাঁতের মূলের চারিদিকে অবস্থিত পাতলা স্তর। এটি এক ধরনের অস্থিসদৃশ আবরণ, যা দাঁতকে চোয়ালের সাথে সংযুক্ত করে রাখে।এছাড়াও দাঁতের সিমেন্ট ও চোয়ালের মাঝখানে যে সূক্ষ ফাঁকা থাকে, সেখানে অগুনতি অতিসূক্ষ তন্তুসদৃশ লিগামেন্ট থাকে যাকে পেরিওডন্টাল টিস্যু বলে। দাঁতকে হাড়ের সাথে সংযুক্ত রাখাই এর প্রধান কাজ

Friday 30 March 2012

কম্পিউটার থেকে চোখ রক্ষা করুন + লিনাক্সের জন্যও সমাধান

একবার কেউ একজন আমায় বলেছিল, “কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা মানে সূর্যের দিকে তাকিয়ে থাকা”। তখন তেমন গুরুত্ব না দিলেও এখন বুঝি, আসলেই কিন্তু সত্যি। এই কম্পু অকালে আমার চোখের যে অবস্থা করছে, ২৫-২৬ বছর হইতে হইতে আমি না কানাই হয়ে যাই। তবে আপনাদের যেন তা না হয়, সেই ব্যবস্থাই করি।
সফটওয়্যার টির নাম F.lux, যার সাথে আমরা সবাই পরিচিত, তবে যাদের পরিচয় নেই তাদের করিয়ে দিই। আর এই টিউনের বৈশিষ্ট্য হচ্ছে, আমি একটি নয়, দুইটি একই রকম সফট সম্পর্কে আলোচনা করব। ২য় টি তাদের জন্য যারা লিনাক্স/উবুন্টু ব্যবহার করেন।
যেভাবে কাজ করেঃ আগে এটাই জেনে নেয়া যাক। এক কাজ করুন। আপনার কম্পিউটারের ব্রাইটনেস/কন্ট্রাস্ট কমিয়ে দিন। দেখবেন, আগের চেয়ে বেশি আরাম লাগে। কিন্তু স্ক্রিন অন্ধকার হবে, অন্ধকারও চোখের জন্য সমস্যা। এই সফটওয়্যার গুলো ব্রাইটনেস কমায় না, কিন্তু কালার তাপমাত্রা (Temparature) নিয়ন্ত্রন করে। দিনের বেলা এরা আপনার কম্পুর আলো সূর্যের সাথে সামঞ্জস্য করে দেয়। ফলে আপনার চোখে অতিরিক্ত চাপ অনেকাংশে কমে যায়, এটি হল Temparature Cooling
আবার রাতের বেলা এরা Temparature Warming করে কম্পুর আলো একটা সামঞ্জস্য পর্যায়ে আনে। এটি আপয়ানার চোখের জন্য খুবই আরামদায়ক। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, রাতের বেলা আপনি অনায়াসে কম্পিউটারে কাজ করতে পারবেন অন্ধকারেও এবং চোখ দিয়ে পানি পড়া, ব্যথা সব বন্ধ হয়ে যাবে। আসুন, মূল বিষয়ে আসা যাক।
F.Lux: Homepage

এটি খুবই সুন্দর একটি সফটওয়্যার। আপনারা এটা উইন্ডোজে ব্যবহার করতে পারেন (লিনাক্স সম্পর্কে পরে বলছি)।

