মোবাইল ফোন আমাদের নিত্যদরকারি একটি জিনিস তাই এরনিয়মিত রক্ষণা-বেক্ষনকরা দরকার। মোবাইল ফোনবর্তমানে সার্বক্ষণিকভাবে আমাদরে পরিবারআত্মীয় স্বজনদের সঙ্গে সংযুক্তকরে রেখেছে। আর তাই হঠাৎকরে যদি বিকল হয়ে যায় আপনারসামান্য অবহেলায় আপনারই অতি আপন প্রিয় মোবাইলফোনটি তাহলে শিকার হতে হয়নানা সমস্যার। আপনি এইভাবে যদি কাজ করতে পারেনতবে ১০০% আপনার মোবাইলঅনেকদিন টিকবে একথা নিশ্চিত। তাই মোবাইল ফোনসেটটি কিভাবে যত্ন নেয়া যায়তার কিছু টিপস দেয়া হলো। * মোবাইল ফোন এবং এরচার্জারটি একই ব্র্যান্ডেরব্যবহার করা উচিত।কেননা প্রত্যেক ফোনের জন্যআলাদা আলাদা চার্জারতৈরি করা...
Showing posts with label টুকিটাকি খবর. Show all posts
Showing posts with label টুকিটাকি খবর. Show all posts
Sunday, 17 March 2013
Tuesday, 8 May 2012
শিক্ষাবিষয়ক ওয়েবসাইট
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইন্টারনেটে চালু হয়েছে শিক্ষাবিষয়ক স্টুডেন্ট রিলেশন (www.studentrelation.com) নামের ওয়েবসাইট। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও বৃত্তির তথ্য পাওয়া যাব...
যুক্তরাষ্ট্রে ৮.৮ মাত্রার কৃত্রিম ভূমিকম্প!
ভূমিকম্পের সময় রাবার-বিয়ারিং প্রযুক্তিতে তৈরি কম্পিউটার ডেটা সেন্টার, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ভবনগুলো টিকে থাকতে সক্ষম হবে কি না—তা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একটি পরীক্ষা চালিয়েছেন গবেষকেরা। এক খবরে বিবিসি অনলাইন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চিকিত্সা সরঞ্জামসহ একটি হাসপাতাল সদৃশ ভবন তৈরি করে ৮.৮ মাত্রার কৃত্রিম ভূমিকম্প ঘটিয়ে ভবনটির স্থায়িত্ব পরীক্ষা করেছেন। গবেষণায় দেখা গেছে, ৮.৮ মাত্রার ভূমিকম্পের ধকল সামলেও দিব্যি টিকে গেছে ভবনটি। রাবার-বিয়ারিং পদ্ধতিতে ভবন তৈরির বিষয়টি জাপানে প্রচলিত। ভবনের ভারসাম্য রক্ষায়...
Wednesday, 2 May 2012
জিমেইলে এল ভাষান্তরের সুবিধা
বিসমিল্লাহির রাহমানির রাহীম
গুগল তাদের জিমেইল সেবায় ‘অটোমেটিক মেসেজ ট্রান্সলেশন’ নামে একটি ফিচার উন্মুক্ত করেছে। স্বয়ংক্রিয় অনুবাদের এই ফিচারটির সাহায্যে জিমেইলের ইনবক্সের মেইল অনুবাদ করে পড়া যাবে। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, ১ মে মঙ্গলবার জিমেইলে ভাষান্তর করার এই ফিচারটি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে গুগল।গুগল কর্মকর্তা জেফ চিন জিমেইল ব্লগ পোস্টে জানিয়েছেন, মেইল অনুবাদ করার এই ফিচারটি গুগল ল্যাবে এত দিন পরীক্ষামূলক পর্যায়ে ছিল। পরীক্ষামূলক পর্যায় পার করে এখন এটিকে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হচ্ছে।উল্লেখ্য, ২০০৯ সালের মে মাসে...
২০১১ সালে ৪০ কোটিরও বেশি ভাইরাস কম্পিউটারে আঘাত করেছিল। কম্পিউটার নিরাপত্তা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সিমানটেক জানিয়েছে, ৪০ কোটি ৩০ লাখ ভাইরাসের আক্রমণের কারণেই ২০১১ সালকে ইয়ার অব দ্য হ্যাক বা হ্যাকের বছর বলা হয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০১২ সাল হবে মোবাইল হ্যাকের বছর।২০১১ সালে শতকরা ৮১ ভাগ ভাইরাসের আক্রমণ বৃদ্ধি পেয়েছিল। সিমানটেকের প্রকল্প পরিচালক জন হ্যারিসনের বরাতে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট এক খবরে জানিয়েছে, কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান হিসেবে সিমানটেক একাই ২০১১ সালে সাড়ে পাঁচ বিলিয়ন ম্যালওয়্যারের...
Thursday, 19 April 2012
লোগো ডিজাইন করার কিছু বিষয়
লোগো যে কোন প্রতিস্ঠানের পরিচিতি প্রকাশের সবচেয়ে জোড়ালো প্রতিক। এপল একটি খাওয়া আপেলের ছবি দিয়ে তাদের পরিচিতি প্রকাশ করে, কোকাকোলা তাদের প্রতিকে ব্যবহার করে প্রবাহিত তরলের মত লেখা দিয়ে। কোন ওয়েবপেজে নিল রঙের ওপর এফ দেখেই কেউ বুঝে যান সেটা ফেসবুকের লিংক। এসব কারনেই প্রতিটি প্রতিস্ঠান উচু মানের লোগো ব্যবহার করতে আগ্রহি হন, অনেকে তাদের লোগো নিয়ে গর্ববোধ করেন। ডিজাইনারদের কাছেও লোগো ডিজাইন একটি বড় ধরনের চ্যালেঞ্জ।
হয়ত মনে হতে পারে লোগো ডিজাইনের কাজ কয়টিই বা হতে পারে ? বাস্তবতা হচ্ছে অনেক ফ্রিল্যান্সার ডিজাইনারের কাছে লোগো...
