লোগো যে কোন প্রতিস্ঠানের পরিচিতি প্রকাশের সবচেয়ে জোড়ালো প্রতিক। এপল একটি খাওয়া আপেলের ছবি দিয়ে তাদের পরিচিতি প্রকাশ করে, কোকাকোলা তাদের প্রতিকে ব্যবহার করে প্রবাহিত তরলের মত লেখা দিয়ে। কোন ওয়েবপেজে নিল রঙের ওপর এফ দেখেই কেউ বুঝে যান সেটা ফেসবুকের লিংক। এসব কারনেই প্রতিটি প্রতিস্ঠান উচু মানের লোগো ব্যবহার করতে আগ্রহি হন, অনেকে তাদের লোগো নিয়ে গর্ববোধ করেন। ডিজাইনারদের কাছেও লোগো ডিজাইন একটি বড় ধরনের চ্যালেঞ্জ।
হয়ত মনে হতে পারে লোগো ডিজাইনের কাজ কয়টিই বা হতে পারে ? বাস্তবতা হচ্ছে অনেক ফ্রিল্যান্সার ডিজাইনারের কাছে লোগো...
Thursday, 19 April 2012
কম্পিউটার সুস্থ রাখার টিপস
বর্তমান যুগের সাথে কম্পিউটার নামটি ওতপ্রোতভাবে জড়িত। এ কম্পিউটারের সঠিক যত্ন নেয়া প্রতিটি পিসি ইউজারের জন্য খুবই জরুরী। পিসিকে গতিশীল ও সুস্থ রাখার কিছু টিপস দিলাম :
১) কম্পিউটারের হার্ডডিস্ক জ্যাম করে রাখবেন না। অপ্রয়োজনীয় ফাইল ও ডাটা হার্ডডিস্ক থেকে মুছে ফেলুন। খুব বড় কোন মুভি থাকলে তা সিডি/ডিভিডিতে রাইট করে রাখুন এবং হার্ডডিস্ক থেকে ডিলিট করে দিন।
২) কম্পিউটারের যেন ভাইরাস আক্রান্ত না করে তাই ভালো মানের অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন এবং নিয়মিত আপডেট করুন।
৩) ইন্টারনেট ব্যবহার করলে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ছাড়াও...
Online বিশ্বের যে কোন খানে FREE Video calling করুন

আজকে আমি দেখাব কি ভাবে skype এর দ্বারা free কথা বলা যায় । যাদের skype account আছে বা যারা এর use জানে তাদের জন্য এই post টি নয় । আমরা সবাই skype সম্পর্কে কম বেশি জানি । এর দ্বারা বিশ্বের যে কোন খানে এর ব্যবহার কারিদের সাথে Free কথা বলা / video calling ও message দেওয়া যায় । ২০০৩ সালে এর যাত্রা শুরু আর এখন এর ব্যবহার কারিদের সংখ্যা ৬৬৩ মিলিয়ন (2011 ) ।১।এর দ্বারা ফ্রী কথা বলার জন্য প্রথমে আমাদের skype software টি এখান থেকে download করি ( 23mb). ২।এবার software টি setup দিয়ে নি ।
৩।skype on করে create new account এ ক্লিক...
PC DOCTOR :: কি বোর্ড এর F1 থেকে F12 এর কিছু সাধারণ কাজ
কম্পিউটার কি বোর্ড এর একদম উপরের দিকে তাকালে দেখা যাবে যে F1 থেকে F12 পর্যন্ত এই বাটন গুলোর প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা এবং গুরুত্তপূর্ণ ব্যবহার। বিশেষ করে মাউস এর বিকল্প হিসেবে এদের ব্যবহার করা যায় । চলুন দেখে নিই কি গুলোর প্রয়োগঃ
F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহিত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে।F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় ।F3: কি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়।F4 : চেপে মাইক্রোসফট...
আসুন ব্যবহার করি Windows 7 এর কিছু লুকানো থিম
আশা করি সবাই ভাল আছেন । আজ খুব সহজ একটা বিষয় নিয়ে কথা বলব । মনে হয় অনেকে জানেন এ বিষয় টা । তাহলে চলুন -
Windows 7 এর কিছু লুকানো থিম আছে যা আজ আমরা ব্যবহার করা শিখব -
Windows 7 এর Personalize menu তে আমরা এর নিজস্ব কিছু থিম দেখি যেগুলি Setting দেয়ার সময় Default হিসেবে set হয়ে থাকে। আমরা এই থিম গুলিই সাধারনত ব্যাবহার করে থাকি।এই গুলি ছাড়াও Windows 7 এ রয়েছে আরও কিছু লুকানো থিম । আসুন দখি সেগুলি কিভাবে ব্যাবহার করা যায়।
প্রথমে আপনি windows এর Search Option এ যেয়ে C:\Windows\Globalization\MCT টাইপ করে সার্চ...
IDM দিয়ে ডাউনলোডরত অবস্থায় Play করুন মিউজিক/ভিডিও ফাইলটি।
সবাইকে নমস্কার ও সালাম জানিয়ে আজ নতুন একটি টিপস শেয়ার করতে চললাম। আশা করি আপনাদের ভাল লাগবে টিপসটি।
আমরা ম্যাক্সিমাম IDM (Internet Download Manager) দিয়ে ফাইল ডাউনলোড করে থাকি।। অনলাইনে বেস্ট ডাউনলোডার IDM. কিন্তু মাঝে মধ্যে আমাদের ডাউনলোড হওয়া ফাইলটি নিয়ে একটু মনের ভিতরে সন্দেহ থেকেই যায়। যেমনঃ ফাইলটির মিউজিক/ ভিডিও কোয়ালিটি কেমন?? ফাইলটি ঠিক মত ডাউনলোড হচ্ছে তো?? না, ফাইলটি ফেইক ফাইল।। যারা অনলাইন থেকে IDM দিয়ে মুভি ডাউনলোড করেন তারা কিন্তু এই প্রশ্নগুলোর সাথে বেশ ভালই পরিচিত।।
অনলাইনে মুভি/ ভিডিও / গান...
Wednesday, 18 April 2012
নোকিয়া ব্যাটারি চার্জ দিন টাকা দিয়ে -
কি টাইটেল দেখে বিস্বাশ হচ্ছে না – চলুন দেখে নেই তাহলে
যাদের মোবাইল এ চার্জ থাকে না এবং চার্জ দেয়ার কোন উপায় নেই তাদের জন্য খুব দরকারি পোস্ট ।
বাইরে আছেন ফোন এ চার্জ নেই নো পর্বলেম এখন কি করবেন , নো চিন্তা টাকা দিয়ে অপনার মোবাইটিকে ফুল চার্জ করে নিন ।
তবে প্রথম কথা হল মোবাইল অবশ্যই নোকিয়া আর ব্যাটারি নোকিয়ার হতে হবে ।
ঠিক এমনি –
চলুন শুরু করি -
প্রথমে একটি মোটামুটি নতুন টাকার নোট নিন . পুরাতুন হবে না ্
তারপর সেই নোট টা কে এক পাশ করে কোনা কুনি ভাজ করুন ।
ঠিক ছবির মত করে
তারপর সেই নোটের কোনা টি কে ব্যাটারির...