প্রথমে লিংকে গিয়ে ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। উপরের মত স্ক্রিন দেখতে পাবেন। Settings এ যান, এখানে আপনার Location সিলেক্ট করার অপশন দেখতে পাবেন। যদি অক্ষাংশ,দ্রাঘিমাংশ জানা না থাকে, তাহলে ওখানে দেখবেন একটা অপশন আছে Locate জাতীয় (দুখিত, আমি এই পোস্ট উবুন্টু থেকে করছি বিধায় উইন্ডোজে গিয়ে দেখানো সম্ভব হচ্ছে না, তবে তাড়াতাড়ি আপডেট করব)। উক্ত ফাংশনে ক্লিক করলে একটা ম্যাপ আসবে আপনার ব্রাউজারে, আপনার শহরের নামে লিখুন তাহলে Longitude, Latitude পেয়ে যাবেন। পাওয়ার পর নম্বর দুটি নির্দিষ্ট ফিল্ডে পেস্ট করুন।
সেটিংস তেমন চেঞ্জ করার দরকার। তবে ইচ্ছা করলে Day Light 5000K করে দিতে পারেন তাহলে আরো ভাল হয়।

RedShift GUI: Page to Download
এটি আপনারা ইন্সটল করতে পারেন আপনার উবুন্টু/লিনাক্সে। হ্যাঁ, F.Lux উবুন্টুর জন্যও আছে তবে তার অবস্থা খুবই করুণ। অনেক ইউজার অভিযোগ করেছেন, পাশপাশি আমিও এটা থেকে সুফল পেতে অক্ষম হই। তাই REDSHIFTGUI এর কথা বলছি।


উল্লেখিত লিংকে গেলে ডাউনলোড লিংক পাবেন, প্রয়োজনমত একটি DEB প্যাকেজ ডাউনলোড করুন। এটি একটি DEB প্যাকেজ, তাই ইন্সটল সহজ। ডাবল ক্লিক করে Install Package এ ক্লিক করলেই ইন্সটল হবে।

ইন্সটল হলে উবুন্টুতে Applications>Accessories>RedShifGui এ গেলেই পেয়ে যাবেন জিনিসটি। এবার Location এ গিয়ে Method এ ক্লিক করুন। Lookup By IP সিলেক্ট করুন, তাহলে অটোমেটিকালি লোকেশন এড হয়ে যাবে। Disable auto-adjust এ টিক উঠিয়ে দিয়ে আবার টিক দিন, এটি করলে কাজ করা শুরু করবে। অন্য কোন সেটিংস পরিবর্তন করার দরকার নেই। তবে এখানেও Day Light 5000K করে দিতে পারেন যা আপনি Settings এ গিয়ে পাবেন।

প্রথম প্রথম অনেকে এটা পছন্দ করে না, কারন স্ক্রিন একটু লালচে দেখায়। কিন্তু কয়েকদিন ট্রাই করুন। তারপর একদিন হঠাৎ ডিসেবল করে দিন। তখনই বুঝিতে পারিবেন। আর হ্যাঁ, এক রিসার্চে দেখা গেছে এ ধরনের আলো রাতে ভাল ঘুম হতে সাহায্য করা, তাহলে আর দেরি কিসের? মূলত, যারা চশমা পড়েন বা অনেকক্ষন কম্পুর সামনে বসে থাকেন, তাদের জন্য এটি একরকমের অপরিহার্য সফটওয়্যার।

Sunday 18 March 2012

Forgot Password???.আর লাগবেনা ইমেইল করে পাসওয়ার্ড উদ্ধার!!!

[BISMILLAH HIR RAHMANIR RAHIM]

আপনাদের হয়তো অনেকেরই আমার মত পাসওয়ার্ড ভুলে যাওয়ার রোগ আছে, আর তাছাড়া প্রতিদিনই আমরা নানান ফ্রি কিছু পাওয়ার লোভে বিভিন্ন ওয়েবসাইটে রেজিস্টার করি…… কি ঠিক বলছিনা???? 
 :D
কিন্তু দেখা যায় অনেক সময় আমরা পাসওয়ার্ড ভুলে যাই ফলে ঐ ওয়েবসাইটের Forgot Password অপশনটি ব্যাবহার করি যা ঐ সময় দুনিয়ার সবচেয়ে আলসেমির কাজ মনে হয় :@
কিন্তু আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যাবহার করেন তাহলে সহজে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন,