Wednesday, 18 April 2012
নোকিয়া ব্যাটারি চার্জ দিন টাকা দিয়ে -
কি টাইটেল দেখে বিস্বাশ হচ্ছে না – চলুন দেখে নেই তাহলে
যাদের মোবাইল এ চার্জ থাকে না এবং চার্জ দেয়ার কোন উপায় নেই তাদের জন্য খুব দরকারি পোস্ট ।
বাইরে আছেন ফোন এ চার্জ নেই নো পর্বলেম এখন কি করবেন , নো চিন্তা টাকা দিয়ে অপনার মোবাইটিকে ফুল চার্জ করে নিন ।
তবে প্রথম কথা হল মোবাইল অবশ্যই নোকিয়া আর ব্যাটারি নোকিয়ার হতে হবে ।
ঠিক এমনি –
চলুন শুরু করি -
প্রথমে একটি মোটামুটি নতুন টাকার নোট নিন . পুরাতুন হবে না ্
তারপর সেই নোট টা কে এক পাশ করে কোনা কুনি ভাজ করুন ।
ঠিক ছবির মত করে
তারপর সেই নোটের কোনা টি কে ব্যাটারির...
Sunday, 15 April 2012
টাকা তুলতে কার্ডের বদলে হাতের তালু
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সম্প্রতি জাপানের গবেষকেরা এটিএম বুথ থেকে টাকা তোলার নতুন এক পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকেরা জানিয়েছেন, তাঁদের উদ্ভাবিত এ পদ্ধতিতে টাকা তুলতে গেলে এটিএম মেশিন কার্ডের বদলে হাতের তালু স্ক্যান করবে। এটিএম মেশিনে ব্যবহূত সফটওয়্যার হাতের তালুর স্ক্যান করা তথ্য বিশ্লেষণ করে অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিলিয়ে অর্থ ছাড় করবে। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস জানিয়েছে, প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান জিলেট এটিএম বুথে বায়োমেট্রিক প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।
গবেষকেরা জানিয়েছেন, গত বছর জাপানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা...
Saturday, 31 March 2012
PC DOCTOR :: কি বোর্ড এর F1 থেকে F12 এর কিছু সাধারণ কাজ
►বিসমিল্লাহির রাহমানির রাহীম◄
কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে দেখা যাবে যে F1 থেকে F12
পর্যন্ত এই বাটন গুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এবং গুরুত্তপূর্ণ
ব্যবহার। বিশেষ করে মাউস এর বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায় । চলুন
দেখে নিই কি গুলোর প্রয়োগঃ
F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।F2 :
সাধারণত...
Saturday, 24 March 2012
ঢাকায় অনুষ্ঠিত হবে ওডেস্কের আয়োজন
BISMILLAH HIR RAHMANIR RAHIM
আউটসোর্সিংয়ে জড়িত মুক্ত পেশাজীবীদের (ফ্রিল্যান্সার) নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট (মার্কেট প্লেস) ওডেস্ক (www.odesk.com) বিশেষ একটি আয়োজন সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় সেরা শহরের মধ্যে জায়গা করে নিয়েছে ঢাকা। ফলে ওডেস্কের ‘কন্ট্রাক্টর অ্যাপ্রেসিয়েশন ডে’ নামক অনুষ্ঠান ঢাকার পাশাপাশি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের অস্টিন, ফিলিপাইনের ইলিগান ও ম্যানিলায়। ওডেস্কের ফেসবুক পেজ (www.facebook.com/odesk) থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানা গেছে। ওডেস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ফলাফলের ভিত্তিতে অনুষ্ঠান যথাক্রমে অস্টিন, ঢাকা,...
Sunday, 18 March 2012
পৃথিবীর যে কোন মোবাইলে এস এম এস করুন ফ্রি তাও আবার বাংলায়!
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশা করি সকলে ভালো আছেন।
আমরা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিভিন্ন জনের কাছে এস এম এস পাঠাই তাতে
আবার টাকা খরচ হয়। কিন্তু বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে এ
খরচের মাত্রা কিছুটা কমে এসেছে কেননা ইন্টার নেটে বিভিন্ন সাইট আছে যেখান
থেকে ফ্রি এস এম এস করা যায়। এরই ধারাবাহিকতায় আমি আজ এমন একটি ওয়েব
সাইটের কথা বলব যেখান থেকে আপনি সহজেই ইউনিকোড ব্যবহার করে বাংলা মেসেজ
লিখে সেন্ড করতে পারবেন সাইটটির ঠিকানা হল www.websmsonline.com এখানে প্রবেশ করলে এরকম উইন্ডো দেখতে পাবেন।
এখানে প্রথমে আপনি আপনার...
Friday, 16 March 2012
Welcome to Bangladesh from tipsour24 team
[এগিয়ে যাও বাংলাদেশ] [আমরা আছি তোমাদের সাথে]
...............সাবাস বাংলাদেশ.................................
http://tipsour24.blogspot.com...