সাহল ইবনে
সাদ (রা) বর্ননা করেন রাসুল (সা) বলেছেন, "দুই সময়ে দুয়া প্রত্যাখাত হয় না।
যখন নামাযের জন্য আযান দেয়া হয় আর বৃষ্টির সময়"
(আল হাকিম,২ঃ১১৪ , আবু দাউদঃ ২৫৪০, ইবনে মাযা...
Showing posts with label হাদিসের আলো. Show all posts
Showing posts with label হাদিসের আলো. Show all posts
Monday, 16 April 2012
নামাযঃ মুসলিম এবং কুফর ও শিরক এর মধ্যে পার্থক্যকারী
বিসমিল্লাহহির রহমানির রহিম
রাসুলুল্লাহ সা. বলেছেন ‘‘মু’মিন ও কাফির-মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামায পরিত্যাগ করা। অর্থাৎ মু’মিনেরা নামায পড়ে, আর কাফির-মুশরিকরা নামায পড়ে না।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন —“নিশ্চয়ই মানুষ ও কুফরীর (শিরক) মাঝে পৃথককারী বিষয় হচ্ছে সালাত ত্যাগ করা।” ...
Saturday, 14 April 2012
খাবার সম্পর্কিত কিছু হাদিস
রাসূলুল্লাহ (সঃ) বলেন- " আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্য যথেষ্ট, যা
দিয়ে সে তার কোমর সোজা রাখতে পারে (ও আল্লাহর ইবাদত করতে পারে)। এরপরেও যদি
খেতে হয়, তবে পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য ও একভাগ পানি দিয়ে ভরবে এবং
একভাগ খালি রাখবে শ্বাস-প্রশ্বাসের জন্য’। [84]
তিনি বলেন-" এক মুমিনের খানা দুই মুমিনে খায়। দুই মুমিনের খানা চার মুমিনে
খায় এবং চার মুমিনের খানা আট মুমিনে খায় (অর্থাৎ সর্বদা সে পরিমাণে কম
খায়)। [85] কেননা মুমিন এক পেটে খায় ও কাফের সাত পেটে খায় (অর্থাৎ সে
সর্বদা বেশী খায়)।" [86]
[84] . তিরমিযী, ইবনু মাজাহ,...
Friday, 13 April 2012
আমাদের উচিত হাই নিয়ন্ত্রন করা
!!বিসমিল্লাহির রহমানির রহিম!!
নবী (সঃ) বলেন- " হাই শয়তান হতে আসে , তাই তোমাদের কেউ যদি হাই তোলে, তার উচিত তা যথা সম্ভব নিয়ন্ত্রন করা "
[মুসলিম]
...
Thursday, 12 April 2012
ওযু একটি গুরুত্বপূর্ণ ইবাদত
নবী (সঃ) বলেছেন - " নামাজ বেহেশতের চাবি আর নামাজের চাবি হল ওযু "।
( তিরমিয...
দয়াময় আল্লাহ
" বিসমিল্লাহির রহমানির রহীম "
আবু হুরাইরা হতে বর্নিত : তিনি বলেন - আমি আল্লাহর দূত নবী (সঃ) থেকে এই বলতে শুনেছি যে, "আল্লাহ তাঁর দয়াকে এক শত ভাগে বিভক্ত করেছেন যার নিরানব্বুই অংশ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন এবং পৃথিবীতে এর একটি অংশ নিচে পাঠিয়েছেন। এই এক অংশের কারণে তাঁর সৃষ্টিগুলো একে অন্যের সাথে এত দয়া প্রদর্শন করে, এমনকি ঘোটকীও তার খুরগুলোকে এর শিশুর কাছ থেকে দূরে রাখে পাছে তা তার শিশুটিকে পদদলিত না করে।"
...
Wednesday, 11 April 2012
৩০টি প্রয়োজনীয় হাদিস
১। নবী করিম (সাঃ) বলেছেন- যে পর্যন্ত কোন ব্যক্তির অন্তরে তার পিতা-মাতা,
সন্তান-সন্ততি এবং সমস্ত মানব সমাজ হতে আমি অধিকতর প্রিয় না হই সে পর্যন্ত
সেই ব্যক্তি পূর্ন ঈমানদার হইতে পারবে না।
০২। নবী করিম (সাঃ) বলেছেন – যে ব্যক্তি অন্য জাতিকে অনুসরন করে সে তাদেরই দলভুক্ত।
০৩। নবী করিম (সাঃ) বলেছেন- মুসলমানকে নিন্দা করা কবিরা গুনাহ।
০৪।
নবী করিম (সাঃ) বলেছেন- যে ব্যক্তি...