Showing posts with label নবী ও রাসূলগন. Show all posts
Showing posts with label নবী ও রাসূলগন. Show all posts

Saturday, 24 March 2012

যৌবনের মহা পরীক্ষায় ইউসুফ (আঃ)

            بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِي রূপ-লাবণ্যে ভরা ইউসুফের প্রতি মন্ত্রীপত্নী যুলায়খার অন্যায় আকর্ষণ জেগে উঠলো। সে ইউসুফকে খারাপ ইঙ্গিত দিতে লাগল। এ বিষয়ে আল্লাহ বলেন, ‘আর সে যে মহিলার বাড়ীতে থাকত, ঐ মহিলা তাকে ফুসলাতে লাগল এবং (একদিন)দরজা সমূহ বন্ধকরে দিয়ে বলল, কাছে এসো! ইউসুফ বলল, আল্লাহ আমাকে রক্ষা করুন!তিনি (অর্থাৎ আপনার স্বামী) আমার মনিব। তিনি আমার উত্তম বসবাসের ব্যবস্থা করেছেন। নিশ্চয়ই সীমা লংঘনকারীগণ সফলকাম হয় না’ (২৩) ।  ‘উক্তমহিলা তার বিষয়ে কুচিন্তাকরেছিল...

বিশ্ববিখ্যাত মনীষীদের চোখে ইসলাম ও মুহাম্মাদ সা.

                بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم   বিশ্ববিখ্যাত মনীষিদের চোখে ইসলাম ও মুহাম্মাদ সা. (প্রথম পর্ব) জর্জ বার্নাড শঃ যদি আগামী একশ’ বছরের মধ্যে শুধু ইংল্যান্ড নয় সমগ্র ইউরোপকে শাসন করার সম্ভাবনা কোন ধর্মের থাকে, তাহলে সে ধর্ম হবে কেবল ইসলাম ।  আমি সর্বদা মুহাম্মাদ (সা) এর ধর্ম প্রসঙ্গে উচ্চ ধারনা পোষণ করে এসেছি এর আশ্চর্য জীবনি শক্তির জন্য । আমার মনে হয় এটায় একমাত্র ধর্ম যা জীবনের পরিবর্তিত ধাপের সঙ্গে একাত্মীভূত হওয়ার ক্ষমতা রাখে ।  সেই কারণে প্রতিটা যুগেই আছে...