Wednesday 14 March 2012

আপনার ফায়ারফক্সের হোমপেজের সংখা নিজের ইচ্ছে মত বাড়ান

আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার ফায়ারফক্সে হোমপেজ কয়টা? আপনি কি উত্তর দিবেন? নিশ্চয়ই বলবেন একটা। কিন্তু আমি যদি আমার ফায়ারফক্সে হোমপেজ 3টা। তাহলে আপনি কি আমাকে পাগল বলবেন? বিস্তারিত না বললে হয়তো তাই বলতে পারেন। অতএব পাগল বলার আগে‌ই আমি আপনাকে বিস্তারিত বলে দেই।
প্রথমে Tools>Options>Main এভাবে যান।
এরপর When Firefox starts থেকে Show my home page সিলেক্ট করুন।

এরপর home page এর ঘরে আপনার ওয়েব এড্রেসগুলো লিখুন। তবে প্রত্যেকটা ওয়েব এড্রেস পাইপ (|) চিহ্নের মাধ্যমে আলাদা করুন।

উদাহরণসরূপ: http://www.google.com|http://www.yahoo.com|http://www.tipsour24.blogspot.com
এরপর ok তে ক্লীক করুন।

তারপর আপনার ফায়ারফক্সটি রিস্টার্ট করুন এবং মজা দেখুন

0 comments

Post a Comment

Thanks for comment