Showing posts with label হাদিসের আলো. Show all posts
Showing posts with label হাদিসের আলো. Show all posts

Monday, 16 April 2012

বৃষ্টির সময় দুআ প্রত্যাখাত হয় না

সাহল ইবনে সাদ (রা) বর্ননা করেন রাসুল (সা) বলেছেন, "দুই সময়ে দুয়া প্রত্যাখাত হয় না। যখন নামাযের জন্য আযান দেয়া হয় আর বৃষ্টির সময়"                                   (আল হাকিম,২ঃ১১৪ , আবু দাউদঃ ২৫৪০, ইবনে মাযা...

নামাযঃ মুসলিম এবং কুফর ও শিরক এর মধ্যে পার্থক্যকারী

                                   বিসমিল্লাহহির রহমানির রহিম   রাসুলুল্লাহ সা. বলেছেন ‘‘মু’মিন ও কাফির-মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামায পরিত্যাগ করা। অর্থাৎ মু’মিনেরা নামায পড়ে, আর কাফির-মুশরিকরা নামায পড়ে না।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন —“নিশ্চয়ই মানুষ ও কুফরীর (শিরক) মাঝে পৃথককারী বিষয় হচ্ছে সালাত ত্যাগ করা।”                    ...

Saturday, 14 April 2012

খাবার সম্পর্কিত কিছু হাদিস

রাসূলুল্লাহ (সঃ) বলেন- " আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্য যথেষ্ট, যা দিয়ে সে তার কোমর সোজা রাখতে পারে (ও আল্লাহর ইবাদত করতে পারে)। এরপরেও যদি খেতে হয়, তবে পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য ও একভাগ পানি দিয়ে ভরবে এবং একভাগ খালি রাখবে শ্বাস-প্রশ্বাসের জন্য’। [84] তিনি বলেন-" এক মুমিনের খানা দুই মুমিনে খায়। দুই মুমিনের খানা চার মুমিনে খায় এবং চার মুমিনের খানা আট মুমিনে খায় (অর্থাৎ সর্বদা সে পরিমাণে কম খায়)। [85]    কেননা মুমিন এক পেটে খায় ও কাফের সাত পেটে খায় (অর্থাৎ সে সর্বদা বেশী খায়)।" [86]   [84] . তিরমিযী, ইবনু মাজাহ,...

Friday, 13 April 2012

আমাদের উচিত হাই নিয়ন্ত্রন করা

                      !!বিসমিল্লাহির রহমানির রহিম!! নবী (সঃ) বলেন-  " হাই শয়তান হতে আসে , তাই তোমাদের কেউ যদি হাই তোলে, তার উচিত তা যথা সম্ভব নিয়ন্ত্রন করা "                                                           [মুসলিম]           ...

Thursday, 12 April 2012

ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত

  নবী (সঃ) বলেছেন -    " নামাজ বেহেশতের চাবি  আর  নামাজের চাবি  হল  ওযু "।                         ( তিরমিয...

দয়াময় আল্লাহ

                      " বিসমিল্লাহির রহমানির রহীম "   আবু হুরাইরা হতে বর্নিত : তিনি বলেন - আমি আল্লাহর দূত নবী (সঃ) থেকে এই বলতে শুনেছি যে, "আল্লাহ তাঁর দয়াকে এক শত ভাগে বিভক্ত করেছেন যার নিরানব্বুই অংশ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং পৃথিবীতে এর একটি অংশ নিচে পাঠিয়েছেন। এই এক  অংশের কারণে তাঁর সৃষ্টিগুলো একে অন্যের সাথে এত দয়া প্রদর্শন করে, এমনকি ঘোটকীও তার খুরগুলোকে এর শিশুর কাছ থেকে দূরে রাখে পাছে তা তার শিশুটিকে পদদলিত না করে।"      ...

Wednesday, 11 April 2012

৩০টি প্রয়োজনীয় হাদিস

                                       ১। নবী করিম (সাঃ) বলেছেন- যে পর্যন্ত কোন ব্যক্তির অন্তরে তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানব সমাজ হতে আমি অধিকতর প্রিয় না হই সে পর্যন্ত সেই ব্যক্তি পূর্ন ঈমানদার হইতে পারবে না। ০২। নবী করিম (সাঃ) বলেছেন – যে ব্যক্তি অন্য জাতিকে অনুসরন করে সে তাদেরই দলভুক্ত। ০৩। নবী করিম (সাঃ) বলেছেন- মুসলমানকে নিন্দা করা কবিরা গুনাহ। ০৪। নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি...

Sunday, 25 March 2012

কিয়ামতের দিনে বান্দার উপকারে আসবে এমন ২ টি কালেমা

                 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِي ►আসসালামু আলাইকুম◄ ►কিয়ামতের দিনে বান্দার উপকারে আসবে এমন ২ টি কালেমা◄ আবূ হুরায়রা (রা: ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, দুটিকালেমা এমন যা যবানে (উচ্চারন করতে) সহজ, (কিয়ামত দিবসে) ওজনে ভারীএবং তা করুনাময় আল্লাহর নিকট প্রিয়। কালেমা দুটি হচ্ছে ,"সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, সুবহানাল্লাহিল আযীম" ... অর্থ- আল্লাহর প্রশংসা করার সাথে তাঁর পবিত্রতা বর্ননা করছি, তাঁর প্রশংসা...

