Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts
Showing posts with label বিজ্ঞান ও প্রযুক্তি. Show all posts

Wednesday 9 May 2012

উইন্ডোজ ৮-এর বিস্তারিত জানালো মাইক্রোসফট



সম্প্রতি মাইক্রোসফট প্রথমবারের মতো তাদের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ নিয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই সংস্করণকে ‘উইন্ডোজ ৮’ বলেই ডাকা হবে বলেও জানিয়েছে মাইক্রোসফট। খবর ম্যাশএবল-এর।
সূত্রমতে, উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমটি ৩২ ও ৬৪ বিট দু’ধরনের হার্ডওয়ারেই চলবে। তবে প্রধানত চার ধরনের উইন্ডোজ ৮ বাজারজাত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
‘রেগুলার উইন্ডোজ ৮’ থাকছে একেবারেই সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের জন্য। এতে কম্পিউটিংয়ের দৈনন্দিন যাবতীয় কাজ করা যাবে।
‘উইন্ডোজ ৮ প্রো’ থাকছে ব্যবসা প্রতিষ্ঠান, ডেভেলপার এবং প্রযুক্তিমনস্ক মানুষের জন্য। এতে অ্যাডভান্সড কিছু সুবিধা যেমন ফাইল এনক্রিপ্ট করা, ভার্চুয়াল হার্ড ড্রাইভ থেকে বুট করা ইত্যাদি থাকছে। এছাড়াও মিডিয়া সেন্টার পিসিতে ব্যবহারের জন্য উইন্ডোজ ৮ প্রো এবং মিডিয়া প্যাক অ্যাড-অনের প্রয়োজন পড়বে যা সাধারণ উইন্ডোজ ৮-এ দেয়া থাকবে না বলে জানিয়েছে মাইক্রোসফট।
‘উইন্ডোজ ৮ আরটি’ ট্যাবলেট ডিভাইসে চালানোর উপযোগী করে তৈরি করা হয়েছে। আরটি বলতে কী বোঝানো হচ্ছে সে ব্যাপারে মাইক্রোসফট পরিষ্কার কিছু না জানালেও ম্যাশএবল ধারণা করছে ‘রান-টাইম’ বোঝাতেই আরটি যোগ করা হয়েছে। তবে এআরএম চিপের জন্য তৈরি এই উইন্ডোজের সংস্করণ আলাদা কিনতে পাওয়া যাবে না। সংশ্লিষ্ট ট্যাবলেট ডিভাইসেই জুড়ে দেয়া থাকবে উইন্ডোজ ৮ আরটি। সেই সঙ্গে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এবং ওয়াননোটের বিনামূল্যের একটি সংস্করণও প্রি-ইনস্টলড থাকবে উইন্ডোজ ৮ আরটি-চালিত ট্যাবলেট ডিভাইসে।
এই তিনটি ছাড়াও আরও বড় কাজের জন্য ‘উইন্ডোজ ৮ এন্টারপ্রাইজ’ সংস্করণ রয়েছে বলেও জানিয়েছে মাইক্রোসফট। এতে উইন্ডোজ ৮ প্রো-এর সব সুবিধার পাশাপাশি আইটি প্রফেশনালদের জন্য বাড়তি কিছু সুবিধাও যোগ করা থাকবে; যেন একাধিক কম্পিউটার বা নেটওয়ার্কিং আরও সহজে করা যায়। এছাড়াও চীনসহ বেশ কিছু দেশের জন্য স্থানীয় ভাষাতেও একটি লোকাল-ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ উইন্ডোজ ৮ বাজারে ছাড়বে বলে জানিয়েছে মাইক্রোসফট।
বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডোজ ৮-এর নতুন এই পরিকল্পনার মাধ্যমে বাজারকে আরও বড় করে তুলছে মাইক্রোসফট। একইসঙ্গে যার যে কাজে কম্পিউটার প্রয়োজন, তাকে অপারেটিং সিস্টেমের ঠিক সেই সংস্করণ (রেগুলার, প্রো, আরটি অথবা এন্টারপ্রাইজ) ব্যবহার করতে বাধ্য করাও মাইক্রোসফটের পরিকল্পনার অংশবিশেষ বলে অনেকে মন্তব্য করেছেন।

তবে কবে নাগাদ সার্বিকভাবে প্রস্তুত উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে আসবে, সে সম্পর্কে এখনো কিছু জানায়নি মাইক্রোসফট।

Tuesday 8 May 2012

অপারেটিং সিস্টেম ঠিকভাবে কাজ করছে না?

অনেক সময় Control panel-এর Add or Remove Programs থেকে কোনো সফটওয়্যার Uninstall করার সময় বা ভুলবশত সি ড্রাইভ থেকে যদি অপারেটিং সিস্টেমের দরকারি কোনো ফাইল ডিলিট হয়ে যায়, তাহলে কম্পিউটার ঠিকভাবে কাজ করে না বা অপারেটিং সিস্টেমের ফাইল মিসিং দেখায় এবং অনেক সমস্যার সৃষ্টি হয়।
এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কম্পিউটারকে কিছুদিন আগের অবস্থায় নিয়ে যান। অর্থাৎ আনুমানিক যে তারিখ আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখে নিয়ে যান। 
আর এটি করতে হলে প্রথমে C:\WINDOWS\ System32\Restore-এ গিয়ে rstrui.exe-তে ডাবল ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটাতে Restore my computer to an earlier time নির্বাচন করে Next-এ ক্লিক করুন। দেখবেন একটি ক্যালেন্ডার এসেছে। এখন যে তারিখে আপনার কম্পিউটার ভালো ছিল, সেই তারিখ নির্বাচন করে (শুধু বোল্ড তারিখগুলো নির্বাচন করতে পারবেন) Next-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে আবার Next-এ ক্লিক করুন। দেখবেন কম্পিউটার অটো রিস্টার্ট নিয়ে কাজ শেষ করার পর সফলতার বার্তা এসেছে। এখন দেখবেন আপনার কম্পিউটারের সমস্যা ঠিক হয়ে গেছে। আর যদি তাতে ঠিক না হয় তাহলে আবার পুনরায় অন্য কোনো তারিখ নির্বাচন করেও Restore করতে পারেন। এখন করা Restore-টি আবার আপনি Undo-ও করতে পারবেন।  

Wednesday 2 May 2012

ব্ল্যাকবেরি ১০ আলফা উন্মুক্ত









ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) নতুন অপারেটিং সিস্টেম ‘ব্ল্যাকবেরি ১০’-এর আলফা সংস্করণ উন্মুক্ত করেছে। ১ মে ফ্লোরিডায় শুরু হওয়া বার্ষিক ব্ল্যাকবেরি ওয়ার্ল্ড কনফারেন্সে নতুন অপারেটিং সিস্টেম উন্মুক্ত করেছেন রিমের প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, রিমের নতুন এই অপারেটিং সিস্টেম উন্মুক্ত করার পর প্রথমবারের মতো এর নতুন কিছু ফিচার মুগ্ধ করেছে প্রযুক্তি বিশ্লেষকদের।
নতুন এই অপারেটিং সিস্টেমের সাহায্যে স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে ঘুরে দাঁড়ানোর আশা করছে একসময়ের জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ব্ল্যাকবেরি নির্মাতা রিম স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে নিজেদের অবস্থান খুইয়েছে। তাই নতুন প্রযুক্তি উদ্ভাবনে প্রতিষ্ঠানটির ওপরে শেয়ারহোল্ডারদের চাপ ছিল।
নতুন অপারেটিং সিস্টেমটির ফিচার হিসেবে কী কী থাকছে, তা বর্ণনা করতে গিয়ে অনুষ্ঠানে একটি ভিডিও দেখিয়েছেন রিমের প্রধান নির্বাহী থ্রস্টেন হেইন্স। ভিডিওচিত্রে দেখা গেছে, নতুন ফিচার হিসেবে ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমে যুক্ত হয়েছে টাচ কি-বোর্ড, যা টাইপ করা শুরু করলে শব্দটি আগে থেকেই ধারণা করতে পারে। এ ছাড়া ব্যবহারকারীর জন্য এতে রয়েছে নিজস্ব টাইপিং ডিকশনারি তৈরির সুযোগ, নতুন ইন্টারফেস ও ক্যামেরার জন্য নতুন ফিচার।
চলতি বছরেই ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভর একাধিক পণ্য তৈরি করতে পারে রিম। ব্ল্যাকবেরি নতুন সংস্করণের স্মার্টফোন, প্লেবুকের নতুন সংস্করণ ছাড়াও রিম নতুন ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি করতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন

Tuesday 10 April 2012

আসুস ডুয়েল কোর ল্যাপটপ



বিসমিল্লাহির রাহমানির রাহীম


আসুস’র এ৪৪এইচ মডেলের নতুন ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। এতে রয়েছে ২.২ গিগাহার্জ গতির ইন্টেল ২য় প্রজন্মের ডুয়েল কোর প্রসেসর, আসুস পাওয়ার৪গিয়ার এবং পাম-প্রুফ টেকনোলজি, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ১৪” ডিসপ্লে, বিল্ট-ইন গ্রাফিক্স, ওয়েবক্যাম, এইচডি অডিও, ল্যান, ব্লুটুথ, ওয়্যারলেস ল্যান, মেমোরি কার্ড রিডার, ইউএসবি পোর্ট, এইচডিএমআই পোর্ট প্রভৃতি। মূল্য ৩৮,০০০ টাকা। ফোন: ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১

Monday 12 March 2012

জ্বরের গল্প!!

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 
 
গত দুই দিন ধরে আমি কিঞ্চিৎ জ্বরে ভুগছি। এদিকে পোস্টের জন্য একটা টপিক খুজছি। একে একে মিলে যা হওয়ার কথা তাই হয়েছে, মানে দুই।
 

জ্বর কোনো রোগ নয়, এটি রোগের উপস্বর্গ মাত্র। আমাদের শরীর অনেক শিরা, উপশিরা দিয়ে গঠিত। আর সব কিছুর ‘Control Panel’ হচ্ছে ‘Brain’। নার্ভাস সিস্টেম মূলত জ্ব্ররের ত্রাতা। শরীরে যখন অতিরিক্ত কোনো কিছুর ‘Feel’ হয় তখন সেটা ‘Brain’ এ পাঠিয়ে দেওয়াই নার্ভাস সিস্টেম এর কাজ।
অনেক সময় দেখা যায় আমরা ঠান্ডা পানিতে গোসল করলে জ্বর আসে আবার অনেক সময় আসে না। এটা কেন??

আমরা হঠাৎ করে গায়ের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পানি দিলে জ্ব্রর আসার সম্ভবনা প্রায় শতভাগ। কিন্তু যদি প্রথমে হাত, আস্তে আস্তে গায়ে একটু করে পানি দিয়ে গোসল শুরু করি তবে জ্বর আসার সম্ভবনা প্রায় নেই!! কেন এমন হয়?? হঠাৎ করে গায়ে অতিরিক্ত ঠান্ডা পানি পড়লে শরীরের তাপমাত্রার বড় পরিবর্তন আসে, যেটা অত্যান্ত কম সময়ের মধ্যে নার্ভাস সিস্টেম কাছে একটি ইলেক্ট্রিক শক’র মত। ফলে উত্তেজনায় শরীরের ছোটো ছটো শিরাগুলু বন্ধ হয়ে যায় এবং তাপমাত্রা কমানো বা বের করে দেয়া অসম্ভব হয়ে যায়। শরীরের ভেতর তাপমাত্রা আটকে থেকে তার বহিপ্রকাশ জ্ব্রররে মাধ্যমে ঘটায়।
আমি যা বঝাতে চাইছি তার মানে দাড়ালো, অপ্রত্যাশিত কোনো অনভূতিই জ্ব্ররের কারন হয়ে দাঁড়ায়।
আমি যা করি জ্বর হলেঃ

জ্বর তো হলো, শিরাগুলু বন্ধ হলো। এখন প্রয়োজন এগুলু খোলা।
বিষয়টা অনেকটা ‘বিষে বিষক্ষয়ের’ মত। গোটা একটা লেবুকে সিধ্ব করে খেয়ে নিলে আধা ঘন্টার মাঝে জ্ব্রর ভালো হয়ে যাওয়ার বিরাট সম্ভবনা আছে।
কেন এভাবে জ্বর ভালো হয়??

লেবুর পানি খাওয়ার সময় দেখবেন শরীর ঝাঁকুনি দিচ্ছে অতিরিক্ত তিতার জন্য। এই ঝাঁকুনির ফলে বন্ধ শিরাগুলু খুলে যায়। হয়ে গেল জ্ব্রর ভালো।তবে NAFA tablet-র মেকানিজম আমার জানা নেই।
(বেশ কিছুদিন ধরে টিকটিকি নিয়ে আমি ছোট একটা ‘experiment’ চালিয়েছি। বেশ কিছু মজার ব্যপার পেলাম। আশা করি পরবর্তী পোস্টে তা আপনাদের সামনে তুলে ধরবো।)
সবাই ভালো থাকবেন। বিদায়।

টিকটিকির সাতকাহন!!


بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 
 


কোনো কথা বলার পর টিকটিকি(House Gecko) আওয়াজ(টুক টুক…..) করলে সবাই বলতো ‘কথা সত্য’ তাই টিকটিকি সায় দিচ্ছে ।সত্য কথা আর মিথ্যে পারথক্য যদি টিকটিকি নিরনয় করতে পারতো তাহলে হয়তো বিচারপতি আসনে কোনো নামকরা টিকটিকি বসে মার্ডার কেসের আসামির ভাগ্য নির্ধারন করে দিতো!! আবার শুক্রবারে একটা টিকটিকি মারলে নাকি নেকী পাওয়া যায়!! তবে কি আমরা শুধু টিকটিকি মেরে বেহেশতে চলে যেতাম না?? যাই হোক এসব ছোট বেলার কুসংস্কার।


এখন দেখি বড় বেলা কি বলে??


টিকটিকি আসলে ডাকে কোন সময়? বিষয়টা, অনেকটা ব্যাঙ-এর কাহীনীর সাথে মিল আছে। মেয়ে ব্যাঙ বর্ষাকালে প্রজনন তথা বংশ বৃদ্বি করার জন্য ‘বিশেষ ডাক’ দিয়ে ছেলে বাঙ-কে আকৃষ্ট করে।টিকটিকি ঠিক একই কাজ করে। আমরা একটু খেয়াল করলে দেখবো টিকটিকি যখন ডাকে তখন দুইটা টিকটিকি এক সাথে থাকে বা কাছাকাছি থাকে।

কখনও একা একটা টিকটিকি ডাক দেয় না(দিবে কিভাবে আপনজন পাশে নাই!)!

আরো একটা মজার বিষয় হলো; টিকটিকি ডাক দেওয়ার সময়ের আগে বা পরে লেজ প্রচন্ড আকারে লেজ নাড়াতে থাকে। সম্ভবত উত্তেজনা থেকে এমন হয়।


টিকটিকি সম্পর্কে কিছু সাইন্টেফিক তথ্যঃ

টিকটিকি সাধারনত সাড়ে সাত থেকে পনের সেন্টিমিটার(তিন থেকে ছয় ইঞ্চি) লম্বা হয়। এটির জীবনকাল প্রায় পাঁচ বছর।টিকটিকির কপাল অবতল এবং এর কানের খোলা অংশ ছোটো ও গোলাকার। এতি গায়ের রঙ ধূষর, অতি হালকা গোলাপী অথবা বাদামী হতে পারে এবং দেহে ডোরাকাটা দাগ থাকে।টিকটিকির লেজ বাহিরের দিকে চিঁকন হয়ে গেছে এবং এটি অত্যান্ত অন্নুনত, যা অল্প আঘাতে খসে পড়ে। টিকটিকি অতি মসৃন দেয়ালে চলা ফেরা করতে পারে, কারন এটি যখন পা ফেলে তখন পায়ের নিচে বায়ু শূন্য হয়ে যায় এর পায়ের গঠনের জন্য। ফলে পা দেয়ালে আঁটকে থাকে এবং এই আঁটকে থাকার উপর শরীরের ভর দিয়ে টিকটিকি অনায়াসে চলাফেরা করে। টিকটিকির রক্ত সাদা।

 


টিক টিকির শ্রেণীবিন্যাস;

Kingdom: Animalia

Phylum: Chordata

Class: Reptilia

Order: Squamata

Suborder: Sauria

Family: Gekkonidae

Genus: Hemidactylus

Species: H. frenatus



[টিকটিকি নিয়ে কিছু লিখবো বলে ‘উইকিপেডিয়া’ গেলাম। সেখানে নাজুক অবস্থা দেখে আমি(!!!) নিজে কয়েক লাইন লিখে দিয়ে আসলাম টিকটিকি সম্পর্কে । আজ ‘Device_1’ ক্লাসে সামি স্যারকে দেখে ‘CDMA’ আর ‘GSM’-র কথা মনে পড়ে গেলো। ভাবছি পরবর্তী পোস্টটা এইটা নিয়েই লিখবো………… ]

n  কোনো উপদেশ থাকলে; rubel007cse@gmail.com