নিউইয়র্ক-এর
একটি মসজিদে তাবলিগ জামাতের এক মুরব্বিকে বসে বসে ঘুমাতেদেখে অবাক
হয়েছিলেন এক আমেরিকান। বিস্ময় চাপা দিতে না পেরে তাকে জিজ্ঞেস করেছিলেন,
আপনি বসে বসে কি করে ঘুমাচ্ছেন! আমাদের তো ঘুমের ওষুধের পেছনে কারি কারি
টাকা খরচ করেও নির্ঘুম রাত কাটাতে হয়। মুরুব্বি সহজ সুলভতায় উত্তর
দিয়েছিলেন, মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে শান্তিময় জায়গা। এখানে বসে থাকলে
আপনারও এমনিতেই ঘুম চলে আসবে। ঘটনা বর্ণনাকারী বিশ্বস্ত ওই বন্ধুর কাছে
জানতে পারি পরে ওই আমেরিকান ইসলাম গ্রহণ করেন এবং নিয়মিত মসজিদে আসতে শুরু
করেন। মানতে কষ্ট হলেও আজব ব্যাপার, যে লোকটি এতদিন ঘুমের...
Showing posts with label ইসলামিক নিদর্শন. Show all posts
Showing posts with label ইসলামিক নিদর্শন. Show all posts
Wednesday, 25 April 2012
মসজিদ পরিচিতি(ছবি ও তথ্যসহ) |
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সিঙ্গাপুরের কিছু মসজিদের পরিচিতি।তাহলে আসুন শুরু করা যাক:১) মসজিদের নাম: Tentera Di Rajaস্থাপত্যকাল:
১৯৬১ সাল। একজন মুসলিম বৃটিশ আর্মি এটি প্রতিষ্ঠা করেন। সিঙ্গাপুর সরকার
তাকে সম্মান জানাতে তার নামানুসারে মসজিদের নামকরন করেন।অবস্থান: ক্লেমেটিধারন ক্ষমতা: ১০০০ জন।২) মসজিদের নাম: Wak Tanjongস্থাপত্যকাল: ১৯৩৫ সাল। পরে ১৯৯৮ সালে এটা আবার মেরামত করা হয়।অবস্থান: পায়া লেবারধারন ক্ষমতা: ৫০০ জন।৩) মসজিদের নাম: Sultanস্থাপত্যকাল: ১৮২৪ সাল। এটা সিঙ্গাপুরের প্রাচীনমসজিদের একটি। পরে ১৯২০ সালে এটা আবার পূননির্মান করা হয়।অবস্থান:...
Saturday, 21 April 2012
কিছু চমত্কার ইসলামিক নিদর্শন
পাশ্চাত্য মিডিয়া তে এই ছবি টি কখন ই প্রকাশ হবেনাতবে যে তাদের দম্ভ বিনাশ হবেএই ছবি টি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ সুনামির ধ্বংসযজ্ঞের পরবর্তী ছবিপুরো এলাকা বিধ্বস্ত মাঝেদারিয়ে আছে আল্লাহর ঘর-মসজিদ সুবহানাল্লাহ আর যারা বলবেন এটা ঘটনাক্রমে মাত্র ! তাদের বলছি এরকম কয়েকটা ঘটনার প্রমান আছে আরও !সব ই শুধুই ঘটনাক্রমে !!!
জম জম কুপের পানি আল্লাহররহমতস্বরুপ। শিশু হজরত ইসমাইল ওতার মা'কে যখন আল্লাহরনির্দেশে হজরত ইব্রাহিম (আঃ ) নির্জনমরুভুমিতে পরিত্যাগ করেন। তখন তারপায়ের আঘাতে জমজম কুপেরউৎপত্তি হয়।মা হাজেরা কুপেরচারপাশে চারটি পাথরদিয়ে সিমানা দিয়ে...
নামাজ পড়ায় আর অবহেলা নয়
সালাত ( নামাজ ) : কোন অজুহাত নেই -পড়তেই হবে !!
সুবাহানাল্লাহ
এই মানুষটি থেকেও কি আপনি অক্ষম ? আসুন দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত(নামাজ)
আদায়ের চেষ্টা করি ! হে আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুন ! হে আল্লাহ
আমাদেরকে আমাদের নিয়ত পালনে সহায়তা করুন ! একে সহজ ( পালনে ) করে দিন !!
আমীন !
পুনশ্চঃ ছবিটি নেট থেকে সংগ্রহিত ! মনে হচ্ছে নাইজেরিয় কোন এক মসজিদ থেকে তোলা ছবি!!
যেমন কাজ করবে/তেমনই ফল পাবে/বিশ্বাস হয়না ?তো করে করে দেখ/-/জান্নাত আছে/জাহান্নামও আছে/বিশ্বাস হয়না ?তো মরে দেখ ...