তবে মনে রাখবেন এই জন্য কোন ওয়েবসাইটে রেজিস্ট্রির সময় ফায়ারফক্সের বা ঐ ওয়েবসাইটের Remember Password/Remember me অপশন টা ব্যাবহার করতে হবে
নিচে দেখুন-

১) Firefox>Options>Security>নিচে দেখুন Saved Password অপশন আছে ওটাতে ক্লিক করুন

২) এবার Show Passwords এ ক্লিক করুন। এরপর Yes ক্লিক করুন
কি??? চোখ বড় বড় হয়ে গেছে না????????? আমারো একই অবস্থা হয়েছিলো……

Thursday 15 March 2012

জেনে নেন Domain Name কি, এবং Domain Name কেমন হওয়া উচিত।

বিসমিল্লাহির রাহমানির রাহীম 

*আপনার ওয়েবসাইটকে Ranking এ ভাল অবস্থানে আনার জন্য Domain Name খুবই গুরুত্ব। একটি Domain Name এর মাধ্যমে একটি Company এর পক্ষে ব্রান্ডি হওয়া সম্ভব । Domain Name ছোট হওয়াটা ভাল যেন মানুষ সহজে মনে রাখতে পারে। যদি সম্ভব হয় সাইটের সার্ভিস অথবা বিজনেসের সাথে মিল রেখে Domain Name সিলেক্ট ক্রলে ভাল হয়। আপনি আপনার ডোমেইন নেইম এ Keyword রাখতে পারেন। যেমন আপনি একটি ওয়েবসাইট বানাবেন যেখানে নকিয়ার সকল প্রকার সফটওয়্যার পাওয়া যাবে। তাহলে আপনি ওয়েবসাইটের নাম দিলেন http://www.tipsour24.blogspot.com/ অর্থাৎ আপনি আপনার সাইটের নাম দিলেন tipsour24 যেখানে ইউজাররা Nokia এর সকল মোবাইলের সফটওয়্যার পাবে। এখানে tipsour24 হচ্ছে Domain Name ।
কিন্তু একটু চিন্তা করে আপনি যদি আপনার ওয়েবসাইটের নাম www.nokiasoftware.com তাহলে এটি আরও ইফেক্টিভ ।

তাহলে এখানে Domain Name হল Nokia software যেখানে ইউজাররা সার্চ দেওয়ার সম্ভাবনা বেশি হল Nokia Software দিয়ে। এখানে সাইটের দুটি Keyword নকিয়া এবং সফটওয়্যার হতে পারে সুতারাং এভাবে অনেক ভাল অপটিমাইজেশন ক্রা সম্ভব । Domain Name এমন হওয়া উচিত মানুষ যাতে খুব সহজে মনে রাখতে পারে। Domain Name এ Primary Name এ Primary Keyword রাখা যেতে পারে। Keyword Name মানুষের মনে রাখতে সুবিধার্থে বড় রাখা যেতে পারে। আপনি যে Domain Name সিলেক্ট করবেন সেখানে আপনার সাইটের একটি বা দুটি Keyword থাকতে পারে। আপনি যখন একটি Domain Name ভাবছেন বা চিন্তা ক্রছেন তার আগে দেখে নিতে হবে এই নামটি খালি আছে কিনা। এজন্য বিভন্ন ধ্রনের ওয়েবসাইট আছে যেখানে আমরা চেক করে দখতে পারি ঐ নামের Domain আছে কি না।
অহ আর একটি কথা বলতে ভুলে গেছিলাম Domain Name হচ্ছে একটি Website এর নাম। ওয়েবসাইটের নামকেই Domain Name বলা হয়।
আপনাদের সুবিধার্থে , Domain নেওয়ার আগে Domain আছে কি না তা চেক করার জন্য কয়েকটি ওয়েবসাইটের ঠিকানা নিচে দিয়ে দিলাম। www.checkdomain.com www.instantdomainsearch.com www.whois.net