Monday, 19 March 2012

দুরূদ শরীফ এর ফজিলত

                                         بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم ১। মৃত্যুর সময় দীদারে মুস্তফা صلًى اللهُ تعاَلَى عَليْهِ واَلِهِ وسلًمবুজর্গরা বলেছেন, যে ব্যাক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত) এই দুরূদ শরীফটি নিয়মিতভাবে কমপক্ষে একবার পড়বে, মৃত্যুর সময় সে সারকারে মদীনা صلًى اللهُ تعاَلَى عَليْهِ واَلِهِ وسلًم এর যিয়ারত লাভ করবে...

জুম’আর আদব

                  بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم ১। জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদেরজন্য এ দিনে গোসল করাকে রাসুল (সাঃ) ওয়াজিব করেছেন(বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০, ৮৯৭, ৮৯৮)।পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ ও চুল কাটা একটি ভাল কাজ।২। জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। (বুখারীঃ ৮৮০)৩। মিস্ওয়াক করা। (ইবনে মাজাহঃ ১০৯৮, বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩)৪। গায়ে তেল ব্যবহার করা। (বুখারীঃ৮৮৩)৫। উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা। (ইবনে মাজাহঃ১০৯৭)৬।...

কয়েকটি হাদিস

                   بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم   আনাস ইবনে মালিক [রাযি] থেকে বর্ণিত, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম বলেছেনঃ"আদম সন্তানের বয়স বাড়ে কিন্তু তাতে দু'টো বিষয় জওয়ান হয়, জীবনের প্রত্যাশা এবং সম্পদের মোহ।" {সুনানে তিরমিযী-২৩৪২} হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ একদা জিজ্ঞেস করলেন-“তোমরা কি জান, প্রকৃত নিঃস্ব কে?” সাহাবারা উত্তরে বললেন-“আমাদের মাঝে নিঃস্ব ঐ ব্যক্তিকে বলা হয়, যার কোন টাকা-পয়সাবা সহায় সম্পত্তি নাই”। নবী কারীম সাঃ বললেন-“প্রকৃত...

জুমার দিন মাতা-পিতার ক্ববরে উপস্থিত হওয়ার সাওয়াব

                 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم   খাতামুল মুরসালীন,রাহমাতুল্লিল আলামীন صَلَّی اللّٰہُ تَعَالٰی عَلَیۡہِ وَاٰلِہٖ وَسَلَّم ‘‘র দয়ামূলক ইরশাদ হচ্ছে:যে ব্যক্তি আপন মাতা-পিতা কিংবা একজনের ক্ববরে প্রতি জুমার দিন যিয়ারত করার জন্য উপস্থিত হয় আল্লাহ عَزَّ وَجَلَّ তাকে ক্ষমা করে দিবেন এবং মাতা-পিতার সাথে সদাচারণকারী হিসেবে গণ্য করা হবে।(নাওয়াদিরুল উসূল লিল হাকীম আত্ তিরমিযী,পৃষ্ঠা-৯৭,হাদীস নং-১৩০,দামেশক) &nbs...

মাতা-পিতাকে গালি গালাজকারী সাবধান হউন

                           بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم যেসব লোক অপরের মাকে গালিগালাজ করার অভ্যস্থ হয় সে খুব মন্দ ব্যক্তি,দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মাদীনা’র প্রকাশিত ৩১২ পৃষ্ঠা সম্বলিত কিতাব, “বাহারে শরীয়ত” ১৬তম অংশ,পৃষ্ঠা১৯৫ ‘’র মধ্যে সাদরুশ শারিয়াহ,বদরুত তরীক্বা,হযরতে আল্লামা মাওলানা মুহাম্মদ আমজাদ আলী আজমী عَلَيْهِ رَحْمَةُ اللهِ الْقَوِىবর্ণনা করেন:রাসুলুল্লাহصَلَّى...

Sunday, 18 March 2012

প্রতিদিন একটি হাদিস

1. হযরত আব্দুল্লাহ বিন মাসঈদ রা. থেকে বর্ণিত। হুযুর সা. ইরশাদ করেছেন- কোন বান্দা হারাম পন্থায় সম্পদ উপার্জন করে তা থেকে দান-সদকা করলে তা আল্লাহর দরবারে কবুল হবেনা, আর তা থেকে ব্যয় করলে তাতে বরকতও হবে না। আর এই ধন-সম্পদ তার উত্তরাধীকারীদের জন্য রেখে গেলে তার জন্য দোযখের পূঁজি হবে। (মুসনাদে আহমাদ-হাদিস নং-৩৬৭২, মুসনাদুল বাজ্জার, হাদিস নং-২০২৬) ~~ আসুন হারাম থেকে বেঁচে থাকতে সচেষ্ট হই~~ 2. সুফইয়ান ইবনে আবদুল্লাহ ছাকাফী [রাযি] থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললামঃ হে আল্লাহ রাসূল! এমন একটি বিষয়ের কথা আমাকে বলুন যা আমি দৃঢ়ভাবে ধারণ করতে পারি।তিনি...

Wednesday, 14 March 2012

রাত্রের নামাজ ও উহার প্রতি আগ্রহ সৃষ্টি

                                        بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم         শুরু করছি আল্লাহর নামে যিনি পরমকরুণাময়, অতি দয়ালু।   হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত রাসুল (সাঃ)বলিয়াছেন। ফরজ নামাজের পর সব চাইতে উত্তম নামাজ হইল রাত এর নামাজ। অর্থাৎ তাহাজ্জুদ নামাজ। (মুসলিম)রাসুল (সাঃ)তাহাজ্জুদ কে কতনা...
Page 1 of 2:  12 Next Last