Sunday 11 March 2012

উইন্ডোজ ৭ এ Flip-3D যোগ করুন কোন সফটওয়্যার ছাড়াই

              بِسْــــــــــــــــــمِ اﷲِالرَّحْمَنِ اارَّحِيم

এটি আমার প্রথম টিউন তাই কোন ভুল হলে ক্ষমা করবেন। আপনারা যারা উইন্ডোজ ৭ ব্যাবহার করেন তারা খুব সহজেই এবং কোন সফটওয়্যার ছাড়াই Flip-3D ইফেক্ট যোগ করতে পারেন। এটি করতে নিচের স্টেপগুলো অনুসরণ করুন-
প্রথমে ডেস্কটপ এ মাউসের রাইট বাটন এ ক্লিক করে New থেকে Shortcut সিলেক্ট করুন-
এরপর নিচের মত একটি উইন্ডো আসবে-
এর Type the location of the item: এর নিচের বক্স এ লিখুন-
RunDll32 DwmApi #105 Win7 Flip
এরপর Next এ ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো আসবে-
এখন Type a name for this shortcut: এর নিচের বক্স এ লিখুন- Flip-3D
এরপর Finish বাটন এ ক্লিক করুন। আপনার Shortcut তৈরি। এবার এর Icon পরিবর্তন করুন। এজন্য Shortcut টির উপরে কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং Properties সিলেক্ট করুন। এরপর Shortcut ট্যাব থেকে Change Icon এ ক্লিক করুন-
এরপর নিচের মত একটি উইন্ডো আসবে-
এর Look for icons in this file: এর নিচের বক্স এ লিখুন- imageres.dll এবং OK করুন। পুনরায় OK করে আবার Properties থেকে Apply করে OK করুন। এখন আপনার Shortcut টি নিচের মত দেখাবে-
এখন এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Pin to taskbar সিলেক্ট করুন এবং মাউস দিয়ে এটিকে Start বাটন এর পাশে নিয়ে যান-
এরপর Desktop এ থাকা Shortcut টি আপনি ডিলিট করে দিতে পারেন। এখন আপনার পিসি তে একাধিক উইন্ডো ওপেন করে Flip-3D তে ক্লিক করুন আর উপভোগ করুন 3D ইফেক্ট।
এই ধরনের পোস্ট আগে প্রকাশিত হয়ে থাকলে আমি দুঃখিত। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। কষ্ট করে পোস্ট টি পরার জন্য ধন্যবাদ।

0 comments

Post a Comment

Thanks for comment