Showing posts with label ইলেক্ট্রনিক্স. Show all posts
Showing posts with label ইলেক্ট্রনিক্স. Show all posts

Monday 12 March 2012

মশা মারুন নিজের বানানো কামান দিয়ে!!

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 
 
আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছে।
সম্প্রতি চারিদিকে মশার উৎপাত খানিকটা বেড়েছে। তবে আমারা অনেকেই এই উৎপাত থেকে রক্ষা পেতে বিষাক্ত কয়েল বা স্প্রে ব্যবহার করে যা শরীরের জন্য ভালো নয়। কিন্তু যেখানে বিজ্ঞান আছে, সেখানে ভালো সমাধানও আছে! এই কাজটা(সার্কিটটা) আমি অনেকদিন আগে শিখেছিলাম, মশার বিরক্তি করা দেখে ভাবলাম বিষয়টা সবার সাথে শেয়ার করি।
প্রথমে ছবি থেকে সার্কিটটা দেখে নেই। কয়েলটা ভালোভাবে আঁকতে পারিনি বলে দুঃখিত! :(
যা যা লাগবেঃ
* ২৫ ওয়াট থেকে ৩০ ওয়াটের ‘সোল্ডারিং কয়েল’।
* একটি লোহা কিংবা এলুয়মিনিয়ামের পাত।
* বিদ্যত(২২০ ভোল্ট)
* মাটির বাসন ও প্রয়োজনীয় তার।
 

প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলু সহজেই বাজারে পাবেন শুধু ‘বিদ্যত’ ছাড়া !!! :D
-কয়েলটি ভালোভাবে লোহা কিংবা এলুয়মিনিয়ামের পাত দিয়ে দু’দিক থেকে মুড়িয়ে দিবেন। কয়েলের দুই প্রান্তের তারের মাথায় লম্বা প্লাস্টকের প্রলেপযুক্ত তার লাগিয়ে নিন। এবার মাটির বাসনের মধ্যে কাছকাছি দুটি চিদ্র করে তা দিয়ে তার দের করে নিন। দুই তারের মাথায় একটি ‘প্লাগ’ যুক্ত করুন কারেন্টের বোর্ডের সাথে সংযুক্ত করার জন্য।

হয়ে গেলো আপানার মশা মারার কামান!
তবে খুব সাবধানতার সাথে কারেন্টের বোর্ডের সাথে সংযুক্ত করুন ও ভালো তার ব্যবহার করুন, কারন এতে ২২০ ভোল্ট চলাচল করবে।

বাংলাদেশে এই প্রথম তৈরী হলো মোটরসাইকেলের তথ্য নিয়ে ওয়েব সাইট

بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم 
 
বাংলাদেশে এই প্রথম তৈরী হলো মোটরসাইকেলের তথ্য নিয়ে ওয়েব সাইট, যার নাম দেওয়া হয়েছে মটরসাইকেল ভ্যালী । এই সাইটে আপনি পাবেন বাংলাদেশে প্রচলিত প্রায় সব মটর সাইকেলের বিস্তারিত তথ্য । এই সাইটে আপনি পাবেন ইয়ামাহা, বাজাজ, ডায়াং, ইমা, সিঙ্গার, ওয়ালটন, হিরো, ফ্রিডম, জিপসি, হোন্ডা, টিভিএস সহ আরো কিছু মোটরসাইকেলের তথ্য । সাইটিতে প্রথমকি পর্যায়ে বেশ কিছু মোটরসাইকেলের বিস্তারিত তথ্য সংগ্রহ করে আপলোড করা হয়েছে । আগামিতেও আরো তথ্য সংগ্রহ করে এই সাইটে সংযোজন করা হবে ।
এই তথ্য বর্তমান বাজার দর ও চলমান তথ্য হতে সংগ্রহ করা হচ্ছে যাতে আপনারা পাবেন সঠিক তথ্য । এখানে আরো আছে প্রত্যেক বাইক সম্পর্কে মতামত দেবার অপশন । এতে করে যেমন একজন বাইক ব্যাবহারকারী তার বাস্তব অভিজ্ঞতা জানাতে পারছে । অপর দিকে একজন নতুন বাইক ক্রেতা একজন বাইক ব্যাবহারকারীর মতামত বিশ্লেষন করে তার পছন্দের বাইক কিনতে পারে নিশ্চিন্তে । এই ওয়েব সাইটের মাধ্যমে একজন বাইক ক্রেতার সময়, শ্রম যেমন বাচবে তেমনি নিম্ন মানের বাইক কিনে তার যে অর্থ লোকশান দিতে হতো তার থেকে সে রক্ষা পেতে পারে ।
আপনি যদি বাইক কিনতে আগ্রহী হোন তাহলে মোটরসাইকেল ভ্যালী ব্রাউজ করে বাইক সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন। আপনি যদি বাইক বাইক ব্যবহারকারী হোন তাহলে মোটরসাইকেল ভ্যালী তে মতামত দিয়ে অন্যকেজনকে উপকৃত করতে পারেন।
ভিজিট করুন http://www.motorcyclevalley